ETV Bharat / briefs

স্থগিত আপার প্রাইমারির নিয়োগ, কী বলছে SSC?

ভোটের কাজের জন্য আপাতত বন্ধ থাকছে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার কাজ । স্থগিত রাখা হয়েছে তৃতীয় ভেরিফিকেশন প্রক্রিয়া। তবে ভোটের পরই আবার নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 25, 2019, 5:57 AM IST

Updated : Apr 25, 2019, 10:53 AM IST

কলকাতা, 25 এপ্রিল: ফের থমকে গেল আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া । প্রথমে এপ্রিল মাসের শেষ সপ্তাহে আপার প্রাইমারির তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন হবে বলে জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার । লোকসভা নির্বাচনের কারণে তা পিছিয়ে মে মাসের প্রথম সপ্তাহে করা হবে বলে কমিশন জানিয়েছিল। গতকাল সৌমিত্রবাবু জানান, লোকসভা নির্বাচনের কারণে তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন । নির্বাচন শেষ হওয়ার পরেই ভেরিফিকেশন শুরু হবে।

লোকসভার তৃতীয় দফার নির্বাচন হয়ে গেছে ২৩ এপ্রিল। চতুর্থ দফার নির্বাচন রয়েছে ২৯ এপ্রিল । পঞ্চম দফা ও ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে যথাক্রমে ৬ ও ১২ মে । শেষ দফার নির্বাচন ১৯ মে । নির্বাচনের মধ্যেই ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েও তা কেন স্থগিত রাখা হল ?

সৌমিত্রবাবু বলেন, "তারিখের খুব সমস্যা হচ্ছে । ৬ তারিখ হাওড়ায় ভোট। ৩ তারিখ থেকে বাস তুলে নেবে । ৬ তারিখের পর ৭ তারিখেও বাস থাকবে না । ভোটের কাজের জন্য বেশিরভাগ বাস থাকবে না । আমার পাঁচ-ছয়দিন লাগবে। পরপর কাজ করব । সমস্ত কাজ ভোটের সময় আমার একার পক্ষে সামলানো অসুবিধা । ভোটের পরেই আবার কাজ শুরু হবে ।" এছাড়া, রিজিওনাল দপ্তরের আধিকারিকদের ভোটের ডিউটি পড়েছে। আপার প্রাইমারি ভেরিফিকেশন স্থগিত রাখার এটাও একটা বড় কারণ। মূলত নির্বাচন চলার জন্য ভেরিফিকেশনের থার্ড ফেজ় স্থগিত রাখা হয়েছে ।

উল্লেখ্য, আপার প্রাইমারির ভেরিফিকেশনে অনেক প্রার্থীদের ডাকা হয় । প্রথম দু'টি ফেজ় মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ২৩ হাজার প্রার্থী ডাক পেয়েছিলেন। তখন গোটা বিষয়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রিজিওন থেকে কর্মচারীদের আনা হয়েছিল । তৃতীয় ফেজ়ে প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থী ডাক পেতে চলেছেন ।

কলকাতা, 25 এপ্রিল: ফের থমকে গেল আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া । প্রথমে এপ্রিল মাসের শেষ সপ্তাহে আপার প্রাইমারির তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন হবে বলে জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার । লোকসভা নির্বাচনের কারণে তা পিছিয়ে মে মাসের প্রথম সপ্তাহে করা হবে বলে কমিশন জানিয়েছিল। গতকাল সৌমিত্রবাবু জানান, লোকসভা নির্বাচনের কারণে তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন । নির্বাচন শেষ হওয়ার পরেই ভেরিফিকেশন শুরু হবে।

লোকসভার তৃতীয় দফার নির্বাচন হয়ে গেছে ২৩ এপ্রিল। চতুর্থ দফার নির্বাচন রয়েছে ২৯ এপ্রিল । পঞ্চম দফা ও ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে যথাক্রমে ৬ ও ১২ মে । শেষ দফার নির্বাচন ১৯ মে । নির্বাচনের মধ্যেই ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েও তা কেন স্থগিত রাখা হল ?

সৌমিত্রবাবু বলেন, "তারিখের খুব সমস্যা হচ্ছে । ৬ তারিখ হাওড়ায় ভোট। ৩ তারিখ থেকে বাস তুলে নেবে । ৬ তারিখের পর ৭ তারিখেও বাস থাকবে না । ভোটের কাজের জন্য বেশিরভাগ বাস থাকবে না । আমার পাঁচ-ছয়দিন লাগবে। পরপর কাজ করব । সমস্ত কাজ ভোটের সময় আমার একার পক্ষে সামলানো অসুবিধা । ভোটের পরেই আবার কাজ শুরু হবে ।" এছাড়া, রিজিওনাল দপ্তরের আধিকারিকদের ভোটের ডিউটি পড়েছে। আপার প্রাইমারি ভেরিফিকেশন স্থগিত রাখার এটাও একটা বড় কারণ। মূলত নির্বাচন চলার জন্য ভেরিফিকেশনের থার্ড ফেজ় স্থগিত রাখা হয়েছে ।

উল্লেখ্য, আপার প্রাইমারির ভেরিফিকেশনে অনেক প্রার্থীদের ডাকা হয় । প্রথম দু'টি ফেজ় মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ২৩ হাজার প্রার্থী ডাক পেয়েছিলেন। তখন গোটা বিষয়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রিজিওন থেকে কর্মচারীদের আনা হয়েছিল । তৃতীয় ফেজ়ে প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থী ডাক পেতে চলেছেন ।

