দিল্লি, 23 এপ্রিল : মোটের উপর শান্তিতেই মিটল লোকসভার তৃতীয় দফার নির্বাচন । পশ্চিমবঙ্গে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দেশের বাকি 12টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে । পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস ও BJP-র সংঘর্ষে মাঝে মৃত্যু হয়েছে এক ভোটারের । আজ কাশ্মীরের অনন্তনাগেও ভোটগ্রহণ হয়। ভোটকে কেন্দ্র করে দক্ষিণ কাশ্মীরের কয়েকটি জায়গায় পাথর ছোড়া হয় । দোকানপাট বন্ধ ছিল । কড়া নিরাপত্তা সত্ত্বেও ভোটদানের হার খুবই কম । কর্নাটকে ভোটদানের পর অসুস্থ হয়ে মৃত্যু হয় এক অ্যাসিসটেন্ট অফিসারের ।
LIVE আপডেট :
- বিহার : সন্ধ্যা 6টা পর্যন্ত 59.96 শতাংশ ভোট পড়েছে
- কেরালা : বিকেল সাড়ে 5টা পর্যন্ত 70 শতাংশ ভোট পড়েছে
- কর্নাটক : বিকেল সাড়ে 5টা পর্যন্ত 60.87 শতাংশ ভোট পড়েছে
- জম্মু ও কাশ্মীর : বিকেল 5টা পর্যন্ত 13.8 শতাংশ ভোট পড়েছে
- বিহার : বিকেল 5টা পর্যন্ত 64.91 শতাংশ ভোট পড়েছে
- কেরালা : বিকেল 5টা পর্যন্ত 65 শতাংশ ভোট পড়েছে
- কর্নাটক : বিকেল 5টা পর্যন্ত 54.86 শতাংশ ভোট পড়েছে
- বিহার : বিকেল 4টে পর্যন্ত 50.82 শতাংশ ভোট পড়েছে
- জম্মু ও কাশ্মীর : ন্যাশানাল কনফারেন্সের এক পোলিং এজেন্ট মারধর করল PDP সমর্থকরা
- গুজরাত : ভোট দিলেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল
- কেরালা : বিকেল 4টে পর্যন্ত 59 শতাংশ ভোট পড়েছে
- ওড়িশা : ডিউটিতে থাকাকালীন মৃত্যু হল এক ভোটকর্মীর । ঘটনাটি ধেঙ্কানলের কাঁটাপাল গ্রামের 41 নম্বর বুথের
- অসম : ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
- উত্তরপ্রদেশ : দুপুর সাড়ে 3টে পর্যন্ত 37.10 শতাংশ ভোট পড়েছে
- কর্নাটক : দুপুর 3টে পর্যন্ত 41.96 শতাংশ ভোট পড়েছে
- গুজরাত : দুপুর 3টে পর্যন্ত 44 শতাংশ ভোট পড়েছে
- কেরালা : দুপুর 3টে পর্যন্ত 53 শতাংশ ভোট পড়েছে
- ছত্তিশগড় : দুপুর 3টে পর্যন্ত 52.8 শতাংশ ভোট পড়েছে
- বিহার : দুপুর 3টে পর্যন্ত ভোটদানের হার 45.88 শতাংশ
- কেরালা : দুপুর আড়াইটে পর্যন্ত ভোট পড়েছে 50.1 শতাংশ
- জম্মু ও কাশ্মীর : ভোট দিলেন PDP নেত্রী মেহবুবা মুফতি
- বিহার : দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 40.49 শতাংশ
- মহারাষ্ট্র : দুপুর 1টা পর্যন্ত ভোটদানের হার 35.70 শতাংশ
- গুজরাত : আহমেদাবাদে ভোট দিলেন অরুণ জেটলি
- গুজরাত : আহমেদাবাদে ভোট দিলেন লালকৃষ্ণ আদবানি
- ছত্তিশগড় : দুপুর 1টা পর্যন্ত ভোটদানের হার 35.58 শতাংশ
- কেরালা : দুপুর 1টা পর্যন্ত 37 শতাংশ ভোট পড়েছে
- কর্নাটক : দুপুর 1টা পর্যন্ত ভোটদানের হার 36 শতাংশ
- বিহার : দুপুর 1টা পর্যন্ত 33.78 শতাংশ ভোট পড়েছে
- ছত্তিশগড় : ভোট দিলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল
- গোয়া : ভোট দিলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত
- কর্নাটক : বেলা 12টা পর্যন্ত ভোটদানের হার 23.91 শতাংশ
- বিহার : বেলা 12টা পর্যন্ত 26.19 শতাংশ ভোট পড়েছে
- কেরালা : সকাল 11টা 45 মিনিট পর্যন্ত ভোটদানের হার 29 শতাংশ
- জম্মু ও কাশ্মীর : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 6.5 শতাংশ
- মহারাষ্ট্র : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 21.38 শতাংশ
