ETV Bharat / briefs

কাশ্মীরে ভোট কম, দেশে নির্বাচন শান্তিপূর্ণ - Amit Shah

ভোটর লাইন
author img

By

Published : Apr 23, 2019, 7:08 AM IST

Updated : Apr 23, 2019, 6:11 PM IST

2019-04-23 07:00:04

দেখুন ভিডিয়ো

দিল্লি, 23 এপ্রিল : মোটের উপর শান্তিতেই মিটল লোকসভার তৃতীয় দফার নির্বাচন । পশ্চিমবঙ্গে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দেশের বাকি 12টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে । পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস ও BJP-র সংঘর্ষে মাঝে মৃত্যু হয়েছে এক ভোটারের । আজ কাশ্মীরের অনন্তনাগেও ভোটগ্রহণ হয়। ভোটকে কেন্দ্র করে দক্ষিণ কাশ্মীরের কয়েকটি জায়গায় পাথর ছোড়া হয় । দোকানপাট বন্ধ ছিল । কড়া নিরাপত্তা সত্ত্বেও ভোটদানের হার খুবই কম । কর্নাটকে ভোটদানের পর অসুস্থ হয়ে মৃত্যু হয় এক অ্যাসিসটেন্ট অফিসারের । 
 

LIVE আপডেট :

