ETV Bharat / briefs

মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে এলেন পিন্টু ও অভিষেক - EB

দলের গতি বাড়াতে পিন্টু ও অভিষেকের মতো তরুণদের উপর ভরসা করছেন ইস্টবেঙ্গল কোচ । আগামী কয়েকদিনে আরও কয়েকজন সই করানো হবে বলে সূত্রের খবর ।

পিন্টু ও অভিষেক
author img

By

Published : Jun 7, 2019, 6:03 AM IST

কলকাতা, 7 জুন : ফের মোহনবাগানের ঘর ভাঙাল ইস্টবেঙ্গল । নতুন মরশুমে সবুজ-মেরুনের পিন্টু মাহাত ও অভিষেক আম্বেকরকে দলে নিল লাল-হলুদ শিবির । পাশাপাশি, কাসিম আইদারার সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল ।

চলতি মরশুমে কম বয়সি ফুটবলারদের নেওয়ার উপর জোর দিতে বলেছে ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । দলের গড় বয়স হলে খেলায় গতি বাড়বে । আর সেই গতির অস্ত্রে প্রতিপক্ষকে চাপে ফেলাই লক্ষ্য তাঁর । তাই গত মরশুমের কম বয়সি ফুটবলারদের ধরে রাখার পাশাপাশি আরও কয়েকজন প্রতিভাবান ফুটবলারদের নেওয়ার কথা রিক্রুটারদের বলেছিলেন । সেইমতো মোহনবাগানের বেশ কয়েকজনের দিকে হাত বাড়িয়েছিল ইস্টবেঙ্গল । তারপরই পিন্টু ও আম্বেকরকে দলে নিল লাল-হলুদ ।

East Bengal
কাসিম আইদারা

গত মরশুমে সবুজ-মেরুন জার্সিতে ভালো খেললেও বেশ চোটপ্রবণ ফুটবলার জঙ্গলমহলের স্ট্রাইকার । মোহনবাগানের বকেয়া সমস্যা থাকায় দলবদলের বিষয়ে আগে থেকেই চিন্তা করেছিলেন পিন্টু । অপরদিকে, 2017 সালে মিনার্ভা পঞ্জাবের হয়ে দুরন্ত খেলা অভিষেক গত মরশুমে বাগান জার্সিতে খেলেছেন । কিন্তু, প্রত্যাশা পূরণ করতে পারেননি । তা সত্ত্বেও অভিষেককে দলে পেতে আগ্রহী ছিলেন আলেয়ান্দ্রো । সূত্রের খবর, আগামী কয়েকদিনে আরও বেশ কয়েকজন ফুটবলারকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল ।

কলকাতা, 7 জুন : ফের মোহনবাগানের ঘর ভাঙাল ইস্টবেঙ্গল । নতুন মরশুমে সবুজ-মেরুনের পিন্টু মাহাত ও অভিষেক আম্বেকরকে দলে নিল লাল-হলুদ শিবির । পাশাপাশি, কাসিম আইদারার সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল ।

চলতি মরশুমে কম বয়সি ফুটবলারদের নেওয়ার উপর জোর দিতে বলেছে ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । দলের গড় বয়স হলে খেলায় গতি বাড়বে । আর সেই গতির অস্ত্রে প্রতিপক্ষকে চাপে ফেলাই লক্ষ্য তাঁর । তাই গত মরশুমের কম বয়সি ফুটবলারদের ধরে রাখার পাশাপাশি আরও কয়েকজন প্রতিভাবান ফুটবলারদের নেওয়ার কথা রিক্রুটারদের বলেছিলেন । সেইমতো মোহনবাগানের বেশ কয়েকজনের দিকে হাত বাড়িয়েছিল ইস্টবেঙ্গল । তারপরই পিন্টু ও আম্বেকরকে দলে নিল লাল-হলুদ ।

East Bengal
কাসিম আইদারা

গত মরশুমে সবুজ-মেরুন জার্সিতে ভালো খেললেও বেশ চোটপ্রবণ ফুটবলার জঙ্গলমহলের স্ট্রাইকার । মোহনবাগানের বকেয়া সমস্যা থাকায় দলবদলের বিষয়ে আগে থেকেই চিন্তা করেছিলেন পিন্টু । অপরদিকে, 2017 সালে মিনার্ভা পঞ্জাবের হয়ে দুরন্ত খেলা অভিষেক গত মরশুমে বাগান জার্সিতে খেলেছেন । কিন্তু, প্রত্যাশা পূরণ করতে পারেননি । তা সত্ত্বেও অভিষেককে দলে পেতে আগ্রহী ছিলেন আলেয়ান্দ্রো । সূত্রের খবর, আগামী কয়েকদিনে আরও বেশ কয়েকজন ফুটবলারকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.