ETV Bharat / briefs

মুখ্যমন্ত্রীর আলোচনার প্রস্তাব নিয়ে বৈঠক কাল, জানালেন আন্দোলনকারীরা

জুনিয়র ডাক্তাররা বলেছিলেন, মুখ্যমন্ত্রীকে NRS-এ আসতে হবে । এরপর সন্ধ্যায় আন্দোলনকারীদের ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও বৈঠকে যাওয়ার বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জুনিয়র ডাক্তাররা ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 14, 2019, 8:40 PM IST

Updated : Jun 14, 2019, 11:31 PM IST

কলকাতা, 14 জুন : NRS-এর আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আগামীকাল নবান্নে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে, তাঁর ডাকে জুনিয়র ডাক্তাররা সাড়া দেবেন কি না তা এখনও স্পষ্ট হয়নি । আগামীকাল ফের আলোচনায় বসবেন আন্দোলনকারীরা । সেখানেই সিদ্ধান্ত হবে, আদৌ তাঁরা নবান্নে যাবেন কি না ।

NRS-র ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছে । এর জেরে ভেঙে পড়েছে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা । মুখ্যমন্ত্রী গতকাল SSKM-এ গিয়ে আন্দোলনকারী ডাক্তারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন । আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে NRS-এর জুনিয়র ডাক্তাররা দাবি করেন, মুখ্যমন্ত্রীকে NRS-এ এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে । মুখ্যমন্ত্রী না এলে আন্দোলন উঠবে না । রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অচলাবস্থা কাটাতে চার চিকিৎসকের সঙ্গে নবান্নে বৈঠকে করেন মুখ্যমন্ত্রী । তাঁরা হলেন - সুকুমার মুখোপাধ্যায়, মাখনলাল সাহা, অভিজিৎ চৌধুরি ও অলকেন্দু ঘোষ । কিন্তু, তাতে কোনও সমাধানসূত্র মেলেনি বলে খবর । তাঁদের আগামীকাল বিকেলে ফের নবান্নে ডাকা হয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর : অচলাবস্থা কাটাতে উদ্যোগী রাজপাল, ডাকলেন মমতাকে

এদিকে, আন্দোলনকারীদের নবান্নে ডাকেন মুখ্যমন্ত্রী । NRS-এ গিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের চার প্রতিনিধিকে নবান্নে যাওয়ার অনুরোধ করেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র । কিন্তু, সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন । তাঁকে ঘিরে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দেওয়া হয় । মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকেও বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয় ।

এই সংক্রান্ত আরও খবর : "দিদি একবার আসুন, আপনিই পরিত্রাতা" ; মুখ্যমন্ত্রীর ভরসায় রোগীর পরিজনরা
নবান্নে যাওয়ার বিষয়টি নিয়ে বৈঠকে বসেন আন্দোলনকারীরা । একাংশ প্রথমে জানিয়ে দেয়, তাঁরা বৈঠকে যোগ দিচ্ছেন না । পরে আবার জুনিয়র ডাক্তারদের একাংশ বলে, "আমরা এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নিচ্ছি না । কাল বৈঠক করব । সেখানেই সিদ্ধান্ত নেব ।"

এই সংক্রান্ত আরও খবর : 17 জুন দেশজুড়ে হাসপাতাল ধর্মঘটের ডাক, যোগ দেবেন সাড়ে 3 লাখ চিকিৎসক

কলকাতা, 14 জুন : NRS-এর আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আগামীকাল নবান্নে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে, তাঁর ডাকে জুনিয়র ডাক্তাররা সাড়া দেবেন কি না তা এখনও স্পষ্ট হয়নি । আগামীকাল ফের আলোচনায় বসবেন আন্দোলনকারীরা । সেখানেই সিদ্ধান্ত হবে, আদৌ তাঁরা নবান্নে যাবেন কি না ।

NRS-র ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছে । এর জেরে ভেঙে পড়েছে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা । মুখ্যমন্ত্রী গতকাল SSKM-এ গিয়ে আন্দোলনকারী ডাক্তারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন । আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে NRS-এর জুনিয়র ডাক্তাররা দাবি করেন, মুখ্যমন্ত্রীকে NRS-এ এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে । মুখ্যমন্ত্রী না এলে আন্দোলন উঠবে না । রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অচলাবস্থা কাটাতে চার চিকিৎসকের সঙ্গে নবান্নে বৈঠকে করেন মুখ্যমন্ত্রী । তাঁরা হলেন - সুকুমার মুখোপাধ্যায়, মাখনলাল সাহা, অভিজিৎ চৌধুরি ও অলকেন্দু ঘোষ । কিন্তু, তাতে কোনও সমাধানসূত্র মেলেনি বলে খবর । তাঁদের আগামীকাল বিকেলে ফের নবান্নে ডাকা হয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর : অচলাবস্থা কাটাতে উদ্যোগী রাজপাল, ডাকলেন মমতাকে

এদিকে, আন্দোলনকারীদের নবান্নে ডাকেন মুখ্যমন্ত্রী । NRS-এ গিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের চার প্রতিনিধিকে নবান্নে যাওয়ার অনুরোধ করেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র । কিন্তু, সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন । তাঁকে ঘিরে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দেওয়া হয় । মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকেও বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয় ।

এই সংক্রান্ত আরও খবর : "দিদি একবার আসুন, আপনিই পরিত্রাতা" ; মুখ্যমন্ত্রীর ভরসায় রোগীর পরিজনরা
নবান্নে যাওয়ার বিষয়টি নিয়ে বৈঠকে বসেন আন্দোলনকারীরা । একাংশ প্রথমে জানিয়ে দেয়, তাঁরা বৈঠকে যোগ দিচ্ছেন না । পরে আবার জুনিয়র ডাক্তারদের একাংশ বলে, "আমরা এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নিচ্ছি না । কাল বৈঠক করব । সেখানেই সিদ্ধান্ত নেব ।"

এই সংক্রান্ত আরও খবর : 17 জুন দেশজুড়ে হাসপাতাল ধর্মঘটের ডাক, যোগ দেবেন সাড়ে 3 লাখ চিকিৎসক

Bishkek (Kyrgyzstan), Jun 14 (ANI): Prime Minister Narendra Modi on Friday received ceremonial welcome in Bishkek as he officially begins his bilateral visit to Kyrgyzstan. He received the ceremonial welcome in presence of Kyrgyzstan President Sooronbay Jeenbekov. Prime Minister Modi arrived in Bishkek, capital of Kyrgyzstan, on Thursday.

Last Updated : Jun 14, 2019, 11:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.