ETV Bharat / briefs

YSR কংগ্রেস নেতা জি সত্যনারায়ণের উপর হামলা - সত্যনারায়ণ

বিশাখাপত্তনমের কোমমালাপুরি গ্রামে YSR কংগ্রেস নেতা সত্যনারায়ণের উপর ছুরি দিয়ে হামলা । গুরুতর জখম হয়েছেন তিনি ।

Attack on G satyanarayana
Attack on G satyanarayana
author img

By

Published : Jun 4, 2020, 12:00 PM IST

বিশাখাপত্তনম, 4 জুন : YSR কংগ্রেস নেতা জি সত্যনারায়ণের উপর হামলা চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ছুরির আঘাতে জখম হয়েছেন সত্যনারায়ণ । তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।

পুলিশের তরফে জানা যায়, গতরাতে বিশাখাপত্তনমের কোমমালাপুরি গ্রামে জি সত্যনারায়ণের উপর এই আক্রমণের ঘটনা ঘটে । সত্যবারায়ণের উপর ছুরি দিয়ে হামলা চালানো হয় । মোট তিনজন আক্রান্ত হন । বাকি দুজনের আঘাত সামান্য । গুরুতর জখম হন সত্যনারায়ণ। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এক পুলিশ কর্মী জানান, "স্থানীয়দের সহায়তায় কংগ্রেস নেতাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি বিপদ থেকে মুক্ত।'' ইতিমধ্যেই একটি FIR দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

বিশাখাপত্তনম, 4 জুন : YSR কংগ্রেস নেতা জি সত্যনারায়ণের উপর হামলা চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ছুরির আঘাতে জখম হয়েছেন সত্যনারায়ণ । তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।

পুলিশের তরফে জানা যায়, গতরাতে বিশাখাপত্তনমের কোমমালাপুরি গ্রামে জি সত্যনারায়ণের উপর এই আক্রমণের ঘটনা ঘটে । সত্যবারায়ণের উপর ছুরি দিয়ে হামলা চালানো হয় । মোট তিনজন আক্রান্ত হন । বাকি দুজনের আঘাত সামান্য । গুরুতর জখম হন সত্যনারায়ণ। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এক পুলিশ কর্মী জানান, "স্থানীয়দের সহায়তায় কংগ্রেস নেতাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি বিপদ থেকে মুক্ত।'' ইতিমধ্যেই একটি FIR দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.