কালিগঞ্জ, 29 ফেব্রুয়ারি : ভোট দিতে এসে ভোটকেন্দ্রের মধ্য়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মহিলার৷ নাম সালেমা শেখ(56)৷ ঘটনাটি কালিগঞ্জ বিধানসভার 80/224 নম্বর বুথের ৷
আজ সকাল 10টা নাগাদ নদিয়ার কালিগঞ্জের 80/224 নম্বর বুথে ভোট দিতে আসেন সালেমা শেখ৷ ভোট দেওয়ার পর তিনি অসুস্থ বোধ করেন৷ বুথ অফিসারদের বলেন মাথায় জল দিতে৷ জল দেওয়া হলে মাটিতে পড়ে যান ৷ বুথ অফিসাররা সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে স্থানীয় হাসপাতালে যান৷ সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