ETV Bharat / briefs

রাজীব কুমারের বিরুদ্ধে জারি লুক আউট নোটিশ

author img

By

Published : May 26, 2019, 12:26 PM IST

অবিবাসন দপ্তর রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল । এর ফলে, আগামী এক বছর দেশের বাইরে যেতে পারবেন না তিনি ।

রাজীব কুমার

কলকাতা, 26 মে : রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল অভিবাসন দপ্তরে । এর ফলে আপাতত দেশ ছাড়তে পারবেন না তিনি । কোনও সমুদ্রবন্দর বা বিমানবন্দর দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করলে তাঁকে CBI-র হাতে তুলে দেওয়া হবে ।

2012-13 সালে সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI ।

এরপর সুপ্রিম কোর্টে রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে একাধিকবার সমনও পাঠায় তারা । তা এড়িয়ে যান রাজীব । তারপর জিজ্ঞাসাবাদের জন্য 3 ফেব্রুয়ারি CBI-এর একটি দল রাজীব কুমারের বাসভবনে যায় । সেখানে কলকাতা পুলিশের বাধার মুখে পড়ে তারা। তা নিয়ে শুরু হয় বিতর্ক । এরপর ফের সুপ্রিম কোর্টে যায় CBI । রাজীব কুমারকে CBI-এর সঙ্গে সহযোগিতার নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ । একইসঙ্গে তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে রক্ষাকবচও দেওয়া হয় । এরপর শিলংয়ে পাঁচদিন জেরা করা হয় রাজীব কুমারকে ।

তারপর 17 মে সুপ্রিম কোর্ট ধাক্কা খান রাজীব । তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় শীর্ষ আদালত । তবে, আইনি সহায়তার জন্য তাঁকে সাতদিন সময় দেওয়া হয় । সেই মেয়াদ শেষের আগে আগাম জামিনের চেষ্টা করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার । কিন্তু, আইনজীবীদের কর্মবিরতির কারণে আদালতে আগাম জামিনের আবেদন জানাতে পারেননি তিনি । সেজন্য তিনি ফের সুপ্রিম কোর্টে যান । আবেদনে জানান, আইনজীবীদের কর্মবিরতির কারণে রাজ্যের আদালতগুলিতে কাজ হচ্ছে না । কিন্তু, অবকাশকালীন বেঞ্চ জরুরি ভিত্তিতে সেই আবেদন শুনতে চায়নি । গতকাল শীর্ষ আদালতে ফের আবেদন করেন রাজীব কুমার। কিন্তু, সেই আবেদন শুনতে চায়নি আদালত ।

ইতিমধ্যে শুক্রবার বারাসত আদালতে আগাম জামিনের আর্জি জানান রাজীব । কিন্তু, সময় ও পদ্ধতিগত ত্রুটির জন্য সেই আবেদন বাতিল হয়ে যায় । তার ফলে বিপাকে পড়েন রাজীব । এর ফলে, যে কোনও সময় এখন রাজীবকে গ্রেপ্তার করতে পারে CBI বলে ওয়াকিবহল মনে করছে । গ্রেপ্তারি এড়াতে রাজীব যাতে দেশের বাইরে চলে না যান, তা রুখতে লুক আউট নোটিশ জারি করা হয়েছে ।

কলকাতা, 26 মে : রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল অভিবাসন দপ্তরে । এর ফলে আপাতত দেশ ছাড়তে পারবেন না তিনি । কোনও সমুদ্রবন্দর বা বিমানবন্দর দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করলে তাঁকে CBI-র হাতে তুলে দেওয়া হবে ।

2012-13 সালে সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI ।

এরপর সুপ্রিম কোর্টে রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে একাধিকবার সমনও পাঠায় তারা । তা এড়িয়ে যান রাজীব । তারপর জিজ্ঞাসাবাদের জন্য 3 ফেব্রুয়ারি CBI-এর একটি দল রাজীব কুমারের বাসভবনে যায় । সেখানে কলকাতা পুলিশের বাধার মুখে পড়ে তারা। তা নিয়ে শুরু হয় বিতর্ক । এরপর ফের সুপ্রিম কোর্টে যায় CBI । রাজীব কুমারকে CBI-এর সঙ্গে সহযোগিতার নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ । একইসঙ্গে তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে রক্ষাকবচও দেওয়া হয় । এরপর শিলংয়ে পাঁচদিন জেরা করা হয় রাজীব কুমারকে ।

