ETV Bharat / briefs

কৃষিতে ডিজিটাল প্রযুক্তি, প্রশিক্ষণের জন্য দু'সপ্তাহের অনলাইন কোর্স খড়গপুর IIT-র - Online classes

কৃষিতে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ নিয়ে চালু এই অনলাইন কোর্সে রয়েছে সেন্সর, ড্রোন, রোবটস, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, মেশিন ভিশন কৌশল, কম্পিউটারের মাধ্যমে ডিজাইন এবং কৃষিতে অ্যাডভান্সড ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ ।

Online course on application of digital technology in agriculture
Online course on application of digital technology in agriculture
author img

By

Published : Jul 14, 2020, 9:44 PM IST

খড়গপুর,14 জুলাই : কৃষিতে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে অন্য প্রযুক্তিগত প্রতিষ্ঠান থেকে গবেষক (স্নাতকোত্তর এবং ডক্টরাল শিক্ষার্থী ও শিক্ষাবিদদের) প্রশিক্ষণ দেওয়ার জন্য দু'সপ্তাহের অনলাইন কোর্স চালু করেছে খড়গপুর IIT ।

কৃষি ডিজিটাইজেশনে আউটরিচ প্রকল্পগুলি জ্ঞান-নিবিড় কৃষিক্ষেত্রের বিকাশের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ । বিশ্বব্যাপী গবেষকরা উদ্ভাবন এবং ডেটা বিশ্লেষণের মাধ্যমে নির্ভুলভাবে চাষ এবং স্মার্ট ফার্মিংয়ে সমর্থন জানিয়েছেন । সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের জন্য একটি ডিজিটাল মার্কেটপ্লেস ঘোষণা করেছেন । তিনি বলেছেন, প্রযুক্তিগত সংস্থাগুলিকেও ভারতের কৃষিক্ষেত্র প্রযুক্তির প্রয়োজনীয়তা মেটাতে এগিয়ে আসতে হবে । সাম্প্রতিক বিপর্যয় এবং তার পরবর্তী পরিস্থিতিতেও বিশেষ করে জলবায়ু পরিবর্তন বা খারাপ আবহাওয়াতেও প্রস্তুত থাকতে হবে । দরকার হলে জৈব চাষ পদ্ধতির মাধ্যমে কৃষি ফলন বাড়াতে হবে । এই চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি বিজ্ঞান এবং প্রযুক্তির ডিজিটাল ডোমেইনের বিশেষজ্ঞদের উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

ইনস্টিটিউটের কৃষি ও খাদ্য প্রকৌশল অধিদপ্তর রোবট, ড্রোন এবং এজিভি প্রকল্পের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সেন্টার অব এক্সিলেন্স ফর ডিজিটাল ফার্মিং সলিউশনসের অধীনে "কৃষিতে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ" শীর্ষক এই স্বল্পমেয়াদী কোর্স চালু করেছে । এরমধ্যে রয়েছে সেন্সর, ড্রোন, রোবটস, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, মেশিন ভিশন কৌশল, কম্পিউটারের মাধ্যমে ডিজাইন এবং কৃষিতে অ্যাডভান্সড ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ । বর্তমান কোর্সটি পরিচালিত হবে মহারাষ্ট্রের বসন্ত রাও মারাঠওয়াদা কৃষি বিদ্যাপীঠের স্নাতকোত্তর এবং ডক্টরাল শিক্ষার্থী, অনুষদ সদস্য এবং বিজ্ঞানীদের নিয়ে । এই কোর্সের ফলে উপকৃত হবেন অনেকে ।

খড়গপুর,14 জুলাই : কৃষিতে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে অন্য প্রযুক্তিগত প্রতিষ্ঠান থেকে গবেষক (স্নাতকোত্তর এবং ডক্টরাল শিক্ষার্থী ও শিক্ষাবিদদের) প্রশিক্ষণ দেওয়ার জন্য দু'সপ্তাহের অনলাইন কোর্স চালু করেছে খড়গপুর IIT ।

কৃষি ডিজিটাইজেশনে আউটরিচ প্রকল্পগুলি জ্ঞান-নিবিড় কৃষিক্ষেত্রের বিকাশের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ । বিশ্বব্যাপী গবেষকরা উদ্ভাবন এবং ডেটা বিশ্লেষণের মাধ্যমে নির্ভুলভাবে চাষ এবং স্মার্ট ফার্মিংয়ে সমর্থন জানিয়েছেন । সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের জন্য একটি ডিজিটাল মার্কেটপ্লেস ঘোষণা করেছেন । তিনি বলেছেন, প্রযুক্তিগত সংস্থাগুলিকেও ভারতের কৃষিক্ষেত্র প্রযুক্তির প্রয়োজনীয়তা মেটাতে এগিয়ে আসতে হবে । সাম্প্রতিক বিপর্যয় এবং তার পরবর্তী পরিস্থিতিতেও বিশেষ করে জলবায়ু পরিবর্তন বা খারাপ আবহাওয়াতেও প্রস্তুত থাকতে হবে । দরকার হলে জৈব চাষ পদ্ধতির মাধ্যমে কৃষি ফলন বাড়াতে হবে । এই চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি বিজ্ঞান এবং প্রযুক্তির ডিজিটাল ডোমেইনের বিশেষজ্ঞদের উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

ইনস্টিটিউটের কৃষি ও খাদ্য প্রকৌশল অধিদপ্তর রোবট, ড্রোন এবং এজিভি প্রকল্পের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সেন্টার অব এক্সিলেন্স ফর ডিজিটাল ফার্মিং সলিউশনসের অধীনে "কৃষিতে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ" শীর্ষক এই স্বল্পমেয়াদী কোর্স চালু করেছে । এরমধ্যে রয়েছে সেন্সর, ড্রোন, রোবটস, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, মেশিন ভিশন কৌশল, কম্পিউটারের মাধ্যমে ডিজাইন এবং কৃষিতে অ্যাডভান্সড ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ । বর্তমান কোর্সটি পরিচালিত হবে মহারাষ্ট্রের বসন্ত রাও মারাঠওয়াদা কৃষি বিদ্যাপীঠের স্নাতকোত্তর এবং ডক্টরাল শিক্ষার্থী, অনুষদ সদস্য এবং বিজ্ঞানীদের নিয়ে । এই কোর্সের ফলে উপকৃত হবেন অনেকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.