ETV Bharat / briefs

গ্রাম থেকে শহরে এসে মানাতে পারল না মেধাবী ছাত্র ! নিখোঁজ সেন্ট জ়েভিয়ার্সের পড়ুয়া - Singure

সেন্ট জ়েভিয়ার্স কলেজ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ফিজ়িক্স অনার্সের প্রথম বর্ষের ছাত্র ।

কলেজ
author img

By

Published : Aug 2, 2019, 9:23 PM IST

Updated : Aug 2, 2019, 10:51 PM IST

কলকাতা , 2 অগাস্ট : সেন্ট জ়েভিয়ার্স কলেজ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ফিজ়িক্স অনার্সের প্রথম বর্ষের ছাত্র । তার নাম ঋষিক কোলে (18) । এবার উচ্চমাধ্যমিকে ভালো ফল করেছে সে । সেই সুবাদেই সুযোগ পায় সেন্ট জ়েভিয়ার্স কলেজে । কিন্তু গতকাল থেকে কোন খোঁজ নেই তার । ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ।

আরও পড়ুন : টিকটকে ভিডিয়ো শেয়ার করতে নদীতে ঝাঁপ !

দিন কয়েক আগেই সিঙ্গুরের অপূর্বপুর গ্রাম থেকে কলকাতায় আসেন ঋষিক । অঙ্কের ভালো ছাত্র হিসেবে সুনাম আছে তার । মঙ্গল ও বুধবার কলেজের মোট চারটি ক্লাস করে সে । এরপরই গতকাল সকালে হোস্টেল থেকে বালতি কিনতে যাচ্ছি বলে বেরিয়ে যায় । হস্টেলের রুম মেটকে বলে, মল্লিকবাজার থেকে বালতি কিনে হস্টেলে রেখে তারপর কলেজে যাবে । কিন্তু আর ফেরেনি । প্রথমে তার রুমমেটই বিষয়টি জানায় হস্টেল কর্তৃপক্ষকে । পরে খবর যায় পুলিশে । তদন্তে নামে পুলিশ । CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিশ বুঝতে পারে ব্যাগ নিয়ে কলেজের উলটো দিকে রাস্তায় হেঁটে বেরিয়ে যাচ্ছে ঋষিক । তার মোবাইল ফোন বন্ধ । পুলিশ তার শেষ টাওয়ার লোকেশন পেয়েছে বেকবাগানে ।

তদন্তে নেমে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার রুমমেট ও সহপাঠীদের । তারা পুলিশকে জানায়, নিজের সমস্যার কথা তাদের বলেছিল ঋষিক । আসলে এমন সমস্যা ভীষণভাবেই পরিচিত । অনেকের ক্ষেত্রেই এই সমস্যা হয় । তার জেরে অনেক সময়ই অনেকে তিলে তিলে শেষ হয়ে গেছে । গ্রাম থেকে শহরে এসে ঠিকভাবে মানিয়ে নিতে পারছিল না ঋষিক । তার গ্রামের স্কুলে বাংলাতেই চলত পড়াশোনা । কলেজে সবটাই পালটে যায় । যোগাযোগের মাধ্যমটাও হয়ে পড়ে হিন্দি এবং ইংরেজি । সঙ্গে সহপাঠীদের চলন-বলন আদব-কায়দাও একেবারে অন্যরকম । আর সেটাই সমস্যা হচ্ছিল তার । তবে কি সেই কারণেই পালিয়ে গেলে সে ? আজ কলকাতা গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মার কাছে এসেছিলেন ঋষিকের বাবা । একটাই আর্জি নিয়ে । যেভাবেই হোক খুঁজে দিন ছেলেকে ।

কলকাতা , 2 অগাস্ট : সেন্ট জ়েভিয়ার্স কলেজ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ফিজ়িক্স অনার্সের প্রথম বর্ষের ছাত্র । তার নাম ঋষিক কোলে (18) । এবার উচ্চমাধ্যমিকে ভালো ফল করেছে সে । সেই সুবাদেই সুযোগ পায় সেন্ট জ়েভিয়ার্স কলেজে । কিন্তু গতকাল থেকে কোন খোঁজ নেই তার । ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ।

আরও পড়ুন : টিকটকে ভিডিয়ো শেয়ার করতে নদীতে ঝাঁপ !

