ETV Bharat / budget-2019

বাংলার রেল পরিষেবা উন্নয়নে ঐতিহাসিক বরাদ্দ, টুইট রেলমন্ত্রীর

চলতি বছরে বাংলার রেল পরিষেবা উন্নয়নে 6 হাজার 636 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র । টুইট করে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল ।

বাংলার রেল পরিষেবার উন্নয়নে কেন্দ্রের এতিহাসিক বরাদ্দ, টুইট পীযুষ গোয়েলের
বাংলার রেল পরিষেবার উন্নয়নে কেন্দ্রের এতিহাসিক বরাদ্দ, টুইট পীযুষ গোয়েলের
author img

By

Published : Feb 5, 2021, 6:49 AM IST

দিল্লি, 5 ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের রেল পরিষেবার উন্নয়নে ঐতিহাসিক বরাদ্দ হয়েছে এবারের বাজেটে ৷ টুইটারে দাবি করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল । তিনি জানান, 6 হাজার 636 কোটি টাকা খরচ করা হবে পশ্চিমবঙ্গের রেল পরিষেবার উন্নয়নে ৷ যা ভারতীয় রেলের ইতিহাসে বাংলার রেল উন্নয়নে এক "ঐতিহাসিক বরাদ্দ" । মেট্রো ও বিভিন্ন রেল পরিষেবায় কত টাকা বরাদ্দ হয়েছে তাও গতকাল টুইটে করে জানিয়েছেন রেলমন্ত্রী ।

  • Allocation for West Bengal is highest ever in history of Indian Railways.

    ₹6,636 crore is going to be spent in 2021-22 in the state. It is 26% higher than last year.

    I would urge West Bengal Govt to make land available so that Railway projects can be implemented expeditiously. pic.twitter.com/0Uz7WMePyk

    — Piyush Goyal (@PiyushGoyal) February 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার পীযূষ গোয়েল নিজের টুইটার হ্যান্ডলে লেখেন, "ভারতীয় রেলের ইতিহাসে পশ্চিমবঙ্গে রেল পরিষেবায় উন্নয়নে এক ঐতিহাসিক বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে । 2021-22 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের রেল পরিষেবার উন্নয়নে বরাদ্দ খরচের পরিমাণ 6 হাজার 636 কোটি টাকা, গত বছরের তুলনায় 26 শতাংশ বেশি । রাজ্য সরকারকে বলব, রেলের বিভিন্ন প্রকল্পের জন্য জমি তৈরি রাখুন, যাতে করে দ্রুত কাজ শুরু করা যায় ।"

দিল্লি, 5 ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের রেল পরিষেবার উন্নয়নে ঐতিহাসিক বরাদ্দ হয়েছে এবারের বাজেটে ৷ টুইটারে দাবি করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল । তিনি জানান, 6 হাজার 636 কোটি টাকা খরচ করা হবে পশ্চিমবঙ্গের রেল পরিষেবার উন্নয়নে ৷ যা ভারতীয় রেলের ইতিহাসে বাংলার রেল উন্নয়নে এক "ঐতিহাসিক বরাদ্দ" । মেট্রো ও বিভিন্ন রেল পরিষেবায় কত টাকা বরাদ্দ হয়েছে তাও গতকাল টুইটে করে জানিয়েছেন রেলমন্ত্রী ।

  • Allocation for West Bengal is highest ever in history of Indian Railways.

    ₹6,636 crore is going to be spent in 2021-22 in the state. It is 26% higher than last year.

    I would urge West Bengal Govt to make land available so that Railway projects can be implemented expeditiously. pic.twitter.com/0Uz7WMePyk

    — Piyush Goyal (@PiyushGoyal) February 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার পীযূষ গোয়েল নিজের টুইটার হ্যান্ডলে লেখেন, "ভারতীয় রেলের ইতিহাসে পশ্চিমবঙ্গে রেল পরিষেবায় উন্নয়নে এক ঐতিহাসিক বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে । 2021-22 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের রেল পরিষেবার উন্নয়নে বরাদ্দ খরচের পরিমাণ 6 হাজার 636 কোটি টাকা, গত বছরের তুলনায় 26 শতাংশ বেশি । রাজ্য সরকারকে বলব, রেলের বিভিন্ন প্রকল্পের জন্য জমি তৈরি রাখুন, যাতে করে দ্রুত কাজ শুরু করা যায় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.