ETV Bharat / briefs

রাজীবের আবেদন শুনল না সুপ্রিম কোর্ট - Mamata banerjee

গ্রেপ্তারি এড়াতে মরিয়া রাজীবের আবেদন শুনতে চাইল না সুপ্রিম কোর্ট ।

রাজীব কুমার
author img

By

Published : May 24, 2019, 12:50 PM IST

Updated : May 24, 2019, 2:18 PM IST

দিল্লি, 24 মে : আরও কয়েকদিনের রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রাজীব কুমার। কিন্তু, তাঁর সেই আবেদন শুনল না শীর্ষ আদালত। তাঁকে কলকাতা হাইকোর্ট বা ট্রায়াল কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।

আজ সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, "আপনি (রাজীব কুমার) কলকাতা হাইকোর্ট বা ট্রায়াল কোর্টে যেতে পারেন । সেখানে এখন (রাজ্যের আদালতে) কোনও ছুটি নেই । "

2012-13 সালে সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI ।

এরপর সুপ্রিম কোর্টে রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে একাধিকবার সমনও পাঠায় তারা । তা এড়িয়ে যান রাজীব । তারপর জিজ্ঞাসাবাদের জন্য 3 ফেব্রুয়ারি CBI-এর একটি দল রাজীব কুমারের বাসভবনে যায় । সেখানে কলকাতা পুলিশের বাধার মুখে পড়ে তারা। তা নিয়ে শুরু হয় বিতর্ক । যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ তুলে মেট্রো চ্যানেলে ধরনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে দেখা গিয়েছিল রাজীব কুমারকেও।

এরপর ফের সুপ্রিম কোর্টে যায় CBI। রাজীব কুমারকে CBI-এর সঙ্গে সহযোগিতার নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ । একইসঙ্গে তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে রক্ষাকবচও দেওয়া হয়। এরপর শিলংয়ে পাঁচদিন জেরা করা হয় রাজীব কুমারকে । 17 মে তাদের দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় শীর্ষ আদালত । তবে 24 মে পর্যন্ত রাজীব কুমারকে কোনওভাবে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়। এই সময়ের মধ্যে রাজীব কুমার আইনি সাহায্য নিতে পারবেন । কিন্তু, আইনজীবীদের কর্মবিরতির কারণে আদালতে আগাম জামিনের আবেদন জানাতে পারেননি তিনি। ফের যান শীর্ষ আদালতে । আবেদনের সময় বলেন, আইনজীবীদের কর্মবিরতির কারণে রাজ্যের আদালতগুলিতে কাজ হচ্ছে না । কিন্তু, অবকাশকালীন বেঞ্চ জরুরি ভিত্তিতে সেই আবেদন শুনতে চায়নি ।

গতকাল শীর্ষ আদালতে ফের আবেদন করেন রাজীব কুমার। কিন্তু, সেই আবেদন শুনতে চায়নি আদালত ।

দিল্লি, 24 মে : আরও কয়েকদিনের রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রাজীব কুমার। কিন্তু, তাঁর সেই আবেদন শুনল না শীর্ষ আদালত। তাঁকে কলকাতা হাইকোর্ট বা ট্রায়াল কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।

আজ সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, "আপনি (রাজীব কুমার) কলকাতা হাইকোর্ট বা ট্রায়াল কোর্টে যেতে পারেন । সেখানে এখন (রাজ্যের আদালতে) কোনও ছুটি নেই । "

2012-13 সালে সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI ।

এরপর সুপ্রিম কোর্টে রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে একাধিকবার সমনও পাঠায় তারা । তা এড়িয়ে যান রাজীব । তারপর জিজ্ঞাসাবাদের জন্য 3 ফেব্রুয়ারি CBI-এর একটি দল রাজীব কুমারের বাসভবনে যায় । সেখানে কলকাতা পুলিশের বাধার মুখে পড়ে তারা। তা নিয়ে শুরু হয় বিতর্ক । যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ তুলে মেট্রো চ্যানেলে ধরনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে দেখা গিয়েছিল রাজীব কুমারকেও।

এরপর ফের সুপ্রিম কোর্টে যায় CBI। রাজীব কুমারকে CBI-এর সঙ্গে সহযোগিতার নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ । একইসঙ্গে তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে রক্ষাকবচও দেওয়া হয়। এরপর শিলংয়ে পাঁচদিন জেরা করা হয় রাজীব কুমারকে । 17 মে তাদের দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় শীর্ষ আদালত । তবে 24 মে পর্যন্ত রাজীব কুমারকে কোনওভাবে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়। এই সময়ের মধ্যে রাজীব কুমার আইনি সাহায্য নিতে পারবেন । কিন্তু, আইনজীবীদের কর্মবিরতির কারণে আদালতে আগাম জামিনের আবেদন জানাতে পারেননি তিনি। ফের যান শীর্ষ আদালতে । আবেদনের সময় বলেন, আইনজীবীদের কর্মবিরতির কারণে রাজ্যের আদালতগুলিতে কাজ হচ্ছে না । কিন্তু, অবকাশকালীন বেঞ্চ জরুরি ভিত্তিতে সেই আবেদন শুনতে চায়নি ।

গতকাল শীর্ষ আদালতে ফের আবেদন করেন রাজীব কুমার। কিন্তু, সেই আবেদন শুনতে চায়নি আদালত ।

Bengaluru (Karnataka), May 23 (ANI): Actor Prakash Raj, who is contesting as an independent candidate from Bengaluru Central Lok Sabha constituency, on Thursday dismissed the exit polls, which projected a comfortable majority for the BJP-led NDA in the general elections, saying it was 'totally bloated'. "I think that the exit polls are totally bloated because I personally have travelled and been in touch with the people. The disillusionment of the people on the NDA's performance will be the result," he told ANI. Raj claimed that the ensuing Lok Sabha elections will throw up a hung Parliament, as BJP will not be able to gain a majority. Talking about his electoral prospects, the actor said, "As far as my candidature is concerned, I started very late. I announced my candidature in January and campaigned in the last three months. I worked with an ideology with a thought process that citizen's voice is important."

Last Updated : May 24, 2019, 2:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.