ETV Bharat / briefs

চিকিৎসা পরিষেবায় অচলাবস্থা কাটাতে নবান্নে সচিব পর্যায়ের জরুরি বৈঠক - doctors aggitation

আজ নবান্নে মুখ্যসচিব মলয় দে ও স্বাস্থ্যসচিব রাজীব সিনহা বৈঠক করলেন । সূত্রের খবর, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কীভাবে স্বাভাবিক করা যায় বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে ।

স্বাস্থ্যে অচলাবস্থা কাটাতে নবান্নে সচিব পর্যায়ের জরুরি বৈঠক
author img

By

Published : Jun 13, 2019, 8:14 PM IST

Updated : Jun 13, 2019, 8:43 PM IST

কলকাতা, 13 জুন : রাজ্যের মুখ্যসচিব মলয় দে ও স্বাস্থ্যসচিব রাজীব সিনহা আজ নবান্নে বৈঠক করলেন । এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরাও । জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে রাজ্যজুড়ে হাসপাতালগুলির অচলাবস্থা কাটাতেই এই বৈঠক ডাকা হয় বলে জানা গেছে । এই বৈঠকে স্বাস্থ্য পরিষেবা কীভাবে স্বাভাবিক করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালে যান । সেখান থেকে তিনি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন । কিন্তু তাতে পরিস্থিতি পালটায়নি । এরপর মুখ্যমন্ত্রী রাজ্যের সিনিয়র ডাক্তার ও অধ্যাপকদের চিঠি দিয়ে পরিষেবা স্বাভাবিক করার আবেদন জানান । কিন্তু তাতেও কোনও লাভ হয়নি । তাই রাজ্যের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করতে আজ মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব বৈঠক করেন ।

যদিও বৈঠকের বিষয় নিয়ে দুই প্রশাসনিক কর্তাই মুখ খুলতে চাননি । তবে সূত্রের খবর, পরিস্থিতি স্বাভাবিক করতে মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব এই বৈঠক করেছেন ।

কলকাতা, 13 জুন : রাজ্যের মুখ্যসচিব মলয় দে ও স্বাস্থ্যসচিব রাজীব সিনহা আজ নবান্নে বৈঠক করলেন । এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরাও । জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে রাজ্যজুড়ে হাসপাতালগুলির অচলাবস্থা কাটাতেই এই বৈঠক ডাকা হয় বলে জানা গেছে । এই বৈঠকে স্বাস্থ্য পরিষেবা কীভাবে স্বাভাবিক করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালে যান । সেখান থেকে তিনি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন । কিন্তু তাতে পরিস্থিতি পালটায়নি । এরপর মুখ্যমন্ত্রী রাজ্যের সিনিয়র ডাক্তার ও অধ্যাপকদের চিঠি দিয়ে পরিষেবা স্বাভাবিক করার আবেদন জানান । কিন্তু তাতেও কোনও লাভ হয়নি । তাই রাজ্যের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করতে আজ মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব বৈঠক করেন ।

যদিও বৈঠকের বিষয় নিয়ে দুই প্রশাসনিক কর্তাই মুখ খুলতে চাননি । তবে সূত্রের খবর, পরিস্থিতি স্বাভাবিক করতে মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব এই বৈঠক করেছেন ।

Intro:
হাসপাতালের অচলাবস্থা কাটাতে নবান্নে জরুরি বৈঠকে মুখ‍্যসচিব - স্বাস্থ্য সচিব

কলকাতা, ১৩ : রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে চলা অচলাবস্থা কাটাতে মুখ্যসচিব মলয় দে আজ নবান্নে স্বাস্থ্য সচিব রাজীভ সিনহা ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। চিকিৎসা পরিষেবা দ্রুত কীভাবে স্বাভাবিক করা যাবে তা নিয়ে আলোচনা করেন মুখ‍্য সচিব এবং স্বাস্থ্য সচিব।

Body:

রাজ্যের চিকিৎসা পরিষেবার অচলাবস্থা তুলতে দুপুরে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয় না। এর পর মুখ্যমন্ত্রী রাজ্যের প্রবীন চিকিৎসক ও অধ্যাপকদেরও চিঠি দিয়েছেন। কিন্তু তাতেও কোনও কাজ হয়না। পরিস্থিতি মোকাবিলা করতে বিকেলে নবান্নে জরুরি বৈঠক করেন মুখ‍্যসচিব এবং স্বাস্থ্য সচিব। যদিও বৈঠকের বিষয় নিয়ে বাইরে মুখ খুলতে চাননি দুই প্রশাসনিক কর্তা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে মুখ‍্যসচিব এবং স্বাস্থ্য সচিব রণকৌশল নিলেন বলেই সূত্রের খবর ।Conclusion:
Last Updated : Jun 13, 2019, 8:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.