কোচবিহার,21 জুলাই: তৃণমূল - BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা -2 ব্লকের বাসন্তীরহাট এলাকা। জখম হয়েছে অন্তত 5 জন। তৃণমূলের প্রধানের বাড়ি সহ 5টি বাড়ি ভাঙচুরের পাশাপাশি BJP কার্যালয়ে ভাঙচুর করা হয়। তৃণমূলের অভিযোগ BJP নেতারাই তাদের বাড়ি ভাঙচুর করেছে। BJP নেতৃত্বের পালটা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই দু'পক্ষের মধ্যে গন্ডগোল হয়। পরবর্তীতে তারাই BJP পার্টি অফিস ভাঙচুর করেছে। তদন্তে সাহেবগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে তৃণমূলের বুড়িরহাট-2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান প্রভাত বর্মনের বাড়ি সহ পাঁচটি বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে BJP এর বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতেই বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কর্মীরা জড়ো হয়ে BJP এর বাসন্তীরহাট কার্যালয়ে ভাঙচুর করে।
তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান প্রভাত বর্মন বলেন, “BJP এর দুষ্কৃতীরা তৃণমূলের বাড়িঘর ভাঙচুর করেছে। ”
যদিও অভিযোগ অস্বীকার করে BJP এর কোচবিহার জেলা সংখ্যালঘু সেলের পর্যবেক্ষক আনোয়ার হোসেন বলেন,তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে তৃণমূলের নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। পরে নিজেদের গোষ্ঠী কোন্দল ঢাকতে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে।"
ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।