ETV Bharat / briefs

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি মুখ্যসচিবের - Principal Secretary

রাজ্যকে আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার বার্তা দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক । এর জবাবে মুখ্যসচিব চিঠি লেখে দাবি করেন, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।

ছবি
author img

By

Published : Jun 10, 2019, 5:44 AM IST

Updated : Jun 10, 2019, 7:14 AM IST

কলকাতা, 10 জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । প্রতিটি হিংসার ঘটনায় দৃঢ় ও উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে । স্বরাষ্ট্রমন্ত্রককে একথা জানিয়ে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মলয় দে ।

শনিবার সন্দেশখালির ন্যাজাটে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের । তার মধ্যে একজন তৃণমূল কংগ্রেস কর্মী ও দু'জন BJP কর্মী । তা নিয়ে BJP-তৃণমূল চাপানউতোর শুরু হয়েছে । দাবি-পালটা দাবি, দোষারোপ-পালটা দোষারোপে উত্তপ্ত হয়েছে রাজ্য-রাজনীতি । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট পাঠান BJP নেতা মুকুল রায় । এরপর সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যাডভাইজ়ারি নোট পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক । রাজ্যকে আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হয় । স্বরাষ্ট্রমন্ত্রক বলে, "গত কয়েক সপ্তাহে বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনায় স্পষ্ট যে , আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যর্থ ।"

গতকালই রাজ্যর তরফে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠান মুখ্যসচিব । চিঠিতে তিনি লেখেন, "দুষ্কৃতীদের মদতে রাজ্যে নির্বাচন পরবর্তী কয়েকটি বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে । কোনও বিলম্ব ছাড়াই প্রতিটি ঘটনায় প্রশাসন দৃঢ় ও উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে । " আইন-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের গাফিলতির বিষয়টিও অস্বীকার করেন রাজ্যের মুখ্যসচিব । তিনি লেখেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । কোনও পরিস্থিতিতেই এটা ব্যাখ্যা করা যায় না যে, আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যর্থ । "

এই সংক্রান্ত আরও খবর : তপ্ত সন্দেশখালি, কেন্দ্র-রাজ্যে ফের চাপানউতোর !

যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের অ্যাডভাইজ়ারি নোটকে রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করেছে শাসকদল তৃণমূল । তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন , "তারা কেন বাংলার মতো শান্তিপূর্ণ রাজ্যে অ্যাডভাইজ়ারি নোট পাঠাচ্ছে ? উত্তরপ্রদেশ, গুজরাতে পাঠানো হচ্ছে না কেন ? এটা মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা ও সরকারের বিরুদ্ধে চক্রান্ত । "

এই সংক্রান্ত আরও খবর : দেহ আনা গেল না কলকাতায়, সন্দেশখালিতেই সৎকার

কলকাতা, 10 জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । প্রতিটি হিংসার ঘটনায় দৃঢ় ও উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে । স্বরাষ্ট্রমন্ত্রককে একথা জানিয়ে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মলয় দে ।

শনিবার সন্দেশখালির ন্যাজাটে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের । তার মধ্যে একজন তৃণমূল কংগ্রেস কর্মী ও দু'জন BJP কর্মী । তা নিয়ে BJP-তৃণমূল চাপানউতোর শুরু হয়েছে । দাবি-পালটা দাবি, দোষারোপ-পালটা দোষারোপে উত্তপ্ত হয়েছে রাজ্য-রাজনীতি । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট পাঠান BJP নেতা মুকুল রায় । এরপর সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যাডভাইজ়ারি নোট পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক । রাজ্যকে আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হয় । স্বরাষ্ট্রমন্ত্রক বলে, "গত কয়েক সপ্তাহে বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনায় স্পষ্ট যে , আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যর্থ ।"

গতকালই রাজ্যর তরফে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠান মুখ্যসচিব । চিঠিতে তিনি লেখেন, "দুষ্কৃতীদের মদতে রাজ্যে নির্বাচন পরবর্তী কয়েকটি বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে । কোনও বিলম্ব ছাড়াই প্রতিটি ঘটনায় প্রশাসন দৃঢ় ও উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে । " আইন-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের গাফিলতির বিষয়টিও অস্বীকার করেন রাজ্যের মুখ্যসচিব । তিনি লেখেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । কোনও পরিস্থিতিতেই এটা ব্যাখ্যা করা যায় না যে, আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যর্থ । "

এই সংক্রান্ত আরও খবর : তপ্ত সন্দেশখালি, কেন্দ্র-রাজ্যে ফের চাপানউতোর !

যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের অ্যাডভাইজ়ারি নোটকে রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করেছে শাসকদল তৃণমূল । তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন , "তারা কেন বাংলার মতো শান্তিপূর্ণ রাজ্যে অ্যাডভাইজ়ারি নোট পাঠাচ্ছে ? উত্তরপ্রদেশ, গুজরাতে পাঠানো হচ্ছে না কেন ? এটা মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা ও সরকারের বিরুদ্ধে চক্রান্ত । "

এই সংক্রান্ত আরও খবর : দেহ আনা গেল না কলকাতায়, সন্দেশখালিতেই সৎকার


New Delhi, May 01 (ANI): A new study led by the International Food Policy Research Institute (IFPRI) in Washington shows that in addition to reducing the severity and number of extreme weather events, effective climate change mitigation efforts would lower fossil fuel prices. Thus, the findings suggest reducing greenhouse gas emissions could have long-term economic benefits in low-income countries.Study claimed that the successful global efforts to significantly limit greenhouse gas emissions would likely increase the Gross Domestic Product (GDP) growth of poorer countries over the next 30 years.Study shows that beyond the benefits of reduced extreme weather in the long term, global mitigation efforts would also lower oil prices in the coming decades, resulting in a significant economic boon for poorer countries.
Last Updated : Jun 10, 2019, 7:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.