শিলিগুড়ি, 4 মে : শিলিগুড়ি পৌরনিগমের জরুরি বৈঠকে সচিব না আসায় তাকে শোকজ়ের হুমকি দিয়েছিলেন মেয়র অশোক ভট্টাচার্য । এইবার মিটিংয়ে তাঁকে ডাকার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে মেয়রকে পালটা চিঠি দিলেন ওই সচিব ।
29 এপ্রিল একটি প্রকল্পের ব্যাপারে বৈঠক ডাকেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য । সেখানে অনুপস্থিত ছিলেন পৌরনিগমের সচিব WBCS অফিসার সপ্তর্ষি নাগ । ছিলেন না দুই বোরো অফিসারও । তাঁরা অনুপস্থিত থাকায় তাঁদের শোকজ় করার কথা বলেছিলেন মেয়র । আজ উলটে মেয়রকেই চিঠি দিলেন সচিব সপ্তর্ষি নাগ । তাতে তিনি জানান, ভোট মিটে গেলেও নির্বাচনী আচরণবিধি এখনও জারি আছে । তাই ওই মিটিংয়ে তিনি যাননি । এই মিটিংটি কখনওই জরুরি বৈঠক ছিল বলে তিনি মনেও করেন না । তিনি জানান, নির্বাচনী আচরণবিধি চলাকালীন রাজ্য সরকারের এক অধিকারিককে এই ধরনের বৈঠকে ডাকতে পারেন না মেয়র ।
পাশাপাশি সপ্তর্ষি নাগ মেয়রকে লেখেন, পৌরনিগমের নানা অভ্যন্তরীণ সিদ্ধান্ত প্রতিনিয়ত সাংবাদিক বৈঠক করে প্রকাশ করছেন মেয়র । এতে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে । আজ এপ্রসঙ্গে সপ্তর্ষি নাগকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "শুনছি আমায় শোকজ় করবেন তিনি । পত্রপত্রিকায় তিনি এসব বললেও তা করার এক্তিয়ার ওর নেই । সচেতনভাবেই আচরণবিধি চলাকালীন বৈঠকে যাইনি ।"
এ প্রসঙ্গে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "ওই আমলা আমার অধস্তন আমলা । আমায় চিঠি দেওয়ার এক্তিয়ার তার আছে কি ? যা পদক্ষেপ নেওয়ার নিচ্ছি । দেখতে থাকুন ।"