", "primaryImageOfPage": { "@id": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3577621-thumbnail-3x2-vi.jpg" }, "inLanguage": "bn", "publisher": { "@type": "Organization", "name": "ETV Bharat", "url": "https://www.etvbharat.com", "logo": { "@type": "ImageObject", "contentUrl": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3577621-thumbnail-3x2-vi.jpg" } } }
", "articleSection": "briefs", "articleBody": "77 রানে আউট হন বিরাট কোহলি । পরে টিভিতে রিভিউ দেখে ড্রেসিংরুমে ক্ষোভ উগড়ে দেন কোহলি ।ম্যানচেস্টার, 16 জুন : ব্যাটে লাগেনি । তা সত্ত্বেও আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে নিজেই ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান বিরাট কোহলি । পরে রিপ্লেতে দেখা যায়, ব্যাটে বল লাগেনি বিরাটের । তা দেখে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি বিরাট । ড্রেসিংরুমের মাটিতে ব্যাট দিয়ে মারেন । আজ শুরু থেকেই ছন্দে ছিলেন বিরাট । প্রথমে ধরে খেলতে থাকেন । তাঁর ও মহম্মদ আমিরের ডুয়েল নিয়েও বেশ চর্চা ছিল । সেসব সামলে নিজের ছন্দে খেলতে থাকেন বিরাট । 51 বলে নিজের হাফ সেঞ্চুরি করেন । 44.1 ওভারে হাসান আলির বলে চার মেরে 11 হাজার রানের মাইলস্টোন পার করেন বিরাট । দ্রুততম হিসেবে এই রেকর্ড গড়েন কোহলি । এরপর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন তিনি । ইতিমধ্যে 44.3 ওভারে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায় । তখন বিরাট 71 রানে অপরাজিত থাকেন । সেজন্য বিরাটের খেলায় কোনও প্রভাব পড়েনি । বৃষ্টির পর খেলা শুরু হলে ওয়াহাব রিয়াজ়কে বাউন্ডারির বাইরে ফেলেন বিরাট । 47.4 ওভারে বিরাটকে শর্ট বল করেন আমির । তা বিরাটের উপর দিয়ে চলে যায় । ব্যাটে বল লেগেছে ভেবে আমির উচ্ছ্বাস প্রকাশ করেন । বিরাট আম্পায়ারের সিদ্ধান্তে জন্য অপেক্ষা না নিজেই প্যাভিলিয়নে ফিরে যান বিরাট কোহলি ।পরে প্যাভিলিয়নে গিয়ে রিপ্লেতে কোহলি দেখেন, ব্যাটের ধারকাছ দিয়েও বল যায়নি । তা দেখে নিজের উপরই ক্ষোভ উগড়ে দেন । ক্রিকেট বিশেষজ্ঞদের বক্তব্য, শেষপর্যন্ত বিরাট ক্রিজ়ে থাকলে ভারত 350 রানের গন্ডি টপকে যেতে পারত ।", "url": "https://www.etvbharat.com/bengali/west-bengal/briefs/brief-news/virat-kohli-even-after-umpire-did-not-give-out-1-1/wb20190616193527363", "inLanguage": "bn", "datePublished": "2019-06-16T19:35:31+05:30", "dateModified": "2019-06-16T21:36:04+05:30", "dateCreated": "2019-06-16T19:35:31+05:30", "thumbnailUrl": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3577621-thumbnail-3x2-vi.jpg", "mainEntityOfPage": { "@type": "WebPage", "@id": "https://www.etvbharat.com/bengali/west-bengal/briefs/brief-news/virat-kohli-even-after-umpire-did-not-give-out-1-1/wb20190616193527363", "name": "আউট না হয়েও মাঠ ছাড়লেন বিরাট !", "image": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3577621-thumbnail-3x2-vi.jpg" }, "image": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3577621-thumbnail-3x2-vi.jpg", "width": 1200, "height": 900 }, "author": { "@type": "Organization", "name": "ETV Bharat", "url": "https://www.etvbharat.com/author/undefined" }, "publisher": { "@type": "Organization", "name": "ETV Bharat West Bengal", "url": "https://www.etvbharat.com", "logo": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/static/assets/images/etvlogo/bengali.png", "width": 82, "height": 60 } } }

ETV Bharat / briefs

আউট না হয়েও মাঠ ছাড়লেন বিরাট ! - Mohammad Amir

77 রানে আউট হন বিরাট কোহলি । পরে টিভিতে রিভিউ দেখে ড্রেসিংরুমে ক্ষোভ উগড়ে দেন কোহলি ।

বিরাট
author img

By

Published : Jun 16, 2019, 7:35 PM IST

Updated : Jun 16, 2019, 9:36 PM IST

ম্যানচেস্টার, 16 জুন : ব্যাটে লাগেনি । তা সত্ত্বেও আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে নিজেই ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান বিরাট কোহলি । পরে রিপ্লেতে দেখা যায়, ব্যাটে বল লাগেনি বিরাটের । তা দেখে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি বিরাট । ড্রেসিংরুমের মাটিতে ব্যাট দিয়ে মারেন ।