- ওড়িশা : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 18 শতাংশ
- কর্নাটক : সকাল সাড়ে 11টা পর্যন্ত ভোটদানের হার 20 শতাংশ
- কর্নাটক : ভোট দিলেন বর্ষীসান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে
- গুজরাত : ভোট দিলেন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল
- ছত্তিশগড় : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 20.42 শতাংশ
- মহারাষ্ট্র : আহমেদনগরে ভোট দিলেন সমাজকর্মী আন্না হাজারে
- গুজরাত : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 15 শতাংশ
- কর্নাটক : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 8.99 শতাংশ
- বিহার : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 19.38 শতাংশ
- কেরালা : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 20 শতাংশ
- উত্তরপ্রদেশ : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 10.88 শতাংশ
- গুজরাত : ভোট দিলেন চেতেশ্বর পূজারা
- উত্তরপ্রদেশ : মোরাদাবাদে একজন ভোটকর্মীকে মারধর করল BJP কর্মীরা। অভিযোগ, সমাজবাদী পার্টিতে প্রতীকে ভোট দেওয়ার কথা ভোটারদের বলছিলেন
- গোয়া : পোলিং স্টেশন নম্বর 31-র বুথ নম্বর AC 34-তে পুরো EVM সেট পালটে দেওয়া হয়েছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক
- কেরালা : ভোট দিলেন শশী থারুর ও একে অ্যান্টনি
- গুজরাত : আহমেদাবাদে রাইসানে ভোট দিলেন নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি
- বিহার : সকাল 10টা পর্যন্ত ভোটদানের হার 13.58 শতাংশ
- মহারাষ্ট্র : সকাল 10টা পর্যন্ত ভোটদানের হার 8.21 শতাংশ
- কেরালা : সকাল 10টা পর্যন্ত ভোটদানের হার 12.34 শতাংশ
- উত্তরপ্রদেশ : সকাল 10টা পর্যন্ত ভোটদানের হার 10.36 শতাংশ
- কর্নাটক : সকাল 10টা পর্যন্ত ভোটদানের হার 7.49 শতাংশ
- ওড়িশা : ভোট দিলেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক
- ছত্তিশগড় : সকাল সাড়ে 9টা পর্যন্ত ভোট পড়েছে 12.08 শতাংশ
- কর্নাটক : সকাল সাড়ে 9টা পর্যন্ত ভোটদানের হার 6.94 শতাংশ
- কেরালা : সকাল সাড়ে 9টা পর্যন্ত ভোট পড়েছে 10 শতাংশ
- কর্নাটক : সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার 6 শতাংশ
- গুজরাত : আহমেদাবাদের নারাণপুরায় ভোট দিলেন অমিত শাহ
- উত্তরপ্রদেশ : সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার 8.87 শতাংশ
- ওড়িশা : ভোট দিলেন কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
- মহারাষ্ট্র : ভোট দিলেন NCP-র সুপ্রিয়া সুলে
- গুজরাত : সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 13 শতাংশ
- বিহার : সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার 9.35 শতাংশ
- গুজরাত : ভোট দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও তাঁর স্ত্রী
- গুজরাত : ভোট দেওয়ার পর নরেন্দ্র মোদি বলেন, "সন্ত্রাসবাদের অস্ত্র হল IED । গণতন্ত্রের অস্ত্র হল ভোটার ID । আর এই ID-র শক্তি IED-র থেকেও বেশি ।"
- গুজরাত : আহমেদাবাদে ভোট দিলেন নরেন্দ্র মোদি
- বিহার : সকাল 8টা পর্যন্ত 4.3 শতাংশ ভোট পড়েছে
- বিহার : সুপল কেন্দ্রের 151 নম্বর বুথে EVM খারাপ ছিল । সেটি পালটে দেওয়া হয়েছে । আপাতত মক পোল চলছে
- ছত্তিশগড় : অম্বিকাপুরের উদয়পুরে 199 নম্বর বুথে এখনও শুরু হয়নি ভোটগ্রহণ