Intro:কলকাতা, 4 এপ্রিল: পার হয়ে গেল শিক্ষামন্ত্রী গঠিত পাঁচ সদস্যের কমিটির দেওয়া এক সপ্তাহ সময়। এখনও কমিটির কাছ থেকে নিজেদের অভিযোগ ও দাবিদাওয়া সম্পর্কিত কোনও উত্তর মিলল না প্রেস ক্লাবের কাছে 29 দিন ধরে অনশন করা SSC চাকরিপ্রার্থীদের। এমনকি কমিটিতে অনশনকারীদের পক্ষ থেকে সাতজনকে অন্তর্ভুক্ত করার পর তাঁদের নিয়ে বৈঠকের জন্যও ডাক আসেনি। দু'দিন আগে কমিটির সদস্য তথা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের ফোন করে কয়েকদিনের মধ্যেই তাঁদের কিছু জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। কিন্তু, কমিটির দেওয়া এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনও পর্যন্ত তাঁদের কিছু জানানো হয়নি। এখন বিকাশ ভবন থেকে কোনও খবর পাওয়ার অপেক্ষায় আন্দোলনকারীদের প্রতিনিধি দল।
Body:শূন্যপদ আপ-টু-ডেট করে ওয়েটিং লিস্টে থাকা সব প্রার্থীদের চাকরির দাবিতে টানা 29 দিন রিলে অনশন করেছিলেন SSC চাকরিপ্রার্থীরা। অনশন চলাকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁদের অভিযোগ খতিয়ে দেখার জন্য স্কুল শিক্ষা দফতরের সচিব মনীশ জৈনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি তৈরি করেন। গত 27 মার্চ সেই কমিটির কাছে তথ্যপ্রমাণ সহ 14 দফা দাবি ও অভিযোগ জমা দেন। কমিটির তরফ থেকে তাঁদের ওইদিন বলা হয়েছিল, আগামী সাতদিনের মধ্যে অভিযোগ খতিয়ে দেখে তাঁদের উত্তর দেওয়া হবে। অন্যদিকে, ওইদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনশনকারীদের মুখোমুখি হন। সেখানে তিনি শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন, পাঁচ সদস্যের কমিটিতে আন্দোলনকারীদের পাঁচজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে নিতে। সেই অনুযায়ী, 28 ফেব্রুয়ারি বিকাশ ভবনে আন্দোলনকারীদের সাতজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয় কমিটিতে। ওইদিনও তাঁদের জানানো হয়েছিল, এক সপ্তাহের মধ্যে অভিযোগগুলো খতিয়ে দেখে তাঁদের জানানো হবে। কিন্তু, সাতদিন পার গেলেও এখনও পর্যন্ত বিকাশ ভবনের তরফে তাঁদের কিছু জানানো হয়নি। যাঁরা এতদিন ধরে অনশন করেছিলেন তাঁদের মধ্যে একজন তানিয়া শেঠ বলেন, “এক সপ্তাহ হয়ে গেছে। কিন্তু, বিকাশ ভবন থেকে এখনো আমাদের কাছে কোনও খবর এসে পৌঁছায়নি। আমাদের সঙ্গে ওনারা কোনও যোগাযোগ করেননি এখনও পর্যন্ত।”

আন্দোলনকারীদের তরফে কি জানতে যোগাযোগ করা হয়েছিল? তানিয়া শেঠ বলেন, “আমাদের তরফ থেকে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। আমরা অপেক্ষা করছিলাম। যেহেতু, আমাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। ভেবেছিলাম তাঁরা হয়তো কিছু জানাবেন। আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব তা নিয়ে কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেব।” এক সপ্তাহ পার হয়ে গেছে। আন্দোলনকারীদের কবে জানানো হবে বা কবে ডাকা হবে? জানতে কমিটির সদস্য তথা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

তবে, অনশন উঠলেও নিজেদের দাবিতে অনড় SSC চাকরিপ্রার্থীরা। 2 এপ্রিল তাঁরা ‌নিজেদের দাবি নিয়ে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করেন। এ বিষয়ে তানিয়া শেঠ বলেন, “2 এপ্রিল আমাদের রাজ্যপালের সঙ্গে দেখা হয়েছে। 5 জন সদস্যের প্রতিনিধিদল গেছিলাম। আমাদের দাবিদাওয়া যা ছিল সম্পূর্ণটা ওনাকে বললাম। উনি এটুকুই বলেছেন যে, শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে উনি জানাবেন। আমাদের দাবিগুলি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন। আমরা এটাও বলেছি রাজ্যের সুপ্রিমো যেহেতু আমাদের কথা দিয়েছেন, তাঁর কথায় আশ্বস্ত হয়ে আমরা সাময়িকভাবে অনশন প্রত্যাহার করেছি। জুন মাসের প্রথমদিকে যেরকম উনি কথা দিয়েছেন সেরকম যদি না হয় তাহলে আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা আবার কোনও পদক্ষেপ গ্রহণ করব। উনি বললেন, ঠিক আছে। তোমাদের কথা সবই শুনলাম। আমি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ বিষয়টাই জানাবো।”

Conclusion:
Last Updated : Apr 25, 2019, 10:53 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.