ETV Bharat / briefs

মদ্যপান নিয়ে নিত্য অশান্তি, বালিশ চাপা দিয়ে স্ত্রীকে খুন - died

গঙ্গারামপুরের নয়াবাজার এলাকায় এক যুবতিকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে । ঘটনায় স্বামীসহ শ্বশুর, শাশুড়িকে আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 22, 2019, 12:00 PM IST

Updated : May 22, 2019, 1:46 PM IST

গঙ্গারামপুর, 22 মে : বালিশ চাপা দিয়ে যুবতিকে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । মৃতের নাম ছবি বসাক (30) । স্বামী বাবুন বসাক । গঙ্গারামপুরের নয়াবাজার এলাকার ঘটনা । মৃতের স্বামীসহ শ্বশুর, শাশুড়িকে আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ ।

বছর পনেরো আগে বাবুনের সঙ্গে বিয়ে হয় ছবির । বাবুন পেশায় বেসরকারি গাড়ির চালক । তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে । মৃতের বউদি ববিতা সাহার অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাঁর ননদের উপর অত্যাচার করত । মাঝেমধ্যে এই অশান্তির জন্য সালিশি সভারও ব্যবস্থা করা হত । মদ্যপান করা নিয়ে প্রায়শই অশান্তি লাগত স্বামী-স্ত্রীর মধ্যে । বালিশ চাপা দিয়ে ছবিকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তাঁর । মৃতের জা প্রিয়াঙ্কা বসাক জানিয়েছেন, গতকাল সকালবেলা তিনি তাঁর ৬ বছরের ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলেন। বাড়িতে আসার পর দেখেন ছবির ঘরের দরজা ভেজানো । ঘরে গিয়ে ছবিকে ডাকতে যান । তখনই দেখতে পান ছবির নাক, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে । তার মুখে বালিশ চাপা দেওয়া ছিল । এই দৃশ্য দেখার পরই চিৎকার করতে থাকেন তিনি । ঘটনাস্থানে আসেন স্থানীয়রা । খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায় । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । স্বামীসহ শ্বশুর, শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

এই বিষয়ে মৃতের ভাই বিশ্বজিৎ সাহা বলেন, "জামাইবাবু প্রায়দিন রাতে মদ্যপান করে আসত । গত পরশু রাতে প্রতিদিনের মত অশান্তি হয়েছিল । আমার দিদিকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে ওরা । সবার শাস্তি চাই ।" গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক বিপুল ব্যানার্জি জানান, গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকায় এক যুবতিকে খুনের অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে । আমরা ৩ জনকে আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য । মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে ।

গঙ্গারামপুর, 22 মে : বালিশ চাপা দিয়ে যুবতিকে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । মৃতের নাম ছবি বসাক (30) । স্বামী বাবুন বসাক । গঙ্গারামপুরের নয়াবাজার এলাকার ঘটনা । মৃতের স্বামীসহ শ্বশুর, শাশুড়িকে আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ ।

বছর পনেরো আগে বাবুনের সঙ্গে বিয়ে হয় ছবির । বাবুন পেশায় বেসরকারি গাড়ির চালক । তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে । মৃতের বউদি ববিতা সাহার অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাঁর ননদের উপর অত্যাচার করত । মাঝেমধ্যে এই অশান্তির জন্য সালিশি সভারও ব্যবস্থা করা হত । মদ্যপান করা নিয়ে প্রায়শই অশান্তি লাগত স্বামী-স্ত্রীর মধ্যে । বালিশ চাপা দিয়ে ছবিকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তাঁর । মৃতের জা প্রিয়াঙ্কা বসাক জানিয়েছেন, গতকাল সকালবেলা তিনি তাঁর ৬ বছরের ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলেন। বাড়িতে আসার পর দেখেন ছবির ঘরের দরজা ভেজানো । ঘরে গিয়ে ছবিকে ডাকতে যান । তখনই দেখতে পান ছবির নাক, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে । তার মুখে বালিশ চাপা দেওয়া ছিল । এই দৃশ্য দেখার পরই চিৎকার করতে থাকেন তিনি । ঘটনাস্থানে আসেন স্থানীয়রা । খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায় । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । স্বামীসহ শ্বশুর, শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

