ETV Bharat / briefs

বৈঠকে অনুপস্থিত আমলাকে শোকজ়ের ঘোষণা অশোকের, পালটা শোকজ় আমলার - Ashok Bhattacharya

শিলিগুড়ি পৌরনিগমের সচিব চিঠি দিলেন মেয়রকে । শিলিগুড়ি পৌরনিগমের জরুরি বৈঠকে সচিব না আসায় মেয়র অশোক ভট্টাচার্য তাঁকে শোকজ় করেছিলেন ।

সপ্তর্ষি নাগ
author img

By

Published : May 4, 2019, 11:34 PM IST

শিলিগুড়ি, 4 মে : শিলিগুড়ি পৌরনিগমের জরুরি বৈঠকে সচিব না আসায় তাকে শোকজ়ের হুমকি দিয়েছিলেন মেয়র অশোক ভট্টাচার্য । এইবার মিটিংয়ে তাঁকে ডাকার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে মেয়রকে পালটা চিঠি দিলেন ওই সচিব ।

29 এপ্রিল একটি প্রকল্পের ব্যাপারে বৈঠক ডাকেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য । সেখানে অনুপস্থিত ছিলেন পৌরনিগমের সচিব WBCS অফিসার সপ্তর্ষি নাগ । ছিলেন না দুই বোরো অফিসারও । তাঁরা অনুপস্থিত থাকায় তাঁদের শোকজ় করার কথা বলেছিলেন মেয়র । আজ উলটে মেয়রকেই চিঠি দিলেন সচিব সপ্তর্ষি নাগ । তাতে তিনি জানান, ভোট মিটে গেলেও নির্বাচনী আচরণবিধি এখনও জারি আছে । তাই ওই মিটিংয়ে তিনি যাননি । এই মিটিংটি কখনওই জরুরি বৈঠক ছিল বলে তিনি মনেও করেন না । তিনি জানান, নির্বাচনী আচরণবিধি চলাকালীন রাজ্য সরকারের এক অধিকারিককে এই ধরনের বৈঠকে ডাকতে পারেন না মেয়র ।

পাশাপাশি সপ্তর্ষি নাগ মেয়রকে লেখেন, পৌরনিগমের নানা অভ্যন্তরীণ সিদ্ধান্ত প্রতিনিয়ত সাংবাদিক বৈঠক করে প্রকাশ করছেন মেয়র । এতে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে । আজ এপ্রসঙ্গে সপ্তর্ষি নাগকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "শুনছি আমায় শোকজ় করবেন তিনি । পত্রপত্রিকায় তিনি এসব বললেও তা করার এক্তিয়ার ওর নেই । সচেতনভাবেই আচরণবিধি চলাকালীন বৈঠকে যাইনি ।"

এ প্রসঙ্গে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "ওই আমলা আমার অধস্তন আমলা । আমায় চিঠি দেওয়ার এক্তিয়ার তার আছে কি ? যা পদক্ষেপ নেওয়ার নিচ্ছি । দেখতে থাকুন ।"

শিলিগুড়ি, 4 মে : শিলিগুড়ি পৌরনিগমের জরুরি বৈঠকে সচিব না আসায় তাকে শোকজ়ের হুমকি দিয়েছিলেন মেয়র অশোক ভট্টাচার্য । এইবার মিটিংয়ে তাঁকে ডাকার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে মেয়রকে পালটা চিঠি দিলেন ওই সচিব ।

29 এপ্রিল একটি প্রকল্পের ব্যাপারে বৈঠক ডাকেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য । সেখানে অনুপস্থিত ছিলেন পৌরনিগমের সচিব WBCS অফিসার সপ্তর্ষি নাগ । ছিলেন না দুই বোরো অফিসারও । তাঁরা অনুপস্থিত থাকায় তাঁদের শোকজ় করার কথা বলেছিলেন মেয়র । আজ উলটে মেয়রকেই চিঠি দিলেন সচিব সপ্তর্ষি নাগ । তাতে তিনি জানান, ভোট মিটে গেলেও নির্বাচনী আচরণবিধি এখনও জারি আছে । তাই ওই মিটিংয়ে তিনি যাননি । এই মিটিংটি কখনওই জরুরি বৈঠক ছিল বলে তিনি মনেও করেন না । তিনি জানান, নির্বাচনী আচরণবিধি চলাকালীন রাজ্য সরকারের এক অধিকারিককে এই ধরনের বৈঠকে ডাকতে পারেন না মেয়র ।

