রায়গঞ্জ, 6 জুলাই : সামাজিক দূরত্ব মেনেই আজ রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা BJP কার্যালয়ে পালিত হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী । পাশাপাশি বড় টিভি স্ক্রিনের মাধ্যমে কলকাতায় জে পি নাড্ডার ভার্চুয়াল জনসভা দেখারও ব্যবস্থা করা হয় ।
রায়গঞ্জে মহাত্মা গান্ধি রোডে BJP-র দলীয় জেলা কার্যালয়ে ভার্চুয়াল জনসভায় নেতাদের বক্তব্য শুনতে উপস্থিত হয়েছিলেন কার্যকর্তা ও সমর্থকরা । এর পাশাপাশি জেলা কার্যালয়ে পালন করা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী । মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই দিনটি পালন করা হয় ।
দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, “এরাজ্যের শাসক দল থেকে শুরু করে CPI(M) ও কংগ্রেস বারবার প্রচার করে চলেছে যে BJP হিন্দি বলয়ের একটি রাজনৈতিক দল । বাংলায় এর অস্তিত্ব নেই। বিরোধী রাজনৈতিক দলগুলির এই অপব্যাখ্যা প্রমাণ করতেই আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন করা হল। সেই উপলক্ষ্যে আজ জে পি নাড্ডার ভার্চুয়াল জনসভা দেখার ব্যবস্থা করা হয়।”