কলকাতা, 28 জুন : পুলিশের সামনেই হেনস্থার শিকার হয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্সার সুমন কুমারী । কিন্তু, এগিয়ে আসেননি কলকাতা পুলিশের সেই কর্মী । পরে ETV ভারতে সুমনের হেনস্থার খবর প্রকাশিত হতেই নড়চড়ে বসে পুলিশ । তড়িঘড়ি সুমনের অভিযোগ নথিভুক্ত করে তিনজনকে আটক করা হয় । নাম রাহুল শর্মা, শেখ ফিরোজ়, ওয়াসিম খান ।
আজ সকাল সাড়ে 11টা নাগাদ স্কুটিতে চেপে মহাকরণের উদ্দেশে রওনা দিয়েছিলেন । মোমিনপুর মোড়ের কাছে এক যুবক তাঁর স্কুটির সামনে এসে যান । ETV ভারতকে সুমন বলেন, "উনি বাসে উঠতে যাচ্ছিলেন । আমার স্কুটির সামনে এসে যান । প্রথমে উঠতে পারেননি । পরে ওঠেন । বাসে উঠে আমাকে গালিগালাজ শুরু করেন । আমি প্রতিবাদ করার চেষ্টা করি । ততক্ষণে বাসটি ছেড়ে দিয়েছে । বাসটির পিছনে যাই । পরের স্টপেজে বাস থামলে ওকে প্রশ্ন করি, কেন গালিগালাজ করলে ?" সুমনের অভিযোগ, এরপর ওই যুবক বাস থেকে নেমে তাঁকে মারতে উদ্যত হন । গলা চেপে ধরেন । সুমন বলেন, "ওই যুবক যখন আমায় হেনস্থা করছিল, তখন সামনেই দাঁড়িয়েছিলেন এক পুলিশকর্মী । আমি তাঁর কাছে যাই । সাহায্যের জন্য বলি । কিন্তু, উনি কোনও সাহায্য করেননি । বললেন, থানায় গিয়ে অভিযোগ জানাতে ।"
এই সংক্রান্ত আরও খবর : কলকাতার রাস্তায় মহিলা বক্সারকে হেনস্থা, দাঁড়িয়ে দেখল পুলিশ !
সুমনের হেনস্থার খবর প্রথম প্রকাশিত হয় ETV ভারতে । নড়েচড়ে বসে কলকাতা পুলিশ । ঘণ্টা দুয়েকের মধ্যে আটক করা হয় তিনজনকে ।