ETV Bharat / briefs

টিকটকে ভিডিয়ো শেয়ার করতে নদীতে ঝাঁপ ! - UP

দানিশ (19) ও আশিক (19) নামে দুই যুবক মোবাইলে ভিডিয়ো করার জন্য একটি ব্রিজ থেকে উত্তর প্রদেশের ছোটি গন্ডক নদীতে ঝাঁপ দেয় । দানিশকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয়রা । তবে এখনও আশিকের খোঁজ পাওয়া যায়নি ।

টিকটকে ভিডিয়ো শেয়ার করতে নদীতে ঝাঁপ !
author img

By

Published : Jul 3, 2019, 1:59 PM IST

দেওরিয়া, 3 জুলাই : টিকটকে ভিডিয়ো পোস্ট করতে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিল দুই যুবক । উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার ঘটনা । এই ঘটনায় একজন এখনও নিখোঁজ ।

সোমবার দানিশ (19) ও আশিক (19) নামে দুই যুবক মোবাইলে ভিডিয়ো করার জন্য একটি ব্রিজ থেকে উত্তর প্রদেশের ছোটি গন্ডক নদীতে ঝাঁপ দেয় । দানিশকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয়রা । তবে এখনও আশিকের খোঁজ পাওয়া যায়নি ।

সোমবার সন্ধ্যায় ওই দুই যুবক ঘুরতে বেরিয়েছিল । দেওরিয়া জেলার নাদাভার ওভার ব্রিজে তাদের সঙ্গে একদল যুবকের দেখা হয় । তারা টিকটকে শেয়ার করার জন্য বিভিন্ন ধরনের স্টান্ট করছিল । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে দানিশ ব্রিজের রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেয় । আশিক মোবাইলে সেই ভিডিয়ো করে । এরপর আশিকও নদীতে ঝাঁপ দেয় । দানিশকে উদ্ধার করা গেলেও আশিকের খোঁজ পাওয়া যায়নি ।

হায়দরাবাদের ঔরঙ্গবাদের বাসিন্দা দানিশ উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল । নিখোঁজ আশিকের খোঁজ চালানো হচ্ছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

দেওরিয়া, 3 জুলাই : টিকটকে ভিডিয়ো পোস্ট করতে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিল দুই যুবক । উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার ঘটনা । এই ঘটনায় একজন এখনও নিখোঁজ ।

সোমবার দানিশ (19) ও আশিক (19) নামে দুই যুবক মোবাইলে ভিডিয়ো করার জন্য একটি ব্রিজ থেকে উত্তর প্রদেশের ছোটি গন্ডক নদীতে ঝাঁপ দেয় । দানিশকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয়রা । তবে এখনও আশিকের খোঁজ পাওয়া যায়নি ।

সোমবার সন্ধ্যায় ওই দুই যুবক ঘুরতে বেরিয়েছিল । দেওরিয়া জেলার নাদাভার ওভার ব্রিজে তাদের সঙ্গে একদল যুবকের দেখা হয় । তারা টিকটকে শেয়ার করার জন্য বিভিন্ন ধরনের স্টান্ট করছিল । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে দানিশ ব্রিজের রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেয় । আশিক মোবাইলে সেই ভিডিয়ো করে । এরপর আশিকও নদীতে ঝাঁপ দেয় । দানিশকে উদ্ধার করা গেলেও আশিকের খোঁজ পাওয়া যায়নি ।

হায়দরাবাদের ঔরঙ্গবাদের বাসিন্দা দানিশ উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল । নিখোঁজ আশিকের খোঁজ চালানো হচ্ছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

Mumbai, July 03 (ANI): Atleast 23 persons died after a wall collapsed on hutments in Pimpripada area of Malad East, Mumbai. A compound wall collapsed on the hutments due to heavy downpour. Rescue operation is underway in Malad-East. Injured have been admitted to a nearby hospital

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.