কলকাতা, 15 সেপ্টেম্বর : "কত মানুষের জীবন গেছে । কত মানুষের চাকরি গেছে । তা নিয়ে সরকারের কোনও ধারণা নেই। এই অমানবিক সরকার শেষ হবে কবে ?" পরিযায়ী শ্রমিক ইশু নিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন তৃণমূল যুবর সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
গতকাল সংসদে বাদল অধিবেশনে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পরিসংখ্যান দিতে পারেনি কেন্দ্রীয় সরকার । কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, “লকডাউনে পথে কতজন পরিযায়ী শ্রমিক মারা গেছে তার কোনও হিসেব নেই সরকারের কাছে । সেই কারণে কোনও ক্ষতিপূরণও নেই ।”
কেন্দ্রের এই বিবৃতির পর থেকেই জোর বিতর্ক শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে । বিষয়টিকে নিয়ে সরব হন বিরোধীরা । কেন্দ্রীয় সরকারকে বিঁধে ইতিমধ্যেই আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধি । সরব হয়েছে তৃণমূল শিবিরও । এবার পরিযায়ী শ্রমিক ইশুতে কড়া আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । টুইটারে কেন্দ্রকে আক্রমণ করে অভিষেক লেখেন, "কত মানুষের জীবন গেছে, কত মানুষের চাকরি গেছে, তা নিয়ে সরকারের কোনও ধারণা নেই । এই অমানবিক সরকার শেষ হবে কবে ?"
আরও পড়ুন : পরিযায়ী শ্রমিক মৃত্যুর পরিসংখ্যান নেই, ক্ষতিপূরণেরও প্রশ্ন নেই: কেন্দ্র
পরিযায়ী শ্রমিক ইশুতে রাজ্যের শাসকদল তৃণমূল যে কেন্দ্রকে সহজে ছাড়বে না, তা অভিষেকের বক্তব্য থেকেই স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ । গতকাল থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন । অধিবেশনের প্রথম দিনে লকডাউন পরিস্থিতিতে কতজন পরিযায়ী শ্রমিক নিজের রাজ্যে ফিরে এসেছেন, সেই বিষয়ে প্রশ্ন করা হয় ৷ সেক্ষেত্রে শ্রমমন্ত্রক স্বীকার করে যে, 1 কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজের রাজ্যে ফিরে এসেছেন ৷ পাশাপাশি, নিজের রাজ্যে ফেরার সময় কতজন শ্রমিক প্রাণ হারিয়েছেন বা এইসব শ্রমিককে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয় ৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাংওয়ার লিখিত প্রতিক্রিয়ায় জানান, "এই বিষয়ে কোনও তথ্য বজায় রাখা হয়নি ৷ সুতরাং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনও প্রশ্নই ওঠে না ৷ "
আরও পড়ুন : "আপনি গোনেননি বলে কি মৃত্যু হয়নি ?", পরিযায়ীর মৃত্যু-বিতর্কে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের
এরপর থেকেই শুরু হয় বিরোধীদের প্রতিক্রিয়া । কেন্দ্রকে কটাক্ষ করে রাহুল গান্ধি টুইটারে লিখেছিলেন, "মোদি সরকার জানে না লকডাউনে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে । কতজন চাকরি হারিয়েছেন । আপনি গোনেননি তাই কি মৃত্যু হয়নি ? হ্যাঁ তবে দুঃখের বিষয় এই যে, সরকারের উপর প্রভাব পড়েনি । বিশ্ব মৃত্যু দেখেছে । শুধু মোদি সরকারই দেখেনি ।"