দিল্লি, 6 এপ্রিল : সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা (UPSC)-য় প্রথম হলেন IIT বম্বের প্রাক্তনী কনিষ্ক কাটারিয়া। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন শ্রুসতি জয়ন্ত দেশমুখ। তাঁর সর্বভারতীয় র্যাঙ্ক 5। প্রথম 25 জনের তালিকায় 15 জন ছেলে ও 10 জন মেয়ে রয়েছেন।
IIT থেকে BTech করার পর কনিষ্ক বর্তমানে ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করেন। পাশাপাশি, তিনি IIT বোম্বের প্লেসমেন্ট সেলের সদস্য। রেজ়াল্ট প্রকাশিত হওয়ার পর রাজস্থানের বাসিন্দা কনিষ্ক বলেন, "এটা আমার কাছে অত্যন্ত বিস্ময়কর মুহূর্ত। আমি ভাবতে পারিনি, আমি প্রথম স্থান দখল করব। আমাকে সাহায্যর জন্য বাবা-মা, বোন ও বান্ধবীকে ধন্যবাদ জানাই। আমার প্রতি মানুষের আশা, আমি একজন দক্ষ প্রশাসক হব। আর সেটাই আমার লক্ষ্য।"
-
Kanishak Kataria, AIR 1 in #UPSC final exam: It's a very surprising moment. I never expected to get the 1st rank. I thank my parents, sister & my girlfriend for the help & moral support. People will expect me to be a good administrator & that's exactly my intention. #Rajasthan pic.twitter.com/IBwhW8TJUs
— ANI (@ANI) April 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Kanishak Kataria, AIR 1 in #UPSC final exam: It's a very surprising moment. I never expected to get the 1st rank. I thank my parents, sister & my girlfriend for the help & moral support. People will expect me to be a good administrator & that's exactly my intention. #Rajasthan pic.twitter.com/IBwhW8TJUs
— ANI (@ANI) April 5, 2019Kanishak Kataria, AIR 1 in #UPSC final exam: It's a very surprising moment. I never expected to get the 1st rank. I thank my parents, sister & my girlfriend for the help & moral support. People will expect me to be a good administrator & that's exactly my intention. #Rajasthan pic.twitter.com/IBwhW8TJUs
— ANI (@ANI) April 5, 2019
অপরদিকে, মধ্যপ্রদেশের বাসিন্দা শ্রুসতি 2018 সালে কেমিকাল ইঞ্জিনিয়রিংয়ে B.E. করেন। তারপর প্রথম চেষ্টাতেই সর্বভারতীয় তালিকায় স্থান পেয়েছেন। সেই খবর পেয়ে উচ্ছ্বসিত শ্রুসতি বলেন, "ছোটো থেকেই এটা আমার স্বপ্ন ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এটাই আমার প্রথম ও শেষ চেষ্টা হবে।"
-
Madhya Pradesh: Family of Srushti Jayant Deshmukh, all India rank 5 and topper among women candidates in #UPSC final exam, celebrate at their residence in Bhopal. This was her first attempt at taking the exam. She says, "It was my childhood dream." pic.twitter.com/z6iKGTsGF0
— ANI (@ANI) April 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Madhya Pradesh: Family of Srushti Jayant Deshmukh, all India rank 5 and topper among women candidates in #UPSC final exam, celebrate at their residence in Bhopal. This was her first attempt at taking the exam. She says, "It was my childhood dream." pic.twitter.com/z6iKGTsGF0
— ANI (@ANI) April 5, 2019Madhya Pradesh: Family of Srushti Jayant Deshmukh, all India rank 5 and topper among women candidates in #UPSC final exam, celebrate at their residence in Bhopal. This was her first attempt at taking the exam. She says, "It was my childhood dream." pic.twitter.com/z6iKGTsGF0
— ANI (@ANI) April 5, 2019