ETV Bharat / briefs

একই রাতে বুনিয়াদপুর পৌরসভার তিনটি দোকানে চুরি,প্রশ্নের মুখে জেলা পুলিশ

পূর্ণ লকডাউনের সুযোগ নিয়ে তিনটি দোকানের তালা ভেঙ্গে গতকাল রাতে কয়েক লাখ টাকার চুরির ঘটনা দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে।

বুনিয়াদপুর পৌরসভা
বুনিয়াদপুর পৌরসভা
author img

By

Published : Jul 30, 2020, 7:06 PM IST


বংশীহারি,30 জুলাই : বুনিয়াদপুর পৌরসভা এলাকায় গতরাতে একই সাথে তিনটি দোকানে চুরি। 3 টি দোকানের মধ্যে দুটি কম্পিউটারের দোকান এবং একটি কাপড়ের দোকান । ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। লকডাউন জেরে ব্যবসায়়়ে মন্দা । তার উপর এইরকম চুরি। স্বাভাবিকভাবেই এই চুুুরির পর আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা ।

ব্যবসায়ীদের একাংশের দাবি পুলিশ রাতে ঠিকমতো নজরদারি না করায় এই সমস্ত চুরির হচ্ছে । বুনিয়াদপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের একটি কম্পিউটারের দোকান এবং একটি কাপড়ের দোকান এবং অন্যটি 14 নম্বর ওয়ার্ডের সরাইঘাট নলপুকুর এলাকার একটি কাপড়ের দোকানে এই চুরি হয় । মোট তিনটি দোকানে চুরি যাওয়া সামগ্রীর মূল্য কয়েক লাখ টাকা।

চুরি যাওয়া ইলেকট্রনিক্স দোকানের মালিক অতনু প্রামাণিক বলেন,"আজ সকালে দোকান খুলতে এসে দেখি আমার দোকানের 3টি তালা ভেঙে কম্পিউটার, প্রিন্টার ,ল্যাপটপ । এছাড়াও আরও দুটি কাপড়ের দোকানেও কাল চুরি হয়েছে। থানায় অভিযোগ জানাই।"

ঘটনার পরই বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনটি দোকান মালিকরা।একই দিনে একই সাথে তিনটি দোকানে চুরির ঘটনায় কোনও যোগসূত্র আছে কিনা পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারি থানার পুলিশ ।

বিষয়টি নিয়ে বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনজিৎ সরকার জানান,"আমরা খুব তাড়াতাাড়ি চুরির ঘটনার কিনারা করব। সেই সঙ্গে জিনিসগুলিও উদ্ধার করব ।"


বংশীহারি,30 জুলাই : বুনিয়াদপুর পৌরসভা এলাকায় গতরাতে একই সাথে তিনটি দোকানে চুরি। 3 টি দোকানের মধ্যে দুটি কম্পিউটারের দোকান এবং একটি কাপড়ের দোকান । ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। লকডাউন জেরে ব্যবসায়়়ে মন্দা । তার উপর এইরকম চুরি। স্বাভাবিকভাবেই এই চুুুরির পর আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা ।

ব্যবসায়ীদের একাংশের দাবি পুলিশ রাতে ঠিকমতো নজরদারি না করায় এই সমস্ত চুরির হচ্ছে । বুনিয়াদপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের একটি কম্পিউটারের দোকান এবং একটি কাপড়ের দোকান এবং অন্যটি 14 নম্বর ওয়ার্ডের সরাইঘাট নলপুকুর এলাকার একটি কাপড়ের দোকানে এই চুরি হয় । মোট তিনটি দোকানে চুরি যাওয়া সামগ্রীর মূল্য কয়েক লাখ টাকা।

চুরি যাওয়া ইলেকট্রনিক্স দোকানের মালিক অতনু প্রামাণিক বলেন,"আজ সকালে দোকান খুলতে এসে দেখি আমার দোকানের 3টি তালা ভেঙে কম্পিউটার, প্রিন্টার ,ল্যাপটপ । এছাড়াও আরও দুটি কাপড়ের দোকানেও কাল চুরি হয়েছে। থানায় অভিযোগ জানাই।"

ঘটনার পরই বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনটি দোকান মালিকরা।একই দিনে একই সাথে তিনটি দোকানে চুরির ঘটনায় কোনও যোগসূত্র আছে কিনা পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারি থানার পুলিশ ।

বিষয়টি নিয়ে বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনজিৎ সরকার জানান,"আমরা খুব তাড়াতাাড়ি চুরির ঘটনার কিনারা করব। সেই সঙ্গে জিনিসগুলিও উদ্ধার করব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.