কলকাতা, 26 এপ্রিল : ভোটের দিন মাইক্রো অবজ়ারভাররা বন্ধ খামে নির্বাচন কমিশনে যে স্ক্রুটিনি রিপোর্ট পাঠাচ্ছেন, তা পর্যবেক্ষকের কাছে যাওয়ার আগেই খুলে ফেলা হচ্ছে । তারপর সেই রিপোর্টে পরিবর্তন করা হচ্ছে । গতকাল এই অভিযোগ আনল CPI(M) । দলের নেতা রবিন দেব বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের কাছে এই অভিযোগ করেন । পরে রবিনবাবু সাংবাদিকদের জানান, বিশেষ পর্যবেক্ষক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ।
একাধিক অভিযোগ নিয়ে গতকাল CPI(M)-এর তরফে রবিনবাবু বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করেন । তবে মূল অভিযোগ ছিল স্ক্রুটিনি প্রক্রিয়া নিয়ে । রবিনবাবুর দাবি, স্ক্রুটিনি প্রক্রিয়া রীতিমতো প্রহসনে পরিণত হয়েছে । প্রথম দফার নির্বাচনে স্ক্রুটিনি নিয়ে দিল্লির নির্বাচন সদন প্রশ্ন তোলে । এরপর স্ক্রুটিনি নিয়ে অনেক জলঘোলা হয় । সূত্র জানাচ্ছে, নির্বাচন সদন বিষয়টি নিয়ে বিশেষ পর্যবেক্ষকের রিপোর্ট পাওয়ার পরেই সেই স্ক্রুটিনি প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছে । তারপর থেকেই প্রতি দফায় জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে নির্দেশ পৌঁছেছে, সব দিক খতিয়ে দেখার পরেই স্ক্রুটিনি রিপোর্ট পাঠাতে হবে ।
যদিও সেই প্রক্রিয়া নিয়ে রবিনবাবু প্রশ্ন তুলেছেন । তিনি বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করার পর বলেন, "মাইক্রো অবজ়ারভার বন্ধ খামে যে রিপোর্ট পাঠান তা অবজ়ার্ভারের দেখার কথা । কিন্তু এ রাজ্যের সরকারি কর্মীরা সেই মুখবন্ধ খাম খুলে রিপোর্টে পরিবর্তন করছে । ফলে স্ক্রুটিনি প্রক্রিয়া প্রহসনে পরিণত হচ্ছে। "
পাশাপাশি CPI(M) নেতা আরও কিছু অভিযোগ আনেন । তিনি দাবি করেছেন, তৃণমূল সুপ্রিমোর ধরনা মঞ্চে যে পুলিশ কর্তারা ছিলেন তাঁদের অবিলম্বে দায়িত্ব থেকে সরাতে হবে । তাঁর দাবি, কমিশনের নির্দেশ মোতাবেক রাজ্য পুলিশের বদলি হয়নি । এখনও অনেক পুলিশ অফিসার আছেন যাঁরা তিন বছরের বেশি একই জায়গায় রয়ে গেছেন । অবিলম্বে তাঁদের সরানোর দাবি জানিয়েছে CPI(M) ।