এই বিষয়ে মৃতের ভাই বিশ্বজিৎ সাহা বলেন, "জামাইবাবু প্রায়দিন রাতে মদ্যপান করে আসত । গত পরশু রাতে প্রতিদিনের মত অশান্তি হয়েছিল । আমার দিদিকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে ওরা । সবার শাস্তি চাই ।" গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক বিপুল ব্যানার্জি জানান, গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকায় এক যুবতিকে খুনের অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে । আমরা ৩ জনকে আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য । মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে ।

Intro:বালিশ চাপা দিয়ে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী সহ গ্রেপ্ত্রার শ্বশুর শাশুড়ি ।।
গঙ্গারামপুর ;২১ মে ;-গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকায় বালিশ চাপা দিয়ে গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে । জানা যায় মৃত গৃহবধূর নাম ছবি বসাক ৩০, ঘটনার খবর পেয়ে ছুটে আশে গঙ্গারামপুর থানার পুলিশ।মৃতের স্বামী সহ শ্বশুর শাশুড়িকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য । খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে যান গঙ্গারামপুর থানার আইসি সব বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনা খতিয়ে দেখছেন তারা ।
জানা গেছে, বছর পনেরো আগে বাবুন বসাক বিয়ে করে ছবি বসাক কে । তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে খুব অত্যাচার করত বলে অভিযোগ মৃতের বৌদি ববিতা সাহার । মাঝে মধ্যে এই অশান্তির জন্য সালিশি সভার ও ব্যাবস্থা করা হয় ।মৃতার স্বামী পেসায় বেসরকারি গাড়ি চালক । মদ্যপান করার জন্য এই অশান্তি লেগেই থাকতো । প্রায়দিন রাতের বেলা মদ্যপান করে আসতো বাবুন বসাক ।গতকাল রাতে প্রতিদিনের মত অশান্তি হয়েছিল ।কিন্তু আজ সকালবেলা মৃতার জা প্রিয়াঙ্কা বসাক তার ৬ বছরের ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যায় ।বারিতে আসার পরে দেখে মৃতা ছবি বসাকের ঘরের দরজা ভেড়ানো ।তার ঘরে গিয়ে ডাকতে গেলে দেখতে পায় ছবি বসাকের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং মৃতার মুখে বালিশ চাপা ।এই দৃশ্য দেখে প্রিয়াঙ্কা বসাক ছিতকার করতে থাকে এবং আশে পাশের লোকজন ছুটে যায় ।গঙ্গারামপুর থানায় খবর গেলে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় বালুরঘাটে এবং স্বামী সহ শ্বশুর শাশুড়িকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য ।
এই বিষয়ে মৃতার ভাই বিস্বজিত সাহা বলেন আমার দিদিকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে জামাইবাবু সহ শ্বশুর বাড়ির লোকজন ।আমি সবার শাস্তি চাই ।
গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক বিপুল ব্যানারজি জানান গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকায় এক গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ উঠেছে স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ।আমরা ৩ জনকে আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য । মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে ।
Body:বালিশ চাপা দিয়ে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী সহ গ্রেপ্ত্রার শ্বশুর শাশুড়ি ।।
গঙ্গারামপুর ;২১ মে ;-গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকায় বালিশ চাপা দিয়ে গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে । জানা যায় মৃত গৃহবধূর নাম ছবি বসাক ৩০, ঘটনার খবর পেয়ে ছুটে আশে গঙ্গারামপুর থানার পুলিশ।মৃতের স্বামী সহ শ্বশুর শাশুড়িকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য । খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে যান গঙ্গারামপুর থানার আইসি সব বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনা খতিয়ে দেখছেন তারা ।