  • বিহার : সন্ধ্যা 6টা পর্যন্ত  59.96 শতাংশ ভোট পড়েছে
  • কেরালা : বিকেল সাড়ে 5টা পর্যন্ত 70 শতাংশ ভোট পড়েছে 
  • কর্নাটক : বিকেল সাড়ে 5টা পর্যন্ত 60.87 শতাংশ ভোট পড়েছে   
  • জম্মু ও কাশ্মীর : বিকেল 5টা পর্যন্ত 13.8 শতাংশ ভোট পড়েছে
  • বিহার : বিকেল 5টা পর্যন্ত 64.91 শতাংশ ভোট পড়েছে   
  • কেরালা : বিকেল 5টা পর্যন্ত 65 শতাংশ ভোট পড়েছে   
  • কর্নাটক : বিকেল 5টা পর্যন্ত 54.86 শতাংশ ভোট পড়েছে   
  • বিহার : বিকেল 4টে পর্যন্ত 50.82 শতাংশ ভোট পড়েছে  
  • জম্মু ও কাশ্মীর : ন্যাশানাল কনফারেন্সের এক পোলিং এজেন্ট মারধর করল PDP সমর্থকরা
  • গুজরাত : ভোট দিলেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল
  • কেরালা : বিকেল 4টে পর্যন্ত 59 শতাংশ ভোট পড়েছে  
  • ওড়িশা : ডিউটিতে থাকাকালীন মৃত্যু হল এক ভোটকর্মীর । ঘটনাটি ধেঙ্কানলের কাঁটাপাল গ্রামের 41 নম্বর বুথের
  • অসম : ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
  • উত্তরপ্রদেশ : দুপুর সাড়ে 3টে পর্যন্ত 37.10 শতাংশ ভোট পড়েছে 
  • কর্নাটক : দুপুর 3টে পর্যন্ত 41.96 শতাংশ ভোট পড়েছে 
  • গুজরাত : দুপুর 3টে পর্যন্ত 44 শতাংশ ভোট পড়েছে 
  • কেরালা : দুপুর 3টে পর্যন্ত 53 শতাংশ ভোট পড়েছে 
  • ছত্তিশগড় : দুপুর 3টে পর্যন্ত 52.8 শতাংশ ভোট পড়েছে 
  • বিহার : দুপুর 3টে পর্যন্ত ভোটদানের হার 45.88 শতাংশ
  • কেরালা : দুপুর আড়াইটে পর্যন্ত ভোট পড়েছে 50.1 শতাংশ
  • জম্মু ও কাশ্মীর : ভোট দিলেন PDP নেত্রী মেহবুবা মুফতি
  • বিহার : দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 40.49 শতাংশ
  • মহারাষ্ট্র : দুপুর 1টা পর্যন্ত ভোটদানের হার 35.70 শতাংশ
  • গুজরাত : আহমেদাবাদে ভোট দিলেন অরুণ জেটলি
  • গুজরাত : আহমেদাবাদে ভোট দিলেন লালকৃষ্ণ আদবানি
  • ছত্তিশগড় : দুপুর 1টা পর্যন্ত ভোটদানের হার 35.58 শতাংশ 
  • কেরালা : দুপুর 1টা পর্যন্ত 37 শতাংশ ভোট পড়েছে
  • কর্নাটক : দুপুর 1টা পর্যন্ত ভোটদানের হার 36 শতাংশ 
  • বিহার : দুপুর 1টা পর্যন্ত 33.78 শতাংশ ভোট পড়েছে
  • ছত্তিশগড় : ভোট দিলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল
  • গোয়া : ভোট দিলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত
  • কর্নাটক : বেলা 12টা পর্যন্ত ভোটদানের হার 23.91 শতাংশ 
  • বিহার : বেলা 12টা পর্যন্ত 26.19 শতাংশ ভোট পড়েছে
  • কেরালা : সকাল 11টা 45 মিনিট  পর্যন্ত ভোটদানের হার 29 শতাংশ 
  • জম্মু ও কাশ্মীর : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 6.5 শতাংশ
  • মহারাষ্ট্র : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 21.38 শতাংশ
  • ওড়িশা : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 18 শতাংশ
  • কর্নাটক : সকাল সাড়ে 11টা পর্যন্ত ভোটদানের হার 20 শতাংশ
  • কর্নাটক : ভোট দিলেন বর্ষীসান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে
  • গুজরাত : ভোট দিলেন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল
