ETV Bharat / briefs

বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে ভাঙড় থানায় অভিযোগ তৃণমূল নেতার

যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে ভাঙর থানায় লিখিত অভিযোগ করেন সেখানকার তৃণমূল কংগ্রেস নেতা নজরুল ইসলাম। বিকাশবাবুর বিরুদ্ধে অভিযোগ, তিনি নজরুল ইসলামের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছেন। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে।

author img

By

Published : May 7, 2019, 3:31 PM IST

Updated : May 8, 2019, 7:32 AM IST

বিকাশ ভট্টাচার্য

যাদবপুর, 7 মে : যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে রবিবার ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেন ভাঙর-১ পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলাম। তাঁর অভিযোগ, বিকাশবাবু তাঁর বাড়িতে এসে হুমকি দেয়। ভোটের পরে দেখে নেওয়ার কথা বলে। এর ফলে নজরুলের পরিবার আতঙ্কিত।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

৪ মে CPI(M)-এর দলীয় পতাকা ছিড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রাণগঞ্জ পঞ্চায়েতের মরিচা গ্রামে। এই ঘটনা সামনে আসার পর বিকাশবাবু নজরুল ইসলামের বাড়িতে যান। বাড়িতে তাঁকে না পেয়ে তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেন।

নজরুল ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেছেন বিকাশবাবুর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

যাদবপুর, 7 মে : যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে রবিবার ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেন ভাঙর-১ পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলাম। তাঁর অভিযোগ, বিকাশবাবু তাঁর বাড়িতে এসে হুমকি দেয়। ভোটের পরে দেখে নেওয়ার কথা বলে। এর ফলে নজরুলের পরিবার আতঙ্কিত।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

৪ মে CPI(M)-এর দলীয় পতাকা ছিড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রাণগঞ্জ পঞ্চায়েতের মরিচা গ্রামে। এই ঘটনা সামনে আসার পর বিকাশবাবু নজরুল ইসলামের বাড়িতে যান। বাড়িতে তাঁকে না পেয়ে তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেন।

নজরুল ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেছেন বিকাশবাবুর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Intro:যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর নামে থানায় লিখিত অভিযোগ ভাঙড়ের তৃণমূল নেতার। তৃণমূল নেতা নজরুল ইসলামের বাড়িতে গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। পুলিশ ওই তৃণমূল নেতার অভিযোগ খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।Body:যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর নামে ভাঙড় থানায় লিখিত অভিযোগ করল ভাঙড়ের এক তৃণমূল নেতা। ভাঙড় এক পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলাম অভিযোগ করেন, বাড়িতে না থাকায় যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বাড়িতে এসে হুমকি দেয় এবং ভোট পরবর্তী সময়ে দেখে নেওয়ার কথা বলে। ফলে নজরুল ইসলাম এক রকম ভীত সন্ত্রস্ত হয়ে গতকাল রাতে ভাঙড় থানায় অভিযোগ করেন। Conclusion:উল্লেখ্য ৪ঠা মে দলীয় পতাকা ছিড়ে দেওয়ায়, প্রানগঞ্জ পঞ্চায়েতের মরিচা গ্রামে বিকাশ বাবু নজরুল ইসলামের বাড়িতে যায়। বাড়িতে তাকে না পেয়ে দলীয় পতাকা না খোলার বিধান দেন, পাশাপাশি পরবর্তীতে এমন হলে দেখে নেওয়ার হুমকিও দেয়। যার জেরে এদিন নজরুল ইসলাম ভাঙড় থানায় লিখিত অভিযোগ করেন বিকাশবাবুর নামে। নজরুল বাবুর আরও অভিযোগ সিপিআইএমের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তার বাড়িতে এসে হুমকি দেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কিত নজরুল বাবু। একদিকে বিকাশবাবু আইনজীবী অন্যদিকে তৃণমূল নেতার এই অভিযোগ থানায় পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে।
Last Updated : May 8, 2019, 7:32 AM IST

For All Latest Updates

TAGGED:

vikash
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.