জলপাইগুড়ি, 18 জুন : নতুন করে 31 জন আক্রান্ত হওয়ায় জলপাইগুড়িতে কোরোনা আক্রান্তের সংখ্যা 250-র গণ্ডি পার করল। জলপাইগুড়ি কোভিড হাসপাতালে আক্রান্তদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।
গত 24 ঘণ্টায় নতুন করে 31 জন সংক্রামিতদের খোঁজ মেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 267। অধিকাংশ রোগীই উপসর্গহীন বলে জানা গিয়েছে। গতকাল নতুন করে কোরোনা সন্দেহে 69 জনের সোয়াব সংগ্রহ করা হয়েছে নমুনা পরীক্ষার জন্য।
স্বাস্থ্যবিভাগ সূত্রে জানানো হয়, জেলার মোট 6901 জনের সোয়াব টেস্টের রিপোর্ট হাতে এসেছে । এর মধ্যে 267 জনের রিপোর্ট পজ়িটিভ। অন্যদিকে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে তৈরি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোগীদের মধ্যে 123 জন কোরোনা আক্রান্ত এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।