লাহোর, 6 জুন: কোরোনা পরিস্থিতিকে প্রাক্তন ক্রিকেটার, স্কোরার, গ্রাউন্ড স্টাফ, ও অফিশিয়ালদের পাশে দাঁড়ালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এগজ়িকিউটিভ ওয়াসিম খান। নিজের ব্যক্তিগত উদ্যোগে পরবর্তী তিন মাসে তিনি 1.5 মিলিয়ন পাকিস্তানি মুদ্রা দান করবেন বলে জানিয়েছেন।
একটি বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, “এই প্রয়োজনের সময় এগিয়ে এসেছেন ওয়াসিম খান। তিনি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চান। ” ওয়াসিম খান জানিয়েছেন তাঁর এই দান প্যানডেমিকের কবলে পড়ে যাঁরা অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছেন তাঁদের সাহায্যার্থে ব্যবহার করা হবে। বলেন, “আমার এই ছোট্ট দানটি, চেয়ারম্যান ওয়েলফেয়ার ফান্ডকে সাহায্য করার জন্য। আমরা প্রাক্তন ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, স্কোরার, গ্রাউন্ড স্টাফ, যাঁরা আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন, তাঁদের সাহায্য করার চেষ্টা করছি।”
PCB চেয়ারম্যান এহসান মানি, ওয়াসিম খানের ভূয়সী প্রশংসা করেছেন। “পাকিস্তান ক্রিকেটের প্রতি ওয়াসিম ধারাবাহিকভাবে নিজের দায়িত্ব পালন করে চলেছেন। এটা আরও একটি উদাহরণ। আমি মনে করি ওয়াসিমের এই দানটি পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে যেতে আরো সাহায্য করবে ।”