ETV Bharat / briefs

উত্তরপ্রদেশ ও কুমারগঞ্জের ঘটনায় দোষীদের শাস্তির দাবি, বালুরঘাটে নীরব সত্যাগ্রহ কংগ্রেসের - Congress

উত্তরপ্রদেশ, কুশমণ্ডি, কুমারগঞ্জের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বালুরঘাটে কংগ্রেসের নীরব সত্যাগ্রহ কর্মসূচি ।

Congress protest
Congress protest
author img

By

Published : Oct 6, 2020, 12:57 PM IST

বালুরঘাট, 6 অক্টোবর : হাথরস ও কুমারগঞ্জের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে গতকাল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের তরফে নীরব সত্যাগ্রহ কর্মসূচি পালন করা হয় । গতকাল সকালে বালুরঘাট আর্য সমিতি এলাকায় গান্ধিমূর্তির পাদদেশে অবস্থানে বসে কংগ্রেসের জেলা নেতৃত্ব । দুপুর পর্যন্ত চলে কর্মসূচি ।

সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি গোপাল দেবের নেতৃত্বে অবস্থানে শামিল হন দলীয় নেতা-কর্মীরা ।

গোপালবাবু জানান, প্রদেশ কংগ্রেসের নির্দেশে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে এই নীরব সত্যাগ্রহ অবস্থান কর্মসূচি করা হয় । বলেন, "উত্তরপ্রদেশের সরকার ওই নৃশংস ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে । আমরা এর বিরোধিতা করছি । পাশাপাশি, কুশমণ্ডি, কুমারগঞ্জের নির্যাতিতারা যাতে দ্রুত ন্যায়-বিচার পান তার দাবি তুলেছি । "

অন্যদিকে গতকাল বিকেলে বালুরঘাট বাসস্ট্যান্ডে বালুরঘাট টাউন তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল । প্রতিবাদ সভায় হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস, জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর সুভাষ চাকি, বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল লাহাসহ অন্যরা ।

বালুরঘাট, 6 অক্টোবর : হাথরস ও কুমারগঞ্জের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে গতকাল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের তরফে নীরব সত্যাগ্রহ কর্মসূচি পালন করা হয় । গতকাল সকালে বালুরঘাট আর্য সমিতি এলাকায় গান্ধিমূর্তির পাদদেশে অবস্থানে বসে কংগ্রেসের জেলা নেতৃত্ব । দুপুর পর্যন্ত চলে কর্মসূচি ।

সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি গোপাল দেবের নেতৃত্বে অবস্থানে শামিল হন দলীয় নেতা-কর্মীরা ।

গোপালবাবু জানান, প্রদেশ কংগ্রেসের নির্দেশে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে এই নীরব সত্যাগ্রহ অবস্থান কর্মসূচি করা হয় । বলেন, "উত্তরপ্রদেশের সরকার ওই নৃশংস ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে । আমরা এর বিরোধিতা করছি । পাশাপাশি, কুশমণ্ডি, কুমারগঞ্জের নির্যাতিতারা যাতে দ্রুত ন্যায়-বিচার পান তার দাবি তুলেছি । "

অন্যদিকে গতকাল বিকেলে বালুরঘাট বাসস্ট্যান্ডে বালুরঘাট টাউন তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল । প্রতিবাদ সভায় হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস, জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর সুভাষ চাকি, বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল লাহাসহ অন্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.