ETV Bharat / briefs

ভারতীকে মারার চেষ্টা হচ্ছে : দিলীপ - Sixth Phase Vote

তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে কোনও উপায় নেই । তাই অনৈতিকভাবে লড়াই করছে : দিলীপ

দিলীপ ঘোষ
author img

By

Published : May 12, 2019, 10:37 AM IST

Updated : May 12, 2019, 1:20 PM IST

ঘাটাল, 12 মে : "ভারতীকে পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে । মারার চেষ্টা করা হচ্ছে । দু'বার গাড়ি ভাঙচুর করা হয়েছে । " ভারতী ঘোষের গাড়িতে ভাঙচুরের পর একথা বলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষ ।

কেশপুরের দোগাছিয়াতে ভারতী ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় । মাথা ফেটে জখম হন এক নিরাপত্তাকর্মী । অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এর প্রেক্ষিতে দিলীপবাবু বলেন, "এদের (তৃণমূল কংগ্রেস) কাছে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে কোনও উপায় নেই । তাই অনৈতিকভাবে লড়াই করছে । "

ষষ্ঠ দফার ভোট কেমন চলছে ? সে প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "কয়েকটি বুথে গন্ডগোল হয়েছে । কয়েকটি বুথ থেকে EVM বিকলের খবর পাওয়া গেছে । এক জায়গায় আমাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি । গতরাতে ভোটারদের ভয় দেখানো হয়েছে । তবে, আমরা এগুলির মোকাবিলা করব ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এদিকে, গতরাতে ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে এক BJP কর্মীর মৃত্যু হয় । ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । তা নিয়ে দিলীপবাবু বলেন, "যত ভোট হচ্ছে তত হিংসার মাত্রা বাড়ছে । যেখানেই হারের মুখে দাঁড়িয়ে রয়েছে সেখানেই তৃণমূল কংগ্রেস হিংসার আশ্রয় নিচ্ছে । "

ঘাটাল, 12 মে : "ভারতীকে পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে । মারার চেষ্টা করা হচ্ছে । দু'বার গাড়ি ভাঙচুর করা হয়েছে । " ভারতী ঘোষের গাড়িতে ভাঙচুরের পর একথা বলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষ ।

কেশপুরের দোগাছিয়াতে ভারতী ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় । মাথা ফেটে জখম হন এক নিরাপত্তাকর্মী । অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এর প্রেক্ষিতে দিলীপবাবু বলেন, "এদের (তৃণমূল কংগ্রেস) কাছে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে কোনও উপায় নেই । তাই অনৈতিকভাবে লড়াই করছে । "

ষষ্ঠ দফার ভোট কেমন চলছে ? সে প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "কয়েকটি বুথে গন্ডগোল হয়েছে । কয়েকটি বুথ থেকে EVM বিকলের খবর পাওয়া গেছে । এক জায়গায় আমাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি । গতরাতে ভোটারদের ভয় দেখানো হয়েছে । তবে, আমরা এগুলির মোকাবিলা করব ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এদিকে, গতরাতে ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে এক BJP কর্মীর মৃত্যু হয় । ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । তা নিয়ে দিলীপবাবু বলেন, "যত ভোট হচ্ছে তত হিংসার মাত্রা বাড়ছে । যেখানেই হারের মুখে দাঁড়িয়ে রয়েছে সেখানেই তৃণমূল কংগ্রেস হিংসার আশ্রয় নিচ্ছে । "

বিজেপি তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত নারায়ণগড়,মারামারিতে আহত দুই দলের প্রায় ২০ জন কর্মী সমর্থক l ষষ্ঠ দফার নির্বাচনে রবিবার।তার আগেই ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নারায়ণগড়।বেলদা থানার অন্তর্গত রাজনৈতিক সংঘর্ষের পর শুক্রবার বিকালে নারায়ণগড় থানার অন্তর্গত গনুয়া গ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত দুই দলের কর্মী সমর্থক।জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা নাগাদ নারায়ণগড় থানার অন্তর্গত গনুয়া গ্রামে প্রচার চালাচ্ছিলেন দুই দলের কর্মী-সমর্থকরা।সেই প্রচার মিছিল থেকে দু'দলের বচসা শুরু হয়।যদিও বিজেপির অভিযোগ-"কুষবসান 15 নং অঞ্চলের গনুয়াতে জোরপূর্বক ভাবে বিজেপির ভোটারদের ভোটার পরিচয় পত্র ছাড়িয়ে নেয় তৃণমূল।তার ফলে প্রতিবাদ করতে গেলে তীর ছোঁড়ে এমনকি ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায় বিজেপির উপর।তীর এবং ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয় বিজেপি দলের প্রায় 15 জন কর্মী-সমর্থক।কৃষ্ণেন্দু বাগ নামে এক বিজেপি কর্মী তিরবিদ্ধ হয়।"তাদেরকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে আনা হয় একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।অপরদিকে তৃণমূলের অভিযোগ-"দুইদলই প্রচার করছিল গনুয়াতে।আচমকাই বিজেপির কয়েকজন কর্মী সমর্থক লাঠি রড নিয়ে আক্রমণ চালায় তাদের উপর।৭ জন তৃণমূল কর্মী আহত হয়েছে,তাদের একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় l নারায়ণগড় থানায় দুই দলের পক্ষ থেকে মৌখিক অভিযোগ জানানো হয়েছে।চিকিৎসার পর লিখিত অভিযোগ জানানো হবে।তবে পুলিশি নিষ্ক্রিয়তার প্রশ্ন তুলছে বিজেপি দল।একদিনের ব্যবধানে নারায়ণগড়ের দুই জায়গায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে রাজনৈতিক সমালোচনা সৃষ্টি হয়েছে l
Last Updated : May 12, 2019, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.