ETV Bharat / briefs

শুটিং, তীরন্দাজী দিয়ে ক্রীড়া মরশুম শুরু করতে চায় রাজ্য - শুট্যিং

মরশুম শুরু করার ব্যাপারে কোনও তাড়াহুড়ো করতে চায় না রাজ্য সরকার। ইতিমধ্যে ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছেন ক্রীড়ামন্ত্রী। সেখানেও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তের কথা বলা হয়েছিল । আগামী মাসে ফের অবস্থা পর্যালোচনার জন্য বসবেন তিনি ।

Image
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস
author img

By

Published : Jun 26, 2020, 12:11 AM IST

কলকাতা , 25 জুন : অন্যান্য বছর এই সময় খেলাধূলায় ভরা মরশুমথাকে । কিন্তু এবার পরিস্থিতি আলাদা । সময় গড়িয়ে চললেও খেলা শুরু হওয়ার লক্ষণ নেই। ক্রীড়া সংস্থা ও ক্রীড়াবিদরা তাই এই বছরের খেলাধূলার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

ইস্টবেঙ্গল ক্লাবেরঅনুষ্ঠানে এসে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন তারা মরশুম শুরু করারব্যাপারে কোনও তাড়াহুড়ো করতে চান না। ইতিমধ্যে ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে বৈঠককরেছেন। সেখানেও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তের কথা বলা হয়েছিল । আগামী মাসে ফেরঅবস্থা পর্যালোচনার জন্য বসবেন । পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে সিদ্ধান্ত ।

রাজ্য সরকার 31 জুলাই পর্যন্ত লকডাউন বাড়িয়েছে। অর্থাৎবিধিনিষেধ আরও জোরালো হবে । অরূপ বিশ্বাস বলছেন সোশাল ডিসট্যান্সিং মানতেই হবে।কিন্তু বেশিরভাগ খেলাতেই সোশাল ডিসট্যান্সিং মানা সম্ভব নয় । তাই পরিস্থিতি দেখেখেলা শুরু করার কথা ভাবতেই হচ্ছে ।

মুখ্যমন্ত্রী টেনিসএবং গলফ খেলা শুরু করার সবুজ সংকেত দিয়েছিলেন। কিন্তু বিশ্বের একনম্বর টেনিস তারকাকোরোনা ভাইরাস আক্রান্ত । যা নিয়ে চাপানউতর চলছে । পরোক্ষভাবে সেই উদাহরণ টেনেক্রীড়ামন্ত্রী বলেছেন ইমিউনিটি থাকলেই কোরোনা এড়ানো যাবে এই তত্ত্ব কার্যত ভুল ।বরং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নির্দেশিকার দিকে তাকিয়ে তিনি। ফলে মরশুমশুরু হওয়ার প্রশ্নে শুধুই অপেক্ষার কথা বলছেন অরূপ বিশ্বাস ।


আপাতভাবে ঠিক করাহয়েছে, শুটিং এবং তীরন্দাজীকে দিয়ে বাংলার ক্রীড়াক্ষেত্রে আনলক পর্ব শুরু হবে । কারণ দুটো খেলাতেই খেলোয়াড়দের সংস্পর্শে আসারবিষয়টি থাকে না। তারপর পরিস্থিতি দেখে এগোনোর ভাবনা। তাই কলকাতা ময়দানে বল গড়ানোএখনও বিশ বাঁও জলে ।

শুটিং, তীরন্দাজী দিয়ে ক্রীড়া মরশুম শুরু করতে চায়রাজ্য

কলকাতা , 25 জুন : অন্যান্য বছর এই সময় খেলাধূলায় ভরা মরশুমথাকে । কিন্তু এবার পরিস্থিতি আলাদা । সময় গড়িয়ে চললেও খেলা শুরু হওয়ার লক্ষণ নেই। ক্রীড়া সংস্থা ও ক্রীড়াবিদরা তাই এই বছরের খেলাধূলার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

ইস্টবেঙ্গল ক্লাবেরঅনুষ্ঠানে এসে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন তারা মরশুম শুরু করারব্যাপারে কোনও তাড়াহুড়ো করতে চান না। ইতিমধ্যে ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে বৈঠককরেছেন। সেখানেও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তের কথা বলা হয়েছিল । আগামী মাসে ফেরঅবস্থা পর্যালোচনার জন্য বসবেন । পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে সিদ্ধান্ত ।

রাজ্য সরকার 31 জুলাই পর্যন্ত লকডাউন বাড়িয়েছে। অর্থাৎবিধিনিষেধ আরও জোরালো হবে । অরূপ বিশ্বাস বলছেন সোশাল ডিসট্যান্সিং মানতেই হবে।কিন্তু বেশিরভাগ খেলাতেই সোশাল ডিসট্যান্সিং মানা সম্ভব নয় । তাই পরিস্থিতি দেখেখেলা শুরু করার কথা ভাবতেই হচ্ছে ।

মুখ্যমন্ত্রী টেনিসএবং গলফ খেলা শুরু করার সবুজ সংকেত দিয়েছিলেন। কিন্তু বিশ্বের একনম্বর টেনিস তারকাকোরোনা ভাইরাস আক্রান্ত । যা নিয়ে চাপানউতর চলছে । পরোক্ষভাবে সেই উদাহরণ টেনেক্রীড়ামন্ত্রী বলেছেন ইমিউনিটি থাকলেই কোরোনা এড়ানো যাবে এই তত্ত্ব কার্যত ভুল ।বরং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নির্দেশিকার দিকে তাকিয়ে তিনি। ফলে মরশুমশুরু হওয়ার প্রশ্নে শুধুই অপেক্ষার কথা বলছেন অরূপ বিশ্বাস ।


আপাতভাবে ঠিক করাহয়েছে, শুটিং এবং তীরন্দাজীকে দিয়ে বাংলার ক্রীড়াক্ষেত্রে আনলক পর্ব শুরু হবে । কারণ দুটো খেলাতেই খেলোয়াড়দের সংস্পর্শে আসারবিষয়টি থাকে না। তারপর পরিস্থিতি দেখে এগোনোর ভাবনা। তাই কলকাতা ময়দানে বল গড়ানোএখনও বিশ বাঁও জলে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.