তারপর 17 মে সুপ্রিম কোর্ট ধাক্কা খান রাজীব । তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় শীর্ষ আদালত । তবে, আইনি সহায়তার জন্য তাঁকে সাতদিন সময় দেওয়া হয় । সেই মেয়াদ শেষের আগে আগাম জামিনের চেষ্টা করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার । কিন্তু, আইনজীবীদের কর্মবিরতির কারণে আদালতে আগাম জামিনের আবেদন জানাতে পারেননি তিনি । সেজন্য তিনি ফের সুপ্রিম কোর্টে যান । আবেদনে জানান, আইনজীবীদের কর্মবিরতির কারণে রাজ্যের আদালতগুলিতে কাজ হচ্ছে না । কিন্তু, অবকাশকালীন বেঞ্চ জরুরি ভিত্তিতে সেই আবেদন শুনতে চায়নি । গতকাল শীর্ষ আদালতে ফের আবেদন করেন রাজীব কুমার। কিন্তু, সেই আবেদন শুনতে চায়নি আদালত ।

ইতিমধ্যে শুক্রবার বারাসত আদালতে আগাম জামিনের আর্জি জানান রাজীব । কিন্তু, সময় ও পদ্ধতিগত ত্রুটির জন্য সেই আবেদন বাতিল হয়ে যায় । তার ফলে বিপাকে পড়েন রাজীব । এর ফলে, যে কোনও সময় এখন রাজীবকে গ্রেপ্তার করতে পারে CBI বলে ওয়াকিবহল মনে করছে । গ্রেপ্তারি এড়াতে রাজীব যাতে দেশের বাইরে চলে না যান, তা রুখতে লুক আউট নোটিশ জারি করা হয়েছে ।

Intro:আরো বিপাকে পড়লেন পুলিশ কর্তা রাজীব কুমার। সিবিআইয়ের আবেদন তার বিরুদ্ধে look-out নোটিশ জারী করল অভিবাসন দপ্তর। সারদা মামলায় অভিযুক্ত পুলিশকর্তা যাতে বিদেশে যাওয়া আটকাতে একবছরের জন্য এই লুকআউট নোটিশ জারী করা হয়েছে। সারদা মামলায় অভিযুক্ত কলকাতা পুলিশের প্রাক্তন নগরপালের আইনি রক্ষাকবচ শেষ হয়েছে আগেই। বারাসত আদালতে তার জামিনের আবেদন নাকচ হয়ে যাওয়ায় তিনি আরো বিপাকে পড়েছেন।


Body:সিবিআই সূত্রে খবর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্ৰস্তুতি শুরু হচ্ছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত বারাসাতের বিশেষ আদালতে নিজের জন্য আইনি সুরক্ষা চেয়ে দ্বারস্থ হয়েছিলেন রাজীব কুমার। আবেদনপত্রে ভুল থাকায় আদালতে তার আবেদন খারিজ হয়ে যায়। দেরিতে তিনি আবেদনপত্র জমা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীদের একাংশ। ফলে সবমিলিয়ে আইনি সুরক্ষা না মেলায় হতাশ রাজীব কুমার।
Conclusion:সম্প্রতি সিবিআই অভিবাসন দপ্তরের কাছে লুকআউট নোটিশ জারি করার আর্জি করে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা এই অভিবাসন দপ্তর 1 বছরের জন্য সেই আর্জি মঞ্জুর করে। 2020 সালের 23 শে মে পর্যন্ত এই লুকআউট সার্কুলার বজায় থাকবে। এরফলে এক বছর দেশের কোন স্থলবন্দর কিংবা বিমানবন্দর ব্যবহার করে দেশের বাইরে যেতে পারবেন না কলকাতার নগরপাল রাজীব কুমার।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.