ETV Bharat / briefs

RSS-এর লোক এনে BJP ভাটপাড়া জ্বালিয়েছে : মমতা - Mamata Banerjee

আজ বিধানসভায় "জয় হিন্দ, জয় বাংলা" ধ্বনি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি, বিরোধীদের একসঙ্গে আসার প্রস্তাব দেন তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 26, 2019, 9:08 PM IST

Updated : Jun 26, 2019, 11:56 PM IST

কলকাতা, 26 জুন : ভাটপাড়ায় অশান্তির ঘটনা নিয়ে প্রশাসনিকস্তরে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও মুখ খোলেননি মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভায় আজ এই ইশুতে মুখ খুললেন । ভাটপাড়ায় অশান্তির জন্য BJP-কে দায়ি করলেন মুখ্যমন্ত্রী । বিধানসভায় তিনি বলেন, "ভাটপাড়া আপনারা (BJP) জ্বালিয়েছেন । বাইরে থেকে RSS-এর লোক আনা হয়েছে ।" পাশাপাশি, আজ বিধানসভায় "জয় হিন্দ, জয় বাংলা" ধ্বনি দেন মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় বলেন, "BJP-কে ভোট দিলে কী হয়, সেটা ভাটপাড়া দেখে বুঝুন । BJP-কে ভোট দেওয়ার আগে 10 বার ভাবতে বলব । দোকান-স্কুল বন্ধ রয়েছে । বাঙালির উপরে হামলা হয়েছে । " রাজ্যে ভোট পরবর্তী হিংসার জন্যও BJP-র দিকে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী । তাঁর দাবি, BJP-র দুজন মারা গেছেন । অন্যদিকে, আটজন তৃণমূলকর্মী প্রাণ হারিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেন, "এমন কী হল যার জন্য এত হিংসা ? 2011 সালে তৃণমূল জয়ী হওয়ার পরে কোনও বদলা হয়নি । নজরুল গীতি বেজেছে । "

এই সংক্রান্ত আরও খবর : ভাটপাড়ায় দুষ্কৃতীদের বোমাবাজি, গুলি; মৃত 3

এদিন DA ও বেতন কমিশন নিয়ে আশার আলো দেখিয়েছেন মুখ্যমন্ত্রী । 2015 সালে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে বেতন কমিশন গঠন করা হয় । তখন কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর করার আশ্বাস দিয়েছিল রাজ্য । যদিও কার্যক্ষেত্রে প্রতি বছরই কমিশনের মেয়াদ বাড়ানো হচ্ছে । সম্প্রতি কমিশনের মেয়াদ আরও সাত মাস বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে । এর জেরে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বেড়েছে । তাঁদের ক্ষোভ লোকসভা ভোটেও দেখা গেছে । পোস্টাল ভোটের একটা বড় অংশ শাসকদলের বিপক্ষে গেছে । চলতি মাসে বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপবাবু জানান, দ্রুত রিপোর্ট জমা পড়বে । এনিয়ে মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় বলেন, "সুপারিশ এলেই DA ও বেতন কমিশন নিয়ে ভাবব । ডিসেম্বরের তিন মাস আগে অর্থাৎ সেপ্টেম্বরেই যাতে সুপারিশ এসে যায় সেজন্য বলেছি ।"

এই সংক্রান্ত আরও খবর : বেড়েই চলেছে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ, রাজ্যপালের দ্বারস্থ কর্মচারী সংগঠন

আজ বিধানসভার অধিবেশনের শুরু থেকেই কাটমানি নিয়ে তুমুল চেঁচামেচি করে বিরোধীরা । শাসকদলের বিধায়কদের উদ্দেশে চোর চোর আওয়াজ তোলা হয় । মুখ্যমন্ত্রীর উপস্থিতেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী দলের বিধায়করা । পরে এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কাটমানির অভিযোগ থাকলে লোকায়ুক্তে যান । আমি লোকায়ুক্ত করে দিয়েছি । " পার্থ চট্টোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "পার্থদা ঠিক বলেছেন । (তৃণমূল কংগ্রেসে) 0.1 শতাংশ খারাপ মানুষ রয়েছে । সেটা সব জায়গায় আছে । সাধুদের মধ্যেও আছে । আমরা মনিটরিং সেল করেছি । "