  • ছত্তিশগড় : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 20.42 শতাংশ
  • মহারাষ্ট্র : আহমেদনগরে ভোট দিলেন সমাজকর্মী আন্না হাজারে
  • গুজরাত : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 15 শতাংশ
  • কর্নাটক : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 8.99 শতাংশ
  • বিহার : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 19.38 শতাংশ
  • কেরালা : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 20 শতাংশ
  • উত্তরপ্রদেশ : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 10.88 শতাংশ
  • গুজরাত : ভোট দিলেন চেতেশ্বর পূজারা 
  • উত্তরপ্রদেশ : মোরাদাবাদে একজন ভোটকর্মীকে মারধর করল BJP কর্মীরা। অভিযোগ, সমাজবাদী পার্টিতে প্রতীকে ভোট দেওয়ার কথা ভোটারদের বলছিলেন
  • গোয়া : পোলিং স্টেশন নম্বর 31-র বুথ নম্বর AC 34-তে পুরো EVM সেট পালটে দেওয়া হয়েছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক
  • কেরালা :  ভোট দিলেন শশী থারুর ও একে অ্যান্টনি  
  • গুজরাত : আহমেদাবাদে রাইসানে ভোট দিলেন নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি
  • বিহার : সকাল 10টা পর্যন্ত ভোটদানের হার 13.58 শতাংশ
  • মহারাষ্ট্র : সকাল 10টা পর্যন্ত ভোটদানের হার 8.21 শতাংশ
  • কেরালা : সকাল 10টা পর্যন্ত ভোটদানের হার 12.34 শতাংশ
  • উত্তরপ্রদেশ : সকাল 10টা পর্যন্ত ভোটদানের হার 10.36 শতাংশ
  • কর্নাটক :  সকাল 10টা পর্যন্ত ভোটদানের হার 7.49 শতাংশ
  • ওড়িশা : ভোট দিলেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক
  • ছত্তিশগড় : সকাল সাড়ে 9টা পর্যন্ত ভোট পড়েছে 12.08 শতাংশ 
  • কর্নাটক : সকাল সাড়ে 9টা পর্যন্ত ভোটদানের হার 6.94 শতাংশ  
  • কেরালা : সকাল সাড়ে 9টা পর্যন্ত ভোট পড়েছে 10 শতাংশ 
  • কর্নাটক : সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার 6 শতাংশ 
  • গুজরাত : আহমেদাবাদের নারাণপুরায় ভোট দিলেন অমিত শাহ
  • উত্তরপ্রদেশ : সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার 8.87 শতাংশ 
  • ওড়িশা : ভোট দিলেন কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
  • মহারাষ্ট্র : ভোট দিলেন NCP-র সুপ্রিয়া সুলে
  • গুজরাত : সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 13 শতাংশ
  • বিহার : সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার 9.35 শতাংশ 
  • গুজরাত : ভোট দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও তাঁর স্ত্রী
  • গুজরাত : ভোট দেওয়ার পর নরেন্দ্র মোদি বলেন, "সন্ত্রাসবাদের অস্ত্র হল IED । গণতন্ত্রের অস্ত্র হল ভোটার ID । আর এই ID-র শক্তি IED-র থেকেও বেশি ।" 
  • গুজরাত : আহমেদাবাদে ভোট দিলেন নরেন্দ্র মোদি
  • বিহার : সকাল 8টা পর্যন্ত 4.3 শতাংশ ভোট পড়েছে 
  • বিহার : সুপল কেন্দ্রের 151 নম্বর বুথে EVM খারাপ ছিল । সেটি পালটে দেওয়া হয়েছে । আপাতত মক পোল চলছে  
  • ছত্তিশগড় : অম্বিকাপুরের উদয়পুরে  199 নম্বর বুথে এখনও শুরু হয়নি ভোটগ্রহণ

