কৃষ্ণনগর, 1 জুন : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত । এবার কৃষ্ণনগরে । BJP কর্মীকে মারধরের অভিযোগ কাঠগড়ায় সেই তৃণমূল ।
আক্রান্ত BJP কর্মীর নাম রাহুল মাঝি । আক্রান্তের পরিবারের অভিযোগ দুই তৃণমূল কর্মী শুক্রবার রাতে মারধর করে রাহুলকে । BJP-কে ভোট দিয়েছে এই আশঙ্কাতেই তৃণমূল কর্মীরা চড়াও হয় বলে দাবি পরিবারের । নদিয়ার কৃষ্ণনগর ভাতজাংলার এই ঘটনায় অবশ্য তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
রাহুলের পরিবার জানিয়েছে, শুক্রবার এলাকায় এক দোকানে কাজ করছিলেন তিনি । তখনই সেখানে হাজির হয় দিলীপ ও কার্তিক নাম দুই যুবক । যারা এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত । দোকান থেকে বের করে রাহুলকে ওই দুই যুবক মারধর করে বলে অভিযোগ ।
গতরাতেই কোতয়ালি থানায় ওই দুই অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । গুরুতর জখম রাহুলকে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করা হয় । পরে তাঁকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।