ETV Bharat / briefs

ডায়মন্ডহারবারে কাকিমাকে পিটিয়ে খুন

author img

By

Published : Apr 29, 2019, 7:51 PM IST

Updated : Apr 29, 2019, 9:28 PM IST

অভিযুক্ত সাহিফুল্লা হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

কাকিমাকে পিটিয়ে খুন

ডায়মন্ডহারবার, 29 এপ্রিল : কাকিমাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । মৃতের নাম জয়নাব বিবি । ডায়মন্ডহারবার থানার চাঁদাগ্রামের ঘটনা । অভিযুক্ত সাহিফুল্লা হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ দুপুরে জয়নাব টিউবয়েল থেকে জল তুলতে গেছিলেন । সেই সময় তাঁর ভাসুরের পরিবারের সাথে জয়নাবের বচসা হয় । তখনই সাহিফুল্লা হালদার ওই মহিলার উপর চড়াও হয় । পরে কাঠের চেলি দিয়ে তাঁর মাথা থেতলে দেয় । ঘটনাস্থানেই জয়নাবের মৃত্যু হয় ।

অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ডায়মন্ডহারবার, 29 এপ্রিল : কাকিমাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । মৃতের নাম জয়নাব বিবি । ডায়মন্ডহারবার থানার চাঁদাগ্রামের ঘটনা । অভিযুক্ত সাহিফুল্লা হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ দুপুরে জয়নাব টিউবয়েল থেকে জল তুলতে গেছিলেন । সেই সময় তাঁর ভাসুরের পরিবারের সাথে জয়নাবের বচসা হয় । তখনই সাহিফুল্লা হালদার ওই মহিলার উপর চড়াও হয় । পরে কাঠের চেলি দিয়ে তাঁর মাথা থেতলে দেয় । ঘটনাস্থানেই জয়নাবের মৃত্যু হয় ।

অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:যাদবপুরের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর সমর্থনে এবার পথে নামল আইনজীবীরা। ঘটকপুকুর এলাকার ঘটনা।Body:যাদবপুরের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর সমর্থনে এবার ভাঙরের রাস্তায় নামলেন আইনজীবীরা। আজ ভাঙরের ঘটকপুকুর থেকে ভাঙড় থানা পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করে তারা। অল ইন্ডিয়া ল ইউনিয়ন এর পক্ষ থেকে বিকাশবাবু সমর্থনে প্রায় পাঁচশো জন মতন আইনজীবি পায়ে হেঁটে মিছিল করেন। Conclusion:তাদের দাবি ভাঙড়ের গণতন্ত্র রক্ষার জন্য এবং যাদবপুর বাসের গণতন্ত্র রক্ষার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য কে সমর্থন করা উচিত। কারণ হিসেবে বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাধারণ মানুষ থেকে শুরু করে সবার আইনি সহায়তা দিয়ে থাকেন। এরই পাশাপাশি তিনি জানান রাজ্য সরকারের একের পর এক ভুল পদক্ষেপের বিরুদ্ধে তিনি লড়াই করে আসছেন। আজ সকালেই ভাঙড়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দীর্ঘদিন বন্ধ থাকা সিপিআইএমের দলীয় কার্যালয় খুলে বিজয়গঞ্জ বাজার এলাকায় ভোট প্রচার করেছিলেন। সুজন চক্রবর্তীকে সঙ্গে নিয়েই তিনি এলাকায় একটি রোড শো করেন। সকালের পর বিকালে বিকাশবাবু না থাকলেও অল ইন্ডিয়া ল অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে পায়ে হেঁটে বিকাশ রঞ্জন কে সমর্থন করে মিছিল করে তারা। ঘটকপুকুর থেকে মিছিল শুরু করে তালেব মোল্লার ব্যাক হয়ে ভাঙড় কলেজের সামনে দিয়ে মিছিল পৌঁছায় থানার সামনে। ভাঙড় থানার সামনে ওই সংগঠনের নেতৃত্ব তাদের বক্তব্য রাখার পর থানায় সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে মৌখিকভাবে একটি অভিযোগও করে যান। এখন এটাই দেখার তাদের এই মিছিলে কতটা প্রভাব পড়ে বিকাশ বাবুর ভোটব্যাংকে।
Last Updated : Apr 29, 2019, 9:28 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.