ETV Bharat / briefs

কেউ তো মিথ্যা বলছে : টুইটে মোদির বিরুদ্ধে সরব মালিয়া - tweet

"কাকে বিশ্বাস করা যায়? কেউ না কেউ তো মিথ্যা বলছে।" টুইটারে সরব হলেন বিজয় মালিয়া।

মালিয়া
author img

By

Published : Apr 18, 2019, 1:08 PM IST

লন্ডন, 18 এপ্রিল : "ব্যাংকগুলি আমাকে যত টাকা ঋণ দিয়েছিল তার চেয়ে বেশি টাকা উদ্ধার করেছে সরকার। এই কথাটি প্রধানমন্ত্রী নিজে একটি সক্ষাৎকারে বলেছিলেন। কিন্তু সেই ব্যাংকগুলি ব্রিটিশ আদালতে অন্য দাবি করছে। তাহলে কাকে বিশ্বাস করা যায়? কেউ না কেউ তো মিথ্যা বলছে।" এভাবেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে টুইট করে সরব হলেন বিজয় মালিয়া।

গতবছর ৯ ডিসেম্বর ব্রিটেনের নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয়। এই নির্দেশের বিরুদ্ধে ব্রিটেনের উচ্চ আদালতে আবেদন করেন তিনি। কিন্তু, তাঁর এই আবেদন খারিজ করেছে আদালত।

উল্লেখ্য, কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত প্রতারণার মামলা রয়েছে। PMLA (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট) - এর আওতায় মালিয়াকে ফেরার অপরাধী ঘোষণা করেছে ভারত সরকার।

লন্ডন, 18 এপ্রিল : "ব্যাংকগুলি আমাকে যত টাকা ঋণ দিয়েছিল তার চেয়ে বেশি টাকা উদ্ধার করেছে সরকার। এই কথাটি প্রধানমন্ত্রী নিজে একটি সক্ষাৎকারে বলেছিলেন। কিন্তু সেই ব্যাংকগুলি ব্রিটিশ আদালতে অন্য দাবি করছে। তাহলে কাকে বিশ্বাস করা যায়? কেউ না কেউ তো মিথ্যা বলছে।" এভাবেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে টুইট করে সরব হলেন বিজয় মালিয়া।

গতবছর ৯ ডিসেম্বর ব্রিটেনের নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয়। এই নির্দেশের বিরুদ্ধে ব্রিটেনের উচ্চ আদালতে আবেদন করেন তিনি। কিন্তু, তাঁর এই আবেদন খারিজ করেছে আদালত।

উল্লেখ্য, কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত প্রতারণার মামলা রয়েছে। PMLA (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট) - এর আওতায় মালিয়াকে ফেরার অপরাধী ঘোষণা করেছে ভারত সরকার।

Agra (UP), Apr 18 (ANI): Uttar Pradesh Congress chief Raj Babbar cast his vote in Agra today. Babbar is contesting the elections for Fatehpur Sikri LS seat. After casting his vote, Babbar said, "I am at my home, I am not fighting with anyone. The victory and defeat will be clear on the result day. I am confident to win because it is my homeland and people love and support me here. People make me win twice from the same constituency in the past. All the anti-BJP parties will make strong government in Delhi."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.