এই সংক্রান্ত আরও খবর : কাটমানি তদন্তে কমিশনের দাবিতে উত্তাল বিধানসভা, বিরোধীদের ওয়াক আউট

বিরোধীদের দুর্নীতির অভিযোগের প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী দাবি করেন, 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময় রাজ্য ঋণের ভারে ডুবে ছিল । ঋণের বোঝা সত্ত্বেও রাজ্যে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে । তিনি বলেন, "বাংলাকে নিয়ে গর্ববোধ করুন । ঋণ শোধ করে অনেক উন্নয়ন করেছি । সংস্কার করেছি । " চলতি অর্থবর্ষেও রাজ্যকে 56 হাজার কোটি টাকা শোধ করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী । বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমাকে একটা স্কুল দেখান কন্যাশ্রী পায়নি । সবুজ সাথি প্রকল্পে সবাই সাইকেল পেয়েছে । না হলে ওই সাইকেলে চেপে BJP মিছিল করছে কীভাবে ? আমি ফুটেজ দেখে বলছি ।"

লোকসভা ভোটে জোচ্চুরি হয়েছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনকেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "23টি রাজনৈতিক দল মিলে নির্বাচন কমিশনে গেছিলাম । আমাদের কথা শোনা হয়নি । কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছিল । বৃহত্তর স্বার্থে ভাবুন । BJP ভোট হিসেব করে মেশিনে ক‍্যালকুলেশন করে দেয়নি তো ? " ভবিষ্যতে বিরোধী দলগুলিকে ফের একছাতার তলায় আনার কথা বলেন মুখ্যমন্ত্রী । রাজ্যের নাম পরিবর্তনে ঢিলেমির জন্য কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলেন তিনি । বলেন, "রাজ‍্যের নাম বাংলা করার জন্য বিধানসভায় পাশ করালাম । কিন্তু, কেন্দ্র ছাড়পত্র দিচ্ছে না । " পাশাপাশি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে কেন্দ্রের NDA সরকার রাজ্যে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী । তাঁর দাবি, যতই চেষ্টা করুক না কেন বিধানসভায় আসার ক্ষমতা এখনও হয়নি BJP-র ।

এই সংক্রান্ত আরও খবর : BJP-এর বিরুদ্ধে একসঙ্গে লড়ার আহ্বান মমতার : নো চান্স বললেন সুজন

অন্যদিকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে আজ সাহিত্য সম্রাটকে বিধানসভায় শ্রদ্ধা জানানো হয় । ইন্দ্রনীল সেনের সঙ্গে বন্দেমাতরম গানে গলা মেলান মুখ্যমন্ত্রী । গান শেষে তিনি "জয় হিন্দ,জয় বাংলা" ধব্বনি দেন ।

এই সংক্রান্ত আরও খবর : 'জয়শ্রীরাম'- এর জের, মমতার যাত্রাপথে জমায়েত রুখতে তৎপর নবান্ন

