ETV Bharat / briefs

কৃষিতে ডিজিটাল প্রযুক্তি, প্রশিক্ষণের জন্য দু'সপ্তাহের অনলাইন কোর্স খড়গপুর IIT-র

author img

By

Published : Jul 14, 2020, 9:44 PM IST

কৃষিতে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ নিয়ে চালু এই অনলাইন কোর্সে রয়েছে সেন্সর, ড্রোন, রোবটস, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, মেশিন ভিশন কৌশল, কম্পিউটারের মাধ্যমে ডিজাইন এবং কৃষিতে অ্যাডভান্সড ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ ।

Online course on application of digital technology in agriculture
Online course on application of digital technology in agriculture

খড়গপুর,14 জুলাই : কৃষিতে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে অন্য প্রযুক্তিগত প্রতিষ্ঠান থেকে গবেষক (স্নাতকোত্তর এবং ডক্টরাল শিক্ষার্থী ও শিক্ষাবিদদের) প্রশিক্ষণ দেওয়ার জন্য দু'সপ্তাহের অনলাইন কোর্স চালু করেছে খড়গপুর IIT ।

কৃষি ডিজিটাইজেশনে আউটরিচ প্রকল্পগুলি জ্ঞান-নিবিড় কৃষিক্ষেত্রের বিকাশের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ । বিশ্বব্যাপী গবেষকরা উদ্ভাবন এবং ডেটা বিশ্লেষণের মাধ্যমে নির্ভুলভাবে চাষ এবং স্মার্ট ফার্মিংয়ে সমর্থন জানিয়েছেন । সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের জন্য একটি ডিজিটাল মার্কেটপ্লেস ঘোষণা করেছেন । তিনি বলেছেন, প্রযুক্তিগত সংস্থাগুলিকেও ভারতের কৃষিক্ষেত্র প্রযুক্তির প্রয়োজনীয়তা মেটাতে এগিয়ে আসতে হবে । সাম্প্রতিক বিপর্যয় এবং তার পরবর্তী পরিস্থিতিতেও বিশেষ করে জলবায়ু পরিবর্তন বা খারাপ আবহাওয়াতেও প্রস্তুত থাকতে হবে । দরকার হলে জৈব চাষ পদ্ধতির মাধ্যমে কৃষি ফলন বাড়াতে হবে । এই চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি বিজ্ঞান এবং প্রযুক্তির ডিজিটাল ডোমেইনের বিশেষজ্ঞদের উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

ইনস্টিটিউটের কৃষি ও খাদ্য প্রকৌশল অধিদপ্তর রোবট, ড্রোন এবং এজিভি প্রকল্পের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সেন্টার অব এক্সিলেন্স ফর ডিজিটাল ফার্মিং সলিউশনসের অধীনে "কৃষিতে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ" শীর্ষক এই স্বল্পমেয়াদী কোর্স চালু করেছে । এরমধ্যে রয়েছে সেন্সর, ড্রোন, রোবটস, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, মেশিন ভিশন কৌশল, কম্পিউটারের মাধ্যমে ডিজাইন এবং কৃষিতে অ্যাডভান্সড ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ । বর্তমান কোর্সটি পরিচালিত হবে মহারাষ্ট্রের বসন্ত রাও মারাঠওয়াদা কৃষি বিদ্যাপীঠের স্নাতকোত্তর এবং ডক্টরাল শিক্ষার্থী, অনুষদ সদস্য এবং বিজ্ঞানীদের নিয়ে । এই কোর্সের ফলে উপকৃত হবেন অনেকে ।

খড়গপুর,14 জুলাই : কৃষিতে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে অন্য প্রযুক্তিগত প্রতিষ্ঠান থেকে গবেষক (স্নাতকোত্তর এবং ডক্টরাল শিক্ষার্থী ও শিক্ষাবিদদের) প্রশিক্ষণ দেওয়ার জন্য দু'সপ্তাহের অনলাইন কোর্স চালু করেছে খড়গপুর IIT ।

কৃষি ডিজিটাইজেশনে আউটরিচ প্রকল্পগুলি জ্ঞান-নিবিড় কৃষিক্ষেত্রের বিকাশের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ । বিশ্বব্যাপী গবেষকরা উদ্ভাবন এবং ডেটা বিশ্লেষণের মাধ্যমে নির্ভুলভাবে চাষ এবং স্মার্ট ফার্মিংয়ে সমর্থন জানিয়েছেন । সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের জন্য একটি ডিজিটাল মার্কেটপ্লেস ঘোষণা করেছেন । তিনি বলেছেন, প্রযুক্তিগত সংস্থাগুলিকেও ভারতের কৃষিক্ষেত্র প্রযুক্তির প্রয়োজনীয়তা মেটাতে এগিয়ে আসতে হবে । সাম্প্রতিক বিপর্যয় এবং তার পরবর্তী পরিস্থিতিতেও বিশেষ করে জলবায়ু পরিবর্তন বা খারাপ আবহাওয়াতেও প্রস্তুত থাকতে হবে । দরকার হলে জৈব চাষ পদ্ধতির মাধ্যমে কৃষি ফলন বাড়াতে হবে । এই চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি বিজ্ঞান এবং প্রযুক্তির ডিজিটাল ডোমেইনের বিশেষজ্ঞদের উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

ইনস্টিটিউটের কৃষি ও খাদ্য প্রকৌশল অধিদপ্তর রোবট, ড্রোন এবং এজিভি প্রকল্পের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সেন্টার অব এক্সিলেন্স ফর ডিজিটাল ফার্মিং সলিউশনসের অধীনে "কৃষিতে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ" শীর্ষক এই স্বল্পমেয়াদী কোর্স চালু করেছে । এরমধ্যে রয়েছে সেন্সর, ড্রোন, রোবটস, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, মেশিন ভিশন কৌশল, কম্পিউটারের মাধ্যমে ডিজাইন এবং কৃষিতে অ্যাডভান্সড ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ । বর্তমান কোর্সটি পরিচালিত হবে মহারাষ্ট্রের বসন্ত রাও মারাঠওয়াদা কৃষি বিদ্যাপীঠের স্নাতকোত্তর এবং ডক্টরাল শিক্ষার্থী, অনুষদ সদস্য এবং বিজ্ঞানীদের নিয়ে । এই কোর্সের ফলে উপকৃত হবেন অনেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.