রায়গঞ্জ, 8 জুলাই : "সেফ ড্রাইভ, সেভ লাইফ " প্রকল্পের চার বছরপূর্তি উপলক্ষে জনস্বার্থে প্রচারের লক্ষ্যে আজ একটি বর্ণাঢ্য ট্যাবলোর সূচনা করেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার।
রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে কর্ণজোড়ায় পুলিশ লাইনে " এক অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং, উত্তর দিনাজপুর জেলাপরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস-সহ অন্য পুলিশ আধিকারিকরা। সবুজ পতাকা নাড়িয়ে " সেফ ড্রাইভ, সেভ লাইফ " প্রকল্পের ট্যাবলোর উদ্বোধন করেন পুলিশ সুপার সুমিত কুমার। ট্যাবলোর সঙ্গে পুলিশের বাইক র্যালি রায়গঞ্জ শহর পরিক্রমা করে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেয়।
রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে এবং মানুষকে সচেতন করতে 2016 সালে রাজু সরকার এই প্রকল্প চালু করেছিল । এ বছর কোরোনা আবহে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে সচেতনতামূলক এই কর্মসূচি পালন করল রায়গঞ্জ পুলিশ ।
পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, কোরোনা ও লকডাউনের কারণে স্বল্প পরিসরে কর্মসূচির আয়োজন করা হয়েছে । রাজ্য সরকারের নির্দেশে আজ প্রকল্পের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হল । এই প্রকল্পের কারণে সাধারণ মানুষ অনেক সচেতন হয়েছেন । পথ দুর্ঘটনার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। এই কর্মসূচি চালু থাকবে।