কলকাতা, 26 জুন : ভাটপাড়ায় অশান্তির ঘটনা নিয়ে প্রশাসনিকস্তরে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও মুখ খোলেননি মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভায় আজ এই ইশুতে মুখ খুললেন । ভাটপাড়ায় অশান্তির জন্য BJP-কে দায়ি করলেন মুখ্যমন্ত্রী । বিধানসভায় তিনি বলেন, "ভাটপাড়া আপনারা (BJP) জ্বালিয়েছেন । বাইরে থেকে RSS-এর লোক আনা হয়েছে ।" পাশাপাশি, আজ বিধানসভায় "জয় হিন্দ, জয় বাংলা" ধ্বনি দেন মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় বলেন, "BJP-কে ভোট দিলে কী হয়, সেটা ভাটপাড়া দেখে বুঝুন । BJP-কে ভোট দেওয়ার আগে 10 বার ভাবতে বলব । দোকান-স্কুল বন্ধ রয়েছে । বাঙালির উপরে হামলা হয়েছে । " রাজ্যে ভোট পরবর্তী হিংসার জন্যও BJP-র দিকে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী । তাঁর দাবি, BJP-র দুজন মারা গেছেন । অন্যদিকে, আটজন তৃণমূলকর্মী প্রাণ হারিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেন, "এমন কী হল যার জন্য এত হিংসা ? 2011 সালে তৃণমূল জয়ী হওয়ার পরে কোনও বদলা হয়নি । নজরুল গীতি বেজেছে । "

এই সংক্রান্ত আরও খবর : ভাটপাড়ায় দুষ্কৃতীদের বোমাবাজি, গুলি; মৃত 3

এদিন DA ও বেতন কমিশন নিয়ে আশার আলো দেখিয়েছেন মুখ্যমন্ত্রী । 2015 সালে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে বেতন কমিশন গঠন করা হয় । তখন কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর করার আশ্বাস দিয়েছিল রাজ্য । যদিও কার্যক্ষেত্রে প্রতি বছরই কমিশনের মেয়াদ বাড়ানো হচ্ছে । সম্প্রতি কমিশনের মেয়াদ আরও সাত মাস বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে । এর জেরে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বেড়েছে । তাঁদের ক্ষোভ লোকসভা ভোটেও দেখা গেছে । পোস্টাল ভোটের একটা বড় অংশ শাসকদলের বিপক্ষে গেছে । চলতি মাসে বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপবাবু জানান, দ্রুত রিপোর্ট জমা পড়বে । এনিয়ে মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় বলেন, "সুপারিশ এলেই DA ও বেতন কমিশন নিয়ে ভাবব । ডিসেম্বরের তিন মাস আগে অর্থাৎ সেপ্টেম্বরেই যাতে সুপারিশ এসে যায় সেজন্য বলেছি ।"

এই সংক্রান্ত আরও খবর : বেড়েই চলেছে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ, রাজ্যপালের দ্বারস্থ কর্মচারী সংগঠন

আজ বিধানসভার অধিবেশনের শুরু থেকেই কাটমানি নিয়ে তুমুল চেঁচামেচি করে বিরোধীরা । শাসকদলের বিধায়কদের উদ্দেশে চোর চোর আওয়াজ তোলা হয় । মুখ্যমন্ত্রীর উপস্থিতেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী দলের বিধায়করা । পরে এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কাটমানির অভিযোগ থাকলে লোকায়ুক্তে যান । আমি লোকায়ুক্ত করে দিয়েছি । " পার্থ চট্টোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "পার্থদা ঠিক বলেছেন । (তৃণমূল কংগ্রেসে) 0.1 শতাংশ খারাপ মানুষ রয়েছে । সেটা সব জায়গায় আছে । সাধুদের মধ্যেও আছে । আমরা মনিটরিং সেল করেছি । "

এই সংক্রান্ত আরও খবর : কাটমানি তদন্তে কমিশনের দাবিতে উত্তাল বিধানসভা, বিরোধীদের ওয়াক আউট

