ETV Bharat / briefs

প্রকৃত দোষী শাস্তি পাক, রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস

কংগ্রেসের পর এবার তৃণমূল কংগ্রেস অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ালো ।

Tmc
Tmc
author img

By

Published : Sep 15, 2020, 10:36 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : কংগ্রেসের পরে এবারে রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস । রিয়ার পক্ষ নিয়ে কেন্দ্রীয় সরকারকে দুষলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । বলেন, "কত রাজনৈতিক নেতাকে হয়রান করার চেষ্টা করা হচ্ছে । আমরা বলব প্রকৃত দোষী শাস্তি পাক ।"

মাদক চক্রে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে । মাদক যোগে গ্রেপ্তার তাঁর ভাই সৌভিক চক্রবর্তীসহ কয়েকজন মাদক পাচারকারী । রিয়াকে নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি । এবার বাঙালি আবেগ উস্কে দিয়ে সরব হচ্ছে বাংলার রাজনৈতিক দলগুলিও ।

কয়েকদিন আগেই রিয়ার গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ রাজপথে নেমে রীতিমতো মিছিল করেছে প্রদেশ কংগ্রেস । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি বলেছেন, " রিয়া চক্রবর্তীকে জেলখানায় মাদক পাচারকারী বলে বন্দী করে বিহারের জনগণকে ন্যায় দেওয়া হয়েছে বলে বিহারে প্রচার চলছে । রিয়া চক্রবর্তী বাঙালি ব্রাহ্মণ । তাঁকে নিয়ে কী বক্তব্য BJP-র তা জানতে চাই ।"

অধীরবাবুর সুরে সুর মিলিয়ে এবার রিয়ার পাশে দাঁড়ালেন পার্থ চট্টোপাধ্যায় । বলেন, " কত রাজনৈতিক নেতাকে হয়রান করার চেষ্টা করা হচ্ছে । আমরা বলব প্রকৃত দোষী শাস্তি পাক । অকারণে কাউকে চিহ্নিত করে, বিনা দোষে শাস্তি দেওয়ার পক্ষে আমরা নই ।"

কলকাতা, 15 সেপ্টেম্বর : কংগ্রেসের পরে এবারে রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস । রিয়ার পক্ষ নিয়ে কেন্দ্রীয় সরকারকে দুষলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । বলেন, "কত রাজনৈতিক নেতাকে হয়রান করার চেষ্টা করা হচ্ছে । আমরা বলব প্রকৃত দোষী শাস্তি পাক ।"

মাদক চক্রে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে । মাদক যোগে গ্রেপ্তার তাঁর ভাই সৌভিক চক্রবর্তীসহ কয়েকজন মাদক পাচারকারী । রিয়াকে নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি । এবার বাঙালি আবেগ উস্কে দিয়ে সরব হচ্ছে বাংলার রাজনৈতিক দলগুলিও ।

কয়েকদিন আগেই রিয়ার গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ রাজপথে নেমে রীতিমতো মিছিল করেছে প্রদেশ কংগ্রেস । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি বলেছেন, " রিয়া চক্রবর্তীকে জেলখানায় মাদক পাচারকারী বলে বন্দী করে বিহারের জনগণকে ন্যায় দেওয়া হয়েছে বলে বিহারে প্রচার চলছে । রিয়া চক্রবর্তী বাঙালি ব্রাহ্মণ । তাঁকে নিয়ে কী বক্তব্য BJP-র তা জানতে চাই ।"

অধীরবাবুর সুরে সুর মিলিয়ে এবার রিয়ার পাশে দাঁড়ালেন পার্থ চট্টোপাধ্যায় । বলেন, " কত রাজনৈতিক নেতাকে হয়রান করার চেষ্টা করা হচ্ছে । আমরা বলব প্রকৃত দোষী শাস্তি পাক । অকারণে কাউকে চিহ্নিত করে, বিনা দোষে শাস্তি দেওয়ার পক্ষে আমরা নই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.