ETV Bharat / briefs

রায়গঞ্জে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন - জে পি নাড্ডা

রায়গঞ্জের মহাত্মা গান্ধি রোডে BJP-র জেলা কার্যালয়ে ভার্চুয়াল জনসভায় নেতাদের বক্তব্য শুনতে উপস্থিত হয়েছিলেন কার্যকর্তা ও সমর্থকরা । এর পাশাপাশি জেলা কার্যালয়ে পালন করা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী । মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই দিনটি পালন করা হয় ।

Bjp
author img

By

Published : Jul 6, 2020, 9:26 PM IST

রায়গঞ্জ, 6 জুলাই : সামাজিক দূরত্ব মেনেই আজ রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা BJP কার্যালয়ে পালিত হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী । পাশাপাশি বড় টিভি স্ক্রিনের মাধ্যমে কলকাতায় জে পি নাড্ডার ভার্চুয়াল জনসভা দেখারও ব্যবস্থা করা হয় ।

রায়গঞ্জে মহাত্মা গান্ধি রোডে BJP-র দলীয় জেলা কার্যালয়ে ভার্চুয়াল জনসভায় নেতাদের বক্তব্য শুনতে উপস্থিত হয়েছিলেন কার্যকর্তা ও সমর্থকরা । এর পাশাপাশি জেলা কার্যালয়ে পালন করা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী । মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই দিনটি পালন করা হয় ।

দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, “এরাজ্যের শাসক দল থেকে শুরু করে CPI(M) ও কংগ্রেস বারবার প্রচার করে চলেছে যে BJP হিন্দি বলয়ের একটি রাজনৈতিক দল । বাংলায় এর অস্তিত্ব নেই। বিরোধী রাজনৈতিক দলগুলির এই অপব্যাখ্যা প্রমাণ করতেই আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন করা হল। সেই উপলক্ষ্যে আজ জে পি নাড্ডার ভার্চুয়াল জনসভা দেখার ব্যবস্থা করা হয়।”

রায়গঞ্জ, 6 জুলাই : সামাজিক দূরত্ব মেনেই আজ রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা BJP কার্যালয়ে পালিত হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী । পাশাপাশি বড় টিভি স্ক্রিনের মাধ্যমে কলকাতায় জে পি নাড্ডার ভার্চুয়াল জনসভা দেখারও ব্যবস্থা করা হয় ।

রায়গঞ্জে মহাত্মা গান্ধি রোডে BJP-র দলীয় জেলা কার্যালয়ে ভার্চুয়াল জনসভায় নেতাদের বক্তব্য শুনতে উপস্থিত হয়েছিলেন কার্যকর্তা ও সমর্থকরা । এর পাশাপাশি জেলা কার্যালয়ে পালন করা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী । মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই দিনটি পালন করা হয় ।

দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, “এরাজ্যের শাসক দল থেকে শুরু করে CPI(M) ও কংগ্রেস বারবার প্রচার করে চলেছে যে BJP হিন্দি বলয়ের একটি রাজনৈতিক দল । বাংলায় এর অস্তিত্ব নেই। বিরোধী রাজনৈতিক দলগুলির এই অপব্যাখ্যা প্রমাণ করতেই আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন করা হল। সেই উপলক্ষ্যে আজ জে পি নাড্ডার ভার্চুয়াল জনসভা দেখার ব্যবস্থা করা হয়।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.