ETV Bharat / briefs

কৃষ্ণনগরে BJP কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল - TMC

শুক্রবার রাতে রাহুল মাঝি কালীপুর এলাকায় একটি দোকানে কাজ করছিল । অভিযোগ, সেই সময় দিলীপ ও কার্তিক নামে দুই তৃণমূল কর্মী তাঁর উপর চড়াও হয় । বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় রাহুলকে ।

কৃষ্ণনগরে BJP কর্মীকে মারধর
author img

By

Published : Jun 1, 2019, 12:23 PM IST

কৃষ্ণনগর, 1 জুন : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত । এবার কৃষ্ণনগরে । BJP কর্মীকে মারধরের অভিযোগ কাঠগড়ায় সেই তৃণমূল ।

আক্রান্ত BJP কর্মীর নাম রাহুল মাঝি । আক্রান্তের পরিবারের অভিযোগ দুই তৃণমূল কর্মী শুক্রবার রাতে মারধর করে রাহুলকে । BJP-কে ভোট দিয়েছে এই আশঙ্কাতেই তৃণমূল কর্মীরা চড়াও হয় বলে দাবি পরিবারের । নদিয়ার কৃষ্ণনগর ভাতজাংলার এই ঘটনায় অবশ্য তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

রাহুলের পরিবার জানিয়েছে, শুক্রবার এলাকায় এক দোকানে কাজ করছিলেন তিনি । তখনই সেখানে হাজির হয় দিলীপ ও কার্তিক নাম দুই যুবক । যারা এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত । দোকান থেকে বের করে রাহুলকে ওই দুই যুবক মারধর করে বলে অভিযোগ ।

গতরাতেই কোতয়ালি থানায় ওই দুই অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । গুরুতর জখম রাহুলকে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করা হয় । পরে তাঁকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

কৃষ্ণনগর, 1 জুন : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত । এবার কৃষ্ণনগরে । BJP কর্মীকে মারধরের অভিযোগ কাঠগড়ায় সেই তৃণমূল ।

আক্রান্ত BJP কর্মীর নাম রাহুল মাঝি । আক্রান্তের পরিবারের অভিযোগ দুই তৃণমূল কর্মী শুক্রবার রাতে মারধর করে রাহুলকে । BJP-কে ভোট দিয়েছে এই আশঙ্কাতেই তৃণমূল কর্মীরা চড়াও হয় বলে দাবি পরিবারের । নদিয়ার কৃষ্ণনগর ভাতজাংলার এই ঘটনায় অবশ্য তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

রাহুলের পরিবার জানিয়েছে, শুক্রবার এলাকায় এক দোকানে কাজ করছিলেন তিনি । তখনই সেখানে হাজির হয় দিলীপ ও কার্তিক নাম দুই যুবক । যারা এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত । দোকান থেকে বের করে রাহুলকে ওই দুই যুবক মারধর করে বলে অভিযোগ ।

গতরাতেই কোতয়ালি থানায় ওই দুই অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । গুরুতর জখম রাহুলকে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করা হয় । পরে তাঁকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

Intro:বিজেপিকে ভোট দিয়েছিস, জয় শ্রীরাম কে, বলেই বেধড়ক মার এক বিজেপি কর্মীকে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। নদীয়ার কৃষ্ণনগর ভাতজাংলা নতুন কালীপুরের ঘটনা।
সূত্রের খবর, গতকাল রাতে নদীয়ার কৃষ্ণনগর ভাতজাংলা নতুন কালীপুরের বাসিন্দা রাহুল মাঝি একটি দোকানে কাজ করছিল। অভিযোগ, সেই সময় দিলীপ এবং কার্তিক নামে দুই তৃণমূল এর সক্রিয় কর্মী তাঁর উপর চড়াও হয়। তাকে প্রথমে জিজ্ঞাসা করা হয় কাকে ভোট দিয়েছিস। যদিও ওই বিজেপি কর্মী কোন উত্তর না দেওয়ায় তারা নিজেরাই বলে ওঠে বিজেপিকে ভোট দিয়েছিস জয় শ্রীরাম কে বলে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকে। খবর পেয়ে রাহুল মাঝি পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর অবস্থা খারাপ হওয়ার কারণে চিকিৎসকরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন। যদিও এই ঘটনায় তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।Body:KRISHNAGAR BJP ATTACKSConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.