ETV Bharat / briefs

বন্ডে কর্মরত চিকিৎসকদের সাম্মানিক অর্থের পরিমাণ বৃদ্ধির ঘোষণা মহারাষ্ট্রে - চিকিৎসকদের সাম্মানিক অর্থের পরিমাণ বাড়ল মহারাষ্ট্রে

চিকিৎসকদের সাম্মানিক অর্থের পরিমাণ বাড়ানো হল মহারাষ্ট্রে । উপজাতি অঞ্চলে যে চিকিৎসকরা বন্ডে কাজ করছেন তাঁদের 75,000 টাকা দেওয়া হবে । আগে এই চিকিৎসকরা পেতেন 60,000 টাকা । বিশেষ ক্ষেত্রে পারদর্শী চিকিৎসকরা 70,000 টাকার পরিবর্তে 85,000 টাকা পাবেন ।

Uddhav
Uddhav
author img

By

Published : May 30, 2020, 12:49 PM IST

মহারাষ্ট্র, 30 মে : চিকিৎসকদের জন্য বিশেষ পদক্ষেপ করল মহারাষ্ট্র সরকার । বাড়ানো হল তাঁদের সাম্মানিক অর্থের পরিমাণ । গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই ঘোষণা করেন । যে চিকিৎসকরা বন্ডে কাজ করছেন, তাঁদের জন্যই মূলত এই পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের ।

উদ্ধব ঠাকরে বলেন, "এই বৃদ্ধির জেরে বন্ডে কাজ করা চিকিৎসকদের সাম্মানিকের পরিমাণ দাঁড়াবে চুক্তিভিত্তিক শ্রমিকদের সমান । এতে তাঁদের সংকল্প আরও দৃঢ় হবে । "

উপজাতি অঞ্চলে যে চিকিৎসকরা বন্ডে কাজ করছেন তাঁদের 75,000 টাকা দেওয়া হবে । আগে এই চিকিৎসকরা পেতেন 60,000 টাকা । বিশেষ ক্ষেত্রে পারদর্শী চিকিৎসকরা 70,000 টাকার পরিবর্তে 85,000 টাকা পাবেন । অন্যান্য ক্ষেত্রে MBBS চিকিৎসকদের 55,000 টাকা সাম্মানিক অর্থের পরিবর্তে 70,000 টাকা দেওয়া হবে । এবং বিশেষ ক্ষেত্রে পারদর্শী চিকিৎসকরা পাবেন 80,000 টাকা । আগে তাঁরা 65,000 টাকা সাম্মানিক পেতেন ।

মহারাষ্ট্র, 30 মে : চিকিৎসকদের জন্য বিশেষ পদক্ষেপ করল মহারাষ্ট্র সরকার । বাড়ানো হল তাঁদের সাম্মানিক অর্থের পরিমাণ । গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই ঘোষণা করেন । যে চিকিৎসকরা বন্ডে কাজ করছেন, তাঁদের জন্যই মূলত এই পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের ।

উদ্ধব ঠাকরে বলেন, "এই বৃদ্ধির জেরে বন্ডে কাজ করা চিকিৎসকদের সাম্মানিকের পরিমাণ দাঁড়াবে চুক্তিভিত্তিক শ্রমিকদের সমান । এতে তাঁদের সংকল্প আরও দৃঢ় হবে । "

উপজাতি অঞ্চলে যে চিকিৎসকরা বন্ডে কাজ করছেন তাঁদের 75,000 টাকা দেওয়া হবে । আগে এই চিকিৎসকরা পেতেন 60,000 টাকা । বিশেষ ক্ষেত্রে পারদর্শী চিকিৎসকরা 70,000 টাকার পরিবর্তে 85,000 টাকা পাবেন । অন্যান্য ক্ষেত্রে MBBS চিকিৎসকদের 55,000 টাকা সাম্মানিক অর্থের পরিবর্তে 70,000 টাকা দেওয়া হবে । এবং বিশেষ ক্ষেত্রে পারদর্শী চিকিৎসকরা পাবেন 80,000 টাকা । আগে তাঁরা 65,000 টাকা সাম্মানিক পেতেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.