আজ শুরু থেকেই ছন্দে ছিলেন বিরাট । প্রথমে ধরে খেলতে থাকেন । তাঁর ও মহম্মদ আমিরের ডুয়েল নিয়েও বেশ চর্চা ছিল । সেসব সামলে নিজের ছন্দে খেলতে থাকেন বিরাট । 51 বলে নিজের হাফ সেঞ্চুরি করেন । 44.1 ওভারে হাসান আলির বলে চার মেরে 11 হাজার রানের মাইলস্টোন পার করেন বিরাট । দ্রুততম হিসেবে এই রেকর্ড গড়েন কোহলি । এরপর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন তিনি ।

ইতিমধ্যে 44.3 ওভারে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায় । তখন বিরাট 71 রানে অপরাজিত থাকেন । সেজন্য বিরাটের খেলায় কোনও প্রভাব পড়েনি । বৃষ্টির পর খেলা শুরু হলে ওয়াহাব রিয়াজ়কে বাউন্ডারির বাইরে ফেলেন বিরাট । 47.4 ওভারে বিরাটকে শর্ট বল করেন আমির । তা বিরাটের উপর দিয়ে চলে যায় । ব্যাটে বল লেগেছে ভেবে আমির উচ্ছ্বাস প্রকাশ করেন । বিরাট আম্পায়ারের সিদ্ধান্তে জন্য অপেক্ষা না নিজেই প্যাভিলিয়নে ফিরে যান বিরাট কোহলি ।

পরে প্যাভিলিয়নে গিয়ে রিপ্লেতে কোহলি দেখেন, ব্যাটের ধারকাছ দিয়েও বল যায়নি । তা দেখে নিজের উপরই ক্ষোভ উগড়ে দেন । ক্রিকেট বিশেষজ্ঞদের বক্তব্য, শেষপর্যন্ত বিরাট ক্রিজ়ে থাকলে ভারত 350 রানের গন্ডি টপকে যেতে পারত ।

ম্যানচেস্টার, 16 জুন : ব্যাটে লাগেনি । তা সত্ত্বেও আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে নিজেই ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান বিরাট কোহলি । পরে রিপ্লেতে দেখা যায়, ব্যাটে বল লাগেনি বিরাটের । তা দেখে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি বিরাট । ড্রেসিংরুমের মাটিতে ব্যাট দিয়ে মারেন ।

আজ শুরু থেকেই ছন্দে ছিলেন বিরাট । প্রথমে ধরে খেলতে থাকেন । তাঁর ও মহম্মদ আমিরের ডুয়েল নিয়েও বেশ চর্চা ছিল । সেসব সামলে নিজের ছন্দে খেলতে থাকেন বিরাট । 51 বলে নিজের হাফ সেঞ্চুরি করেন । 44.1 ওভারে হাসান আলির বলে চার মেরে 11 হাজার রানের মাইলস্টোন পার করেন বিরাট । দ্রুততম হিসেবে এই রেকর্ড গড়েন কোহলি । এরপর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন তিনি ।

ইতিমধ্যে 44.3 ওভারে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায় । তখন বিরাট 71 রানে অপরাজিত থাকেন । সেজন্য বিরাটের খেলায় কোনও প্রভাব পড়েনি । বৃষ্টির পর খেলা শুরু হলে ওয়াহাব রিয়াজ়কে বাউন্ডারির বাইরে ফেলেন বিরাট । 47.4 ওভারে বিরাটকে শর্ট বল করেন আমির । তা বিরাটের উপর দিয়ে চলে যায় । ব্যাটে বল লেগেছে ভেবে আমির উচ্ছ্বাস প্রকাশ করেন । বিরাট আম্পায়ারের সিদ্ধান্তে জন্য অপেক্ষা না নিজেই প্যাভিলিয়নে ফিরে যান বিরাট কোহলি ।

পরে প্যাভিলিয়নে গিয়ে রিপ্লেতে কোহলি দেখেন, ব্যাটের ধারকাছ দিয়েও বল যায়নি । তা দেখে নিজের উপরই ক্ষোভ উগড়ে দেন । ক্রিকেট বিশেষজ্ঞদের বক্তব্য, শেষপর্যন্ত বিরাট ক্রিজ়ে থাকলে ভারত 350 রানের গন্ডি টপকে যেতে পারত ।

New Delhi, Jun 10 (ANI): Ministry of External Affairs Spokesperson Raveesh Kumar on Monday informed that there will be no meeting between Prime Minister Narendra Modi and his Pakistani counterpart Imran Khan at SCO summit. "There is nothing more that we can add at this stage," said Kumar.
Last Updated : Jun 16, 2019, 9:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.