দিন কয়েক আগেই সিঙ্গুরের অপূর্বপুর গ্রাম থেকে কলকাতায় আসেন ঋষিক । অঙ্কের ভালো ছাত্র হিসেবে সুনাম আছে তার । মঙ্গল ও বুধবার কলেজের মোট চারটি ক্লাস করে সে । এরপরই গতকাল সকালে হোস্টেল থেকে বালতি কিনতে যাচ্ছি বলে বেরিয়ে যায় । হস্টেলের রুম মেটকে বলে, মল্লিকবাজার থেকে বালতি কিনে হস্টেলে রেখে তারপর কলেজে যাবে । কিন্তু আর ফেরেনি । প্রথমে তার রুমমেটই বিষয়টি জানায় হস্টেল কর্তৃপক্ষকে । পরে খবর যায় পুলিশে । তদন্তে নামে পুলিশ । CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিশ বুঝতে পারে ব্যাগ নিয়ে কলেজের উলটো দিকে রাস্তায় হেঁটে বেরিয়ে যাচ্ছে ঋষিক । তার মোবাইল ফোন বন্ধ । পুলিশ তার শেষ টাওয়ার লোকেশন পেয়েছে বেকবাগানে ।

তদন্তে নেমে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার রুমমেট ও সহপাঠীদের । তারা পুলিশকে জানায়, নিজের সমস্যার কথা তাদের বলেছিল ঋষিক । আসলে এমন সমস্যা ভীষণভাবেই পরিচিত । অনেকের ক্ষেত্রেই এই সমস্যা হয় । তার জেরে অনেক সময়ই অনেকে তিলে তিলে শেষ হয়ে গেছে । গ্রাম থেকে শহরে এসে ঠিকভাবে মানিয়ে নিতে পারছিল না ঋষিক । তার গ্রামের স্কুলে বাংলাতেই চলত পড়াশোনা । কলেজে সবটাই পালটে যায় । যোগাযোগের মাধ্যমটাও হয়ে পড়ে হিন্দি এবং ইংরেজি । সঙ্গে সহপাঠীদের চলন-বলন আদব-কায়দাও একেবারে অন্যরকম । আর সেটাই সমস্যা হচ্ছিল তার । তবে কি সেই কারণেই পালিয়ে গেলে সে ? আজ কলকাতা গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মার কাছে এসেছিলেন ঋষিকের বাবা । একটাই আর্জি নিয়ে । যেভাবেই হোক খুঁজে দিন ছেলেকে ।

Intro:কলকাতা, ২ অগাস্ট: সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ফিজিক্স অনার্স প্রথম বর্ষের ছাত্র। মেধাবী ওই ছাত্রের নাম ঋষি কোলে। এবার উচ্চমাধ্যমিকে অত্যন্ত ভালো ফল করেছেন তিনি। সেই সুবাদেই সুযোগ পান সেন্ট জেভিয়ার্স কলেজে। কিন্তু গতকাল থেকে কোন খোঁজ নেই তার। ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।Body:দিন কয়েক আগেই সিঙ্গুরের অপূর্বপুর গ্রাম থেকে কলকাতায় আসেন ঋষি। অংকের ভালো ছাত্র হিসেবে সুনাম আছে তার। মঙ্গল এবং বুধবার কলেজের মোট ৪ টি ক্লাস করেন তিনি। এরপর গতকাল সকালে হোস্টেল থেকে বালতি কিনতে যাচ্ছেন বলে বেরিয়ে যান। হোস্টেলের রুমমেটকে বলে যান, মল্লিক বাজার থেকে বালতি কিনে হস্টেলে রেখে তারপর কলেজে যাবেন। কিন্তু আর ফেরেননি ঋষি। প্রথমে তার রুমমেটই বিষয়টি জানায় হস্টেল কর্তৃপক্ষকে। পরে খবর যায় পুলিশে। তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ বুঝতে পারে একটি ব্যাগ নিয়ে কলেজের উল্টো দিকে রাস্তায় হেঁটে বেরিয়ে যাচ্ছেন ঋষি। তার মোবাইল ফোন বন্ধ। পুলিশ তার শেষ টাওয়ার লোকেশন পেয়েছে বেকবাগান।
Conclusion:তদন্তে নেমে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার রুমমেট এবং সহপাঠীদের। তারা পুলিশকে জানায়, নিজের এক সমস্যার কথা বলেছিল ঋষি। আসলে এমন সমস্যা ভীষণভাবেই পরিচিত। অনেকের ক্ষেত্রেই এই সমস্যা হয়। তার জেরে অনেক সময়ই তিলে তিলে শেষ হয়ে গেছে বহু সম্ভাবনা। গ্রাম থেকে শহরে এসে ঠিকভাবে মানিয়ে নিতে পারছিল না ঋষি। তার গ্রামের স্কুলে বাংলাতেই চলত পড়াশোনা। কলেজে সবটাই পাল্টে যায়। যোগাযোগের মাধ্যমটা হয়ে পড়ে হিন্দি এবং ইংরেজি। সঙ্গে সহপাঠীদের চলন-বলন আদব-কায়দাও একেবারে অন্যরকম। আর সেটাই সমস্যা হচ্ছিল ঋষির। তবে কি সেই কারণেই পালিয়ে গেলেন তিনি? আজ কলকাতা গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মার কাছে এসেছিলেন ঋষির বাবা। একটাই আর্জি নিয়ে। যেভাবেই হোক খুঁজে দিন ছেলেকে।
Last Updated : Aug 2, 2019, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.