2019-04-23 07:00:04

দেখুন ভিডিয়ো

দিল্লি, 23 এপ্রিল : মোটের উপর শান্তিতেই মিটল লোকসভার তৃতীয় দফার নির্বাচন । পশ্চিমবঙ্গে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দেশের বাকি 12টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে । পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস ও BJP-র সংঘর্ষে মাঝে মৃত্যু হয়েছে এক ভোটারের । আজ কাশ্মীরের অনন্তনাগেও ভোটগ্রহণ হয়। ভোটকে কেন্দ্র করে দক্ষিণ কাশ্মীরের কয়েকটি জায়গায় পাথর ছোড়া হয় । দোকানপাট বন্ধ ছিল । কড়া নিরাপত্তা সত্ত্বেও ভোটদানের হার খুবই কম । কর্নাটকে ভোটদানের পর অসুস্থ হয়ে মৃত্যু হয় এক অ্যাসিসটেন্ট অফিসারের । 
 

LIVE আপডেট :

  • বিহার : সন্ধ্যা 6টা পর্যন্ত  59.96 শতাংশ ভোট পড়েছে
  • কেরালা : বিকেল সাড়ে 5টা পর্যন্ত 70 শতাংশ ভোট পড়েছে 
  • কর্নাটক : বিকেল সাড়ে 5টা পর্যন্ত 60.87 শতাংশ ভোট পড়েছে   
  • জম্মু ও কাশ্মীর : বিকেল 5টা পর্যন্ত 13.8 শতাংশ ভোট পড়েছে
  • বিহার : বিকেল 5টা পর্যন্ত 64.91 শতাংশ ভোট পড়েছে   
  • কেরালা : বিকেল 5টা পর্যন্ত 65 শতাংশ ভোট পড়েছে   
  • কর্নাটক : বিকেল 5টা পর্যন্ত 54.86 শতাংশ ভোট পড়েছে   
  • বিহার : বিকেল 4টে পর্যন্ত 50.82 শতাংশ ভোট পড়েছে  
  • জম্মু ও কাশ্মীর : ন্যাশানাল কনফারেন্সের এক পোলিং এজেন্ট মারধর করল PDP সমর্থকরা
  • গুজরাত : ভোট দিলেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল
  • কেরালা : বিকেল 4টে পর্যন্ত 59 শতাংশ ভোট পড়েছে  
  • ওড়িশা : ডিউটিতে থাকাকালীন মৃত্যু হল এক ভোটকর্মীর । ঘটনাটি ধেঙ্কানলের কাঁটাপাল গ্রামের 41 নম্বর বুথের
  • অসম : ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
  • উত্তরপ্রদেশ : দুপুর সাড়ে 3টে পর্যন্ত 37.10 শতাংশ ভোট পড়েছে 
  • কর্নাটক : দুপুর 3টে পর্যন্ত 41.96 শতাংশ ভোট পড়েছে 
  • গুজরাত : দুপুর 3টে পর্যন্ত 44 শতাংশ ভোট পড়েছে 
  • কেরালা : দুপুর 3টে পর্যন্ত 53 শতাংশ ভোট পড়েছে 
  • ছত্তিশগড় : দুপুর 3টে পর্যন্ত 52.8 শতাংশ ভোট পড়েছে 
  • বিহার : দুপুর 3টে পর্যন্ত ভোটদানের হার 45.88 শতাংশ
  • কেরালা : দুপুর আড়াইটে পর্যন্ত ভোট পড়েছে 50.1 শতাংশ
  • জম্মু ও কাশ্মীর : ভোট দিলেন PDP নেত্রী মেহবুবা মুফতি
  • বিহার : দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 40.49 শতাংশ
  • মহারাষ্ট্র : দুপুর 1টা পর্যন্ত ভোটদানের হার 35.70 শতাংশ
  • গুজরাত : আহমেদাবাদে ভোট দিলেন অরুণ জেটলি
  • গুজরাত : আহমেদাবাদে ভোট দিলেন লালকৃষ্ণ আদবানি
  • ছত্তিশগড় : দুপুর 1টা পর্যন্ত ভোটদানের হার 35.58 শতাংশ 
  • কেরালা : দুপুর 1টা পর্যন্ত 37 শতাংশ ভোট পড়েছে
  • কর্নাটক : দুপুর 1টা পর্যন্ত ভোটদানের হার 36 শতাংশ 
  • বিহার : দুপুর 1টা পর্যন্ত 33.78 শতাংশ ভোট পড়েছে
  • ছত্তিশগড় : ভোট দিলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল
  • গোয়া : ভোট দিলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত
  • কর্নাটক : বেলা 12টা পর্যন্ত ভোটদানের হার 23.91 শতাংশ 
  • বিহার : বেলা 12টা পর্যন্ত 26.19 শতাংশ ভোট পড়েছে
  • কেরালা : সকাল 11টা 45 মিনিট  পর্যন্ত ভোটদানের হার 29 শতাংশ 
  • জম্মু ও কাশ্মীর : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 6.5 শতাংশ
  • মহারাষ্ট্র : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 21.38 শতাংশ
  • ওড়িশা : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 18 শতাংশ
  • কর্নাটক : সকাল সাড়ে 11টা পর্যন্ত ভোটদানের হার 20 শতাংশ
  • কর্নাটক : ভোট দিলেন বর্ষীসান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে
  • গুজরাত : ভোট দিলেন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল
  • ছত্তিশগড় : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 20.42 শতাংশ
  • মহারাষ্ট্র : আহমেদনগরে ভোট দিলেন সমাজকর্মী আন্না হাজারে
