কলকাতা, 25 জানুয়ারি : প্রতিবারের মতো এবারেও সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হল পদ্ম পুরস্কার প্রাপকদের নাম । পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Padma Bhushan for Victor Banerjee and Buddhadeb Bhattacharjee)। নাম রয়েছে সঙ্গীত শিল্পী সোনু নিগম এবং ওস্তাদ রশিদ খানের । তবে বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ প্রত্যাখান করেছেন ।
কলকাতা থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন ভিক্টর ৷ শহরের ভিড় এড়িয়ে উত্তরাখণ্ডের পাহাড়ের কোলই এখন তাঁর ঠিকানা । কাজের সূত্রে অবশ্য দিন কয়েক আগে শহর কলকাতায় এসেছিলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় । পরিচালক তথাগত ভট্টাচার্যর ‘আকরিক’ ছবিতে অভিনয় করেছেন তিনি ।
সত্যজিৎ রায়ের হাত ধরে বড়পর্দায় যাত্রা শুরু । ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত 'একান্ত আপন', 'লাঠি' এই প্রজন্মের নাগরিকের কাছে আজও সমাদৃত । অভিনেতা তাঁর ফিল্মি কেরিয়ারে রোমান পোল্যান্সকি, জেমস আইভরি, ডেভিড লিন, জেরি লন্ডন, রোনাল্ড নেমির মতো একাধিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালকের সঙ্গে কাজ করেছেন । একই সঙ্গে মৃণাল সেন, শ্যাম বেনেগালের ছবিতেও অভিনয় করেছেন । সইফ আলি খান এবং রানি মুখোপাধ্যায় অভিনীত 'তারা রাম পাম' ছবিতেও অভিনয় করেন তিনি ৷ অভিনেতার দীর্ঘ ফিল্মি কেরিয়ারে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য কেন্দ্রীয় সরকার এবার তাঁকে পদ্মভূষণে সম্মানিত করল ।
তিনি ছাড়াও এবার পদ্মভূষণ পাচ্ছেন সোনু নিগম, পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান । পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে এই সম্মান দেওয়া হলেও তিনি তা প্রত্যাখান করেছেন ।
আরও পড়ুন : Padma Awards 2022 : সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য