জানা গেছে, বছর পনেরো আগে বাবুন বসাক বিয়ে করে ছবি বসাক কে । তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে খুব অত্যাচার করত বলে অভিযোগ মৃতের বৌদি ববিতা সাহার । মাঝে মধ্যে এই অশান্তির জন্য সালিশি সভার ও ব্যাবস্থা করা হয় ।মৃতার স্বামী পেসায় বেসরকারি গাড়ি চালক । মদ্যপান করার জন্য এই অশান্তি লেগেই থাকতো । প্রায়দিন রাতের বেলা মদ্যপান করে আসতো বাবুন বসাক ।গতকাল রাতে প্রতিদিনের মত অশান্তি হয়েছিল ।কিন্তু আজ সকালবেলা মৃতার জা প্রিয়াঙ্কা বসাক তার ৬ বছরের ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যায় ।বারিতে আসার পরে দেখে মৃতা ছবি বসাকের ঘরের দরজা ভেড়ানো ।তার ঘরে গিয়ে ডাকতে গেলে দেখতে পায় ছবি বসাকের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং মৃতার মুখে বালিশ চাপা ।এই দৃশ্য দেখে প্রিয়াঙ্কা বসাক ছিতকার করতে থাকে এবং আশে পাশের লোকজন ছুটে যায় ।গঙ্গারামপুর থানায় খবর গেলে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় বালুরঘাটে এবং স্বামী সহ শ্বশুর শাশুড়িকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য ।
এই বিষয়ে মৃতার ভাই বিস্বজিত সাহা বলেন আমার দিদিকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে জামাইবাবু সহ শ্বশুর বাড়ির লোকজন ।আমি সবার শাস্তি চাই ।
গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক বিপুল ব্যানারজি জানান গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকায় এক গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ উঠেছে স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ।আমরা ৩ জনকে আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য । মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে ।
Conclusion:বালিশ চাপা দিয়ে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী সহ গ্রেপ্ত্রার শ্বশুর শাশুড়ি ।।
গঙ্গারামপুর ;২১ মে ;-গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকায় বালিশ চাপা দিয়ে গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে । জানা যায় মৃত গৃহবধূর নাম ছবি বসাক ৩০, ঘটনার খবর পেয়ে ছুটে আশে গঙ্গারামপুর থানার পুলিশ।মৃতের স্বামী সহ শ্বশুর শাশুড়িকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য । খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে যান গঙ্গারামপুর থানার আইসি সব বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনা খতিয়ে দেখছেন তারা ।
জানা গেছে, বছর পনেরো আগে বাবুন বসাক বিয়ে করে ছবি বসাক কে । তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে খুব অত্যাচার করত বলে অভিযোগ মৃতের বৌদি ববিতা সাহার । মাঝে মধ্যে এই অশান্তির জন্য সালিশি সভার ও ব্যাবস্থা করা হয় ।মৃতার স্বামী পেসায় বেসরকারি গাড়ি চালক । মদ্যপান করার জন্য এই অশান্তি লেগেই থাকতো । প্রায়দিন রাতের বেলা মদ্যপান করে আসতো বাবুন বসাক ।গতকাল রাতে প্রতিদিনের মত অশান্তি হয়েছিল ।কিন্তু আজ সকালবেলা মৃতার জা প্রিয়াঙ্কা বসাক তার ৬ বছরের ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যায় ।বারিতে আসার পরে দেখে মৃতা ছবি বসাকের ঘরের দরজা ভেড়ানো ।তার ঘরে গিয়ে ডাকতে গেলে দেখতে পায় ছবি বসাকের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং মৃতার মুখে বালিশ চাপা ।এই দৃশ্য দেখে প্রিয়াঙ্কা বসাক ছিতকার করতে থাকে এবং আশে পাশের লোকজন ছুটে যায় ।গঙ্গারামপুর থানায় খবর গেলে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় বালুরঘাটে এবং স্বামী সহ শ্বশুর শাশুড়িকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য ।
এই বিষয়ে মৃতার ভাই বিস্বজিত সাহা বলেন আমার দিদিকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে জামাইবাবু সহ শ্বশুর বাড়ির লোকজন ।আমি সবার শাস্তি চাই ।
গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক বিপুল ব্যানারজি জানান গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকায় এক গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ উঠেছে স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ।আমরা ৩ জনকে আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য । মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে ।
Last Updated : May 22, 2019, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.