  • গুজরাত : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 15 শতাংশ
  • কর্নাটক : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 8.99 শতাংশ
  • বিহার : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 19.38 শতাংশ
  • কেরালা : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 20 শতাংশ
  • উত্তরপ্রদেশ : সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার 10.88 শতাংশ
  • গুজরাত : ভোট দিলেন চেতেশ্বর পূজারা 
  • উত্তরপ্রদেশ : মোরাদাবাদে একজন ভোটকর্মীকে মারধর করল BJP কর্মীরা। অভিযোগ, সমাজবাদী পার্টিতে প্রতীকে ভোট দেওয়ার কথা ভোটারদের বলছিলেন
  • গোয়া : পোলিং স্টেশন নম্বর 31-র বুথ নম্বর AC 34-তে পুরো EVM সেট পালটে দেওয়া হয়েছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক
  • কেরালা :  ভোট দিলেন শশী থারুর ও একে অ্যান্টনি  
  • গুজরাত : আহমেদাবাদে রাইসানে ভোট দিলেন নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি
  • বিহার : সকাল 10টা পর্যন্ত ভোটদানের হার 13.58 শতাংশ
  • মহারাষ্ট্র : সকাল 10টা পর্যন্ত ভোটদানের হার 8.21 শতাংশ
  • কেরালা : সকাল 10টা পর্যন্ত ভোটদানের হার 12.34 শতাংশ
  • উত্তরপ্রদেশ : সকাল 10টা পর্যন্ত ভোটদানের হার 10.36 শতাংশ
  • কর্নাটক :  সকাল 10টা পর্যন্ত ভোটদানের হার 7.49 শতাংশ
  • ওড়িশা : ভোট দিলেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক
  • ছত্তিশগড় : সকাল সাড়ে 9টা পর্যন্ত ভোট পড়েছে 12.08 শতাংশ 
  • কর্নাটক : সকাল সাড়ে 9টা পর্যন্ত ভোটদানের হার 6.94 শতাংশ  
  • কেরালা : সকাল সাড়ে 9টা পর্যন্ত ভোট পড়েছে 10 শতাংশ 
  • কর্নাটক : সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার 6 শতাংশ 
  • গুজরাত : আহমেদাবাদের নারাণপুরায় ভোট দিলেন অমিত শাহ
  • উত্তরপ্রদেশ : সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার 8.87 শতাংশ 
  • ওড়িশা : ভোট দিলেন কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
  • মহারাষ্ট্র : ভোট দিলেন NCP-র সুপ্রিয়া সুলে
  • গুজরাত : সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 13 শতাংশ
  • বিহার : সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার 9.35 শতাংশ 
  • গুজরাত : ভোট দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও তাঁর স্ত্রী
  • গুজরাত : ভোট দেওয়ার পর নরেন্দ্র মোদি বলেন, "সন্ত্রাসবাদের অস্ত্র হল IED । গণতন্ত্রের অস্ত্র হল ভোটার ID । আর এই ID-র শক্তি IED-র থেকেও বেশি ।" 
  • গুজরাত : আহমেদাবাদে ভোট দিলেন নরেন্দ্র মোদি
  • বিহার : সকাল 8টা পর্যন্ত 4.3 শতাংশ ভোট পড়েছে 
  • বিহার : সুপল কেন্দ্রের 151 নম্বর বুথে EVM খারাপ ছিল । সেটি পালটে দেওয়া হয়েছে । আপাতত মক পোল চলছে  
  • ছত্তিশগড় : অম্বিকাপুরের উদয়পুরে  199 নম্বর বুথে এখনও শুরু হয়নি ভোটগ্রহণ
New Delhi, Apr 15 (ANI): The official teaser of Raj Kumar Gupta's 'India's Most Wanted,' starring Arjun Kapoor in the lead role, released on Tuesday. The 92-second teaser gives us a peek into several blasts that took place from 2007 to 2013 and the cities which were targeted. Kapoor shared the teaser on his Twitter handle. "The unbelievable story of the manhunt for India's Osama. An operation that had no guns, only guts. Watch the #IndiasMostWantedTeaser now," he wrote alongside the teaser video. The film, which is said to be based on true events, is about the five men who save the lives of a billion people by hunting down India's Osama. It is produced by Raj Kumar Gupta, Myra Karn, and Fox Star Studios. The film is scheduled to release on May 24.
Last Updated : Apr 23, 2019, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.