পাশাপাশি সপ্তর্ষি নাগ মেয়রকে লেখেন, পৌরনিগমের নানা অভ্যন্তরীণ সিদ্ধান্ত প্রতিনিয়ত সাংবাদিক বৈঠক করে প্রকাশ করছেন মেয়র । এতে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে । আজ এপ্রসঙ্গে সপ্তর্ষি নাগকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "শুনছি আমায় শোকজ় করবেন তিনি । পত্রপত্রিকায় তিনি এসব বললেও তা করার এক্তিয়ার ওর নেই । সচেতনভাবেই আচরণবিধি চলাকালীন বৈঠকে যাইনি ।"

এ প্রসঙ্গে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "ওই আমলা আমার অধস্তন আমলা । আমায় চিঠি দেওয়ার এক্তিয়ার তার আছে কি ? যা পদক্ষেপ নেওয়ার নিচ্ছি । দেখতে থাকুন ।"

Intro:বৈঠকে অনুপস্থিত আমলাকে শোকজের ঘোষণা অশোকের, পাল্টা চিঠি আমলার

শিলিগুড়ি পৌরনিগমে জরুরী বৈঠকে সচিব না আসায় তাকে শোকজের হুমকি দিয়েছিলেন মেয়র অশোক ভট্টাচার্য। এবার ওই মিটিং এ সচিবকে ডাকার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে পাল্টা মেয়রকে চিঠি দিলেন সচিব।

সূত্রে খবর দিন কয়েক আগে, গত 29 এপ্রিল একটি প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক ডাকেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য। তাতে অনুপস্থিত ছিলেন পৌরনিগমের সচিব ডব্লিউবিসিএস অফিসার সপ্তর্ষি নাগ। ছিলেন না দুই বোরো অফিসার। এরা অনুপস্থিত থাকায় এদের শোকজ করার কথা বলেছিলেন মেয়র।

আজ পাল্টা হিসেবেই মেয়রকে চিঠি দেন সচিব সপ্তর্ষী নাগ। তাতে তিনি জানান ভোট মিটে গেলেও নির্বাচনী আচরণ বিধি এখনো জারি আছে। তাই ওই মিটিঙয়ে তিনি যান নি। এই মিটিংটি কখনোই জরুরি বৈঠক ছিল বলে তিনি মনেও করেন না। রাজ্য সরকারের এক অধিকারিককে আচরণবিধি চালু থাকাকালে কখনো এই ধরণের বৈঠকে ডাকতেও পারেন না মেয়র।

পাশাপাশি সপ্তর্ষি নাগ মেয়রকে উদ্দেশ্য করে লেখেন পৌরনিগমের নানা অভ্যন্তরীণ সিদ্ধান্ত প্রতিনিয়ত সাংবাদিক বৈঠক করে প্রকাশ করছেন মেয়র। এতে কাজের পরিবেশ বিনষ্ট হচ্ছে।

আজ এ প্রসঙ্গে সপ্তর্ষি নাগকে প্রশ্ন করা হলে তিনি বলেন শুনছি আমায় শোকজ করবেন তিনি। পত্রপত্রিকায় তিনি এসব বললেও তা করার এক্তিয়ার ওনার নেই। সচেতন ভাবেই আচরণবিধি চলাকালে বৈঠকে যাই নি।

এ প্রসঙ্গে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ওই আমলা আমার অধস্তন আমলা। আমায় চিঠি দেওয়ার এক্তিয়ার তার আছে কি? যা পদক্ষেপ নেওয়ার নিচ্ছি। দেখতে থাকুন।




Body:.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.