ETV Bharat / briefs

লকডাউনে ছাড় পেলেন না প্রভাবশালী তৃণমূল নেতাও, দিলেন জরিমানা

রূপনারায়ণপুরে দেশবন্ধু পার্কের সামনে লকডাউনে বেরিয়ে পুলিশের মুখে পড়লেন সালানপুর ব্লকের প্রভাবশালী তৃণমূল নেতা ভোলা সিং। 200 টাকা জরিমানা কাটা হয়েছে ভোলা সিংয়ের নামে । ভোলা সিং কর্তব্যরত পুলিশের প্রশংসা করেছেন।

তৃণমূলের সালানপুর ব্লকের
তৃণমূলের সালানপুর ব্লকের
author img

By

Published : Jul 25, 2020, 7:02 PM IST

আসানসোল, 25 জুলাই : লকডাউনে বেরিয়ে পুলিশের মুখে পড়লেন সালানপুর ব্লকের প্রভাবশালী তৃণমূল নেতা ভোলা সিং। রূপনারায়ণপুর দেশবন্ধু পার্কের সামনে পুলিশ তাঁকে আটকায় । 200 টাকা জরিমানা কাটা হয়েছে ভোলা সিংয়ের নামে । শুধু তাই নয়, আদালতে হাজিরা দিয়ে তাঁকে জামিনও নিতে হবে বলে পুলিশ জানিয়েছে । এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও ভোলা সিং কর্তব্যরত পুলিশের প্রশংসা করেছেন।

আজ রাজ্য সরকারের নির্দেশিত দ্বিতীয় দিনের লকডাউন চলছে । সকাল থেকেই গোটা আসানসোল শহর সহ বিভিন্ন ব্লকে ব্যাপক পুলিশি তৎপরতা দেখা যায়। সালানপুরেও একইভাবে পুলিশ লকডাউনকে কার্যকরী করতে রাস্তায় নেমেছিল। দেশবন্ধু পার্কের কাছে রাস্তার উপরেই পুলিশের অভি্যান চলছিল। ওই পথ দিয়েই চিত্তরঞ্জন যাচ্ছিলেন তৃণমূলের সালানপুর ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং। পুলিশ তার গাড়ি আটকায়, অনান্যদের মত ভোলা সিংয়েরও জরিমানা করে পুলিশ। শুধু তাই নয় পুর্নাঙ্গ জামিন নিতে ভোলা সিংকে কোর্টে যাওয়ারও নিদান দেওয়া হয়।

যদিও বিষয়টিতে পুলিশের সুনাম করেছেন ভোলা সিং। সংবাদমাধ্যমকে ভোলা সিং জানান, “জরুরি প্রয়োজনে আমি চিত্তরঞ্জন যাচ্ছিলাম। কিন্তু, দেশবন্ধু পার্কে পুলিশ থামিয়ে দু'শো টাকার চালান ধরিয়ে দেয় । লকডাউনের সময় পুলিশ কোনওরকম ভেদাভেদ না করে যেভাবে সমাজের জন্য কাজ করে যাচ্ছে তা যথেষ্ট প্রশংসনীয়।”

আসানসোল, 25 জুলাই : লকডাউনে বেরিয়ে পুলিশের মুখে পড়লেন সালানপুর ব্লকের প্রভাবশালী তৃণমূল নেতা ভোলা সিং। রূপনারায়ণপুর দেশবন্ধু পার্কের সামনে পুলিশ তাঁকে আটকায় । 200 টাকা জরিমানা কাটা হয়েছে ভোলা সিংয়ের নামে । শুধু তাই নয়, আদালতে হাজিরা দিয়ে তাঁকে জামিনও নিতে হবে বলে পুলিশ জানিয়েছে । এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও ভোলা সিং কর্তব্যরত পুলিশের প্রশংসা করেছেন।

আজ রাজ্য সরকারের নির্দেশিত দ্বিতীয় দিনের লকডাউন চলছে । সকাল থেকেই গোটা আসানসোল শহর সহ বিভিন্ন ব্লকে ব্যাপক পুলিশি তৎপরতা দেখা যায়। সালানপুরেও একইভাবে পুলিশ লকডাউনকে কার্যকরী করতে রাস্তায় নেমেছিল। দেশবন্ধু পার্কের কাছে রাস্তার উপরেই পুলিশের অভি্যান চলছিল। ওই পথ দিয়েই চিত্তরঞ্জন যাচ্ছিলেন তৃণমূলের সালানপুর ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং। পুলিশ তার গাড়ি আটকায়, অনান্যদের মত ভোলা সিংয়েরও জরিমানা করে পুলিশ। শুধু তাই নয় পুর্নাঙ্গ জামিন নিতে ভোলা সিংকে কোর্টে যাওয়ারও নিদান দেওয়া হয়।

যদিও বিষয়টিতে পুলিশের সুনাম করেছেন ভোলা সিং। সংবাদমাধ্যমকে ভোলা সিং জানান, “জরুরি প্রয়োজনে আমি চিত্তরঞ্জন যাচ্ছিলাম। কিন্তু, দেশবন্ধু পার্কে পুলিশ থামিয়ে দু'শো টাকার চালান ধরিয়ে দেয় । লকডাউনের সময় পুলিশ কোনওরকম ভেদাভেদ না করে যেভাবে সমাজের জন্য কাজ করে যাচ্ছে তা যথেষ্ট প্রশংসনীয়।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.