পুরুলিয়া, 9 জুলাই : কোল ইন্ডিয়াকে বেসরকারিকরণ করার পিছনে নিশ্চয়ই কোনও চক্রান্ত আছে, এই অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল নিতুড়িয়ায় l আজ পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় কোরোনা আবহের মধ্যেই মিছিল করে প্রতিবাদ জানান হয় l পরে দুবেশ্বরী কোলিয়ারিতে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা l পাশাপাশি ভারতীয় রেলকে বেসরকারিকরণের ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান তারা l আজকের এই মিছিলে এলাকার প্রায় দু'শোরও বেশি তৃণমূল কর্মীরা এই মিছিলে যোগদান করে l এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন তৃণমূল নেতা শান্তিভূষণ প্রসাদ যাদব l
আন্দোলনের নেতৃত্বে থাকা শান্তিভূষণ প্রসাদ যাদব জানান, "বর্তমান কোরোনা আবহে একদিকে পেট্রল-ডিজেলের মূল্য বৃদ্ধি, অন্যদিকে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েই চলেছে l যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ l তার উপর কোল ইন্ডিয়া ও ভারতীয় রেলকে বেসরকারি একটা চক্রান্ত করছে কেন্দ্র সরকার l এই সময়ে দেশবাসীর পাশে দাঁড়ানো দরকার কেন্দ্র সরকারকে , কিন্তু তা না করে মানুষকে আরও সমস্যায় ফেলছে কেন্দ্র সরকার l তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আআজ আমরা নিতুড়িয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করলাম l"