ETV Bharat / briefs

কোরোনা পরীক্ষার ক্ষেত্রে অ্যামেরিকার প্রশংসা করেছেন মোদি, দাবি ট্রাম্পের

author img

By

Published : Sep 14, 2020, 4:32 PM IST

নির্বাচনী প্রচারে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, কোরোনা পরীক্ষার জন্য তিনি যে পদক্ষেপ করেছেন তার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

Donald trump, narendra modi
Donald trump, narendra modi

ওয়াশিংটন, 14 সেপ্টেম্বর : কোরোনা পরীক্ষার ক্ষেত্রে ট্রাম্প সরকারের কাজের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দাবি অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের । পাশাপাশি তিনি দাবি করেছেন, তাঁর ডেমোক্রেটিক প্রতিপক্ষ জো বিডেনের সমালোচনা করেছেন নরেন্দ্র মোদি । এর আগে সরকারে থাকাকালীন সোয়াইন ফ্লু মোকাবিলায় ব্যর্থ হয়েছিলেন তাঁরা ।

"এখনও পর্যন্ত আমরা ভারত এবং অন্য অনেক বড় দেশের চেয়ে বেশি সংখ্যক নাগরিকের নমুনা পরীক্ষা করেছি । ভারত নমুনা পরীক্ষার নিরিখে বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছে । ভারতের চেয়ে 44 লাখ টেস্ট বেশি হয়েছে অ্যামেরিকায় । 150 কোটি মানুষের বাস ভারতে । সেই দেশের প্রধানমন্ত্রী আমায় ফোনে বলেছেন, নমুনা পরীক্ষার ক্ষেত্রে আপনি খুব ভালো কাজ করেছেন । " নেভাদায় নির্বাচনী জনসভায় একথা বলেন ডোনাল্ড ট্রাম্প ।

তিনি আরও বলেন, "বিডেনের পূর্ববর্তী যে রেকর্ড রয়েছে তাতে তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে চিনা ভাইরাসের প্রকোপে আরও অনেক বেশি সংখ্যক অ্যামেরিকান নাগরিক মারা যেতেন । তিনি ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন দেশের আর্থিক অবস্থার পুনরুদ্ধার খুব ধীর গতিতে হয়েছিল । জো বিডেনের এই ব্যর্থতার যে প্রভাব নেভাদায় সেই সময় পড়েছিল, অন্য কোনও স্টেটের উপর পড়েনি । তাই উনি আপনাদের জন্য উপযুক্ত নন ।"

পাশাপাশি আত্মপক্ষ সমর্থন করে ডোনাল্ড ট্রাম্প বলেন, গত চার বছরে অ্যামেরিকায় চাকরির বাজার ফের চাঙ্গা হয়েছে । সীমান্তে নিরাপত্তা আরও নিশ্ছিদ্র হয়েছে । চিনের বিরুদ্ধে সুর চড়িয়েছে অ্যামেরিকা, যা আগে কখনও হয়নি । বলেন, "কেউ চিনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি, আমরা দাঁড়িয়েছি ।"

ওয়াশিংটন, 14 সেপ্টেম্বর : কোরোনা পরীক্ষার ক্ষেত্রে ট্রাম্প সরকারের কাজের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দাবি অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের । পাশাপাশি তিনি দাবি করেছেন, তাঁর ডেমোক্রেটিক প্রতিপক্ষ জো বিডেনের সমালোচনা করেছেন নরেন্দ্র মোদি । এর আগে সরকারে থাকাকালীন সোয়াইন ফ্লু মোকাবিলায় ব্যর্থ হয়েছিলেন তাঁরা ।

"এখনও পর্যন্ত আমরা ভারত এবং অন্য অনেক বড় দেশের চেয়ে বেশি সংখ্যক নাগরিকের নমুনা পরীক্ষা করেছি । ভারত নমুনা পরীক্ষার নিরিখে বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছে । ভারতের চেয়ে 44 লাখ টেস্ট বেশি হয়েছে অ্যামেরিকায় । 150 কোটি মানুষের বাস ভারতে । সেই দেশের প্রধানমন্ত্রী আমায় ফোনে বলেছেন, নমুনা পরীক্ষার ক্ষেত্রে আপনি খুব ভালো কাজ করেছেন । " নেভাদায় নির্বাচনী জনসভায় একথা বলেন ডোনাল্ড ট্রাম্প ।

তিনি আরও বলেন, "বিডেনের পূর্ববর্তী যে রেকর্ড রয়েছে তাতে তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে চিনা ভাইরাসের প্রকোপে আরও অনেক বেশি সংখ্যক অ্যামেরিকান নাগরিক মারা যেতেন । তিনি ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন দেশের আর্থিক অবস্থার পুনরুদ্ধার খুব ধীর গতিতে হয়েছিল । জো বিডেনের এই ব্যর্থতার যে প্রভাব নেভাদায় সেই সময় পড়েছিল, অন্য কোনও স্টেটের উপর পড়েনি । তাই উনি আপনাদের জন্য উপযুক্ত নন ।"

পাশাপাশি আত্মপক্ষ সমর্থন করে ডোনাল্ড ট্রাম্প বলেন, গত চার বছরে অ্যামেরিকায় চাকরির বাজার ফের চাঙ্গা হয়েছে । সীমান্তে নিরাপত্তা আরও নিশ্ছিদ্র হয়েছে । চিনের বিরুদ্ধে সুর চড়িয়েছে অ্যামেরিকা, যা আগে কখনও হয়নি । বলেন, "কেউ চিনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি, আমরা দাঁড়িয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.