বিরোধীদের দুর্নীতির অভিযোগের প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী দাবি করেন, 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময় রাজ্য ঋণের ভারে ডুবে ছিল । ঋণের বোঝা সত্ত্বেও রাজ্যে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে । তিনি বলেন, "বাংলাকে নিয়ে গর্ববোধ করুন । ঋণ শোধ করে অনেক উন্নয়ন করেছি । সংস্কার করেছি । " চলতি অর্থবর্ষেও রাজ্যকে 56 হাজার কোটি টাকা শোধ করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী । বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমাকে একটা স্কুল দেখান কন্যাশ্রী পায়নি । সবুজ সাথি প্রকল্পে সবাই সাইকেল পেয়েছে । না হলে ওই সাইকেলে চেপে BJP মিছিল করছে কীভাবে ? আমি ফুটেজ দেখে বলছি ।"

লোকসভা ভোটে জোচ্চুরি হয়েছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনকেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "23টি রাজনৈতিক দল মিলে নির্বাচন কমিশনে গেছিলাম । আমাদের কথা শোনা হয়নি । কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছিল । বৃহত্তর স্বার্থে ভাবুন । BJP ভোট হিসেব করে মেশিনে ক‍্যালকুলেশন করে দেয়নি তো ? " ভবিষ্যতে বিরোধী দলগুলিকে ফের একছাতার তলায় আনার কথা বলেন মুখ্যমন্ত্রী । রাজ্যের নাম পরিবর্তনে ঢিলেমির জন্য কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলেন তিনি । বলেন, "রাজ‍্যের নাম বাংলা করার জন্য বিধানসভায় পাশ করালাম । কিন্তু, কেন্দ্র ছাড়পত্র দিচ্ছে না । " পাশাপাশি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে কেন্দ্রের NDA সরকার রাজ্যে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী । তাঁর দাবি, যতই চেষ্টা করুক না কেন বিধানসভায় আসার ক্ষমতা এখনও হয়নি BJP-র ।

এই সংক্রান্ত আরও খবর : BJP-এর বিরুদ্ধে একসঙ্গে লড়ার আহ্বান মমতার : নো চান্স বললেন সুজন

অন্যদিকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে আজ সাহিত্য সম্রাটকে বিধানসভায় শ্রদ্ধা জানানো হয় । ইন্দ্রনীল সেনের সঙ্গে বন্দেমাতরম গানে গলা মেলান মুখ্যমন্ত্রী । গান শেষে তিনি "জয় হিন্দ,জয় বাংলা" ধব্বনি দেন ।

এই সংক্রান্ত আরও খবর : 'জয়শ্রীরাম'- এর জের, মমতার যাত্রাপথে জমায়েত রুখতে তৎপর নবান্ন

Intro:

কলকাতা, ২৬ জুন: এবারে বিধানসভায় জয় হিন্দ জয় বাংলা স্লোগান তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে প্রথমে বন্দে মাতরম গানে গলা মেলালেন। এরপর স্লোগান তুললেন বন্দে মাতরম, জয় হিন্দ, জয় বাংলা

Body:


জয় শ্রীরামের পাল্টা দিতে কার্যত জয় হিন্দ ও জয় বাংলা স্লোগান প্রচারের উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো একদিকে গেরুয়া শিবিরের জয় শ্রী রাম অন্যদিকে রাজ্যের শাসক দলের জয় হিন্দ ও জয় বাংলা স্লোগান চলতে থাকে রাজ্য জুড়ে। যদিও রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকেও বাংলার সংস্কৃতি তুলে ধরতে মনীষীদের সঙ্গে জয় হিন্দ এবং জয় বাংলা লেখা স্লোগানের বড় বড় হোর্ডিং টানায় শহরে। এবারে বিধানসভা অধিবেশনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী তুললেন তাঁরই মস্তিষ্ক প্রসূত স্লোগান দুটি । বিধানসভার লবিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানান সমস্ত রাজনৈতিক দলের বিধায়কেরা। এরপরে ইন্দ্রনীল সেনের সঙ্গে বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম গানে গলা মেলান মুখ্যমন্ত্রী। গান শেষে তিনি জয়হিন্দ ও জয়বাংলা ধ্বনি দেন।Conclusion:
Last Updated : Jun 26, 2019, 11:56 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.