ETV Bharat / briefs

"তৃণমূলকে ভোট দিন", ভোটের লাইনে বললেন নেতা - Canning

তৃণমূল নেতার দাবি, এটা নেহাতই কুশল বিনিময় ।

তৃণমূল নেতা
author img

By

Published : May 19, 2019, 9:36 AM IST

Updated : May 19, 2019, 12:05 PM IST

ক্যানিং, 19 মে : লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন ক্যানিং 1 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পরেশরাম দাস । বিষয়টি ETV ভারতের ক্যামেরায় ধরা পড়েছে । যদিও ভোটারদের প্রভাবিত করার বিষয়টি অস্বীকার করেছেন তিনি । তাঁর সাফাই, "প্রভাবিত করার কোনও বিষয় নেই । ভোট দিতে এসে কুশল বিনিময় করেছি ।"

জয়নগর লোকসভা কেন্দ্রের ক্যানিং পশ্চিম বিধানসভার 120 নম্বর বুথে ভোটদান চলছিল । বুথের বাইরে লাইন ছিল । সেখানে আসেন পরেশরাম । ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলতে থাকেন । এক বৃদ্ধকে তিনি বলেন, "দিদির উন্নয়নকে মাথায় রেখে জোড়াফুলকে (তৃণমূলের প্রতীক) ভোট দিতে হবে ।" পরে অপর একজন মহিলাকে বলেন, "জোড়াফুলে সব ভোট দিন ।"

দেখুন ভিডিয়ো

যদিও ভোটারদের প্রভাবিত করেননি বলে দাবি পরেশরামের । তিনি বলেন, "প্রভাবিত করার কিছু নেই । মানুষ এখানে তৃণমূলের উন্নয়ন দেখেছে । তাই তৃণমূলে ভোট দিতে বলছি । মানুষ স্বেচ্ছায় তৃণমূলকে ভোট দিচ্ছে ।" কিন্তু, ক্যামেরায় তো পরিষ্কার দেখা যাচ্ছে, আপনি লাইনে দাঁড়িয়ে থেকে ভোটারদের তৃণমূলে ভোট দিতে বলছেন ? সে প্রসঙ্গে তাঁর সাফাই, "না । না । আমি বলিনি । নিজের ভোট দেব বলে লাইনে দাঁড়িয়েছিলাম । প্রভাবিত করার কোনও বিষয় নেই । ভোট দিতে এসে কুশল বিনিময় করছি ।"

ক্যানিং, 19 মে : লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন ক্যানিং 1 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পরেশরাম দাস । বিষয়টি ETV ভারতের ক্যামেরায় ধরা পড়েছে । যদিও ভোটারদের প্রভাবিত করার বিষয়টি অস্বীকার করেছেন তিনি । তাঁর সাফাই, "প্রভাবিত করার কোনও বিষয় নেই । ভোট দিতে এসে কুশল বিনিময় করেছি ।"

জয়নগর লোকসভা কেন্দ্রের ক্যানিং পশ্চিম বিধানসভার 120 নম্বর বুথে ভোটদান চলছিল । বুথের বাইরে লাইন ছিল । সেখানে আসেন পরেশরাম । ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলতে থাকেন । এক বৃদ্ধকে তিনি বলেন, "দিদির উন্নয়নকে মাথায় রেখে জোড়াফুলকে (তৃণমূলের প্রতীক) ভোট দিতে হবে ।" পরে অপর একজন মহিলাকে বলেন, "জোড়াফুলে সব ভোট দিন ।"

দেখুন ভিডিয়ো

যদিও ভোটারদের প্রভাবিত করেননি বলে দাবি পরেশরামের । তিনি বলেন, "প্রভাবিত করার কিছু নেই । মানুষ এখানে তৃণমূলের উন্নয়ন দেখেছে । তাই তৃণমূলে ভোট দিতে বলছি । মানুষ স্বেচ্ছায় তৃণমূলকে ভোট দিচ্ছে ।" কিন্তু, ক্যামেরায় তো পরিষ্কার দেখা যাচ্ছে, আপনি লাইনে দাঁড়িয়ে থেকে ভোটারদের তৃণমূলে ভোট দিতে বলছেন ? সে প্রসঙ্গে তাঁর সাফাই, "না । না । আমি বলিনি । নিজের ভোট দেব বলে লাইনে দাঁড়িয়েছিলাম । প্রভাবিত করার কোনও বিষয় নেই । ভোট দিতে এসে কুশল বিনিময় করছি ।"

Intro:বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার প্রমাণ লোপাট করছে দিদির সরকার: মোদি

মথুরাপুর: মঙ্গলবার কলকাতায় অমিত শাহ এর রেল চলার সময় বিবেকানন্দ কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দুষ্কৃতীরা। সেই ঘটনায় নাম জড়ায় বিজেপির। যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় তৃণমূলের লোকেরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ 24 পরগনা মথুরাপুর নির্বাচনী জনসভায় এসে এ বিষয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন তালা বন্ধ ঘরে কাঁচের বাক্সের মধ্যে থাকা বিদ্যাসাগরের মূর্তি কিভাবে বাইরে এল? সেই ঘরে লাগানো সিসিটিভি ফুটেজ কোথায় গেল? ভোটের রাজনীতির জন্য আসল প্রমান লোপাট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার। তিনি ও অপরাধীদের কঠোর শাস্তি চান বলে দাবি করেন। এর পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিকেলে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার এর সমর্থনে নির্বাচনী জনসভা করতে আসেন মোদি। মোদির এই নির্বাচনী জনসভা কে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রচুর মানুষ এদিন এসেছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। নরেন্দ্র মোদী ছাড়াও এদিন সভা মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায় সহ কেন্দ্র ও রাজ্যের অন্যান্য বিজেপি নেতৃত্ব।

এদিন ও নরেন্দ্র মোদি মঞ্চে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে তোলাবাজি ও সিন্ডিকেটের সরকার বলে কটাক্ষ করেন। এই রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নেই পিসি ভাইপোর তোলাবাজি সরকার চলছে বাংলায় বলে মন্তব্য করেন মোদি। গত কয়েকদিন ধরে এই এলাকাকে নরক বানিয়ে ফেলেছে তৃণমূল। এদিন মোদী বলেন, " হারের ভয়ে দিদি রাস্তায় নেমে এসেছেন। সকলকে হুমকি দিচ্ছেন, আজ সকালে আমাকেও জেলে ভরার হুমকি দিয়েছেন"। দিল্লির সরকার জনগণের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে কিন্তু সেই প্রকল্প এর সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছেন না, এখানকার সরকার মানুষকে সুবিধা পেতে দিচ্ছে না বলে অভিযোগ তোলেন নরেন্দ্র মোদি। তিনি আরো বলেন, "মানুষের সুবিধার জন্য কেন্দ্র রাস্তাঘাটসহ যে সমস্ত প্রকল্প করছে পশ্চিমবাংলায় সেই সমস্ত প্রকল্পের উপরেই স্টিকার সেটা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন স্টিকার দিদি হয়েছেন"। এলাকার মানুষের জন্য কোন কাজ করছেন না বলে ও অভিযোগ করেন নরেন্দ্র মোদী।Body:মোদির পুর কপি Conclusion:একটু দেখে নেবেন
Last Updated : May 19, 2019, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.