মুম্বই, 6 জুন: প্রাক্তন দক্ষিণ আফ্রিকান রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা মনে করতেন খেলাধূলায় সেই শক্তি আছে যেটা পৃথিবী পরিবর্তন করতে পারে । প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ম্যান্ডেলার উক্তি শেয়ার করলেন।
তেন্ডুলকর এই উক্তিটি শেয়ার করেন, যখন “ব্ল্যাক লাইভস ম্যাটার” প্রতিবাদ জনসমক্ষে আসে। সমগ্র অ্যামেরিকা উত্তাল এই প্রতিবাদে । এই প্রতিবাদ কি শুরু হয় অ্যামেরিকার পুলিশের হতে এক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যা হয়। ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায় ডেরেক চৌভিন নামক এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার জর্জকে মাটিতে ফেলে হাঁটু দিয়ে তার গলা চেপে ধরে আছেন ।
-
Nelson Mandela once said,
— Sachin Tendulkar (@sachin_rt) June 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
“Sport has the power to change the world. It has the power to unite the world in a way that little else does.”
Wise words. @icc @LaureusSport pic.twitter.com/qHuphZ3gc3
">Nelson Mandela once said,
— Sachin Tendulkar (@sachin_rt) June 6, 2020
“Sport has the power to change the world. It has the power to unite the world in a way that little else does.”
Wise words. @icc @LaureusSport pic.twitter.com/qHuphZ3gc3Nelson Mandela once said,
— Sachin Tendulkar (@sachin_rt) June 6, 2020
“Sport has the power to change the world. It has the power to unite the world in a way that little else does.”
Wise words. @icc @LaureusSport pic.twitter.com/qHuphZ3gc3
নেলসন ম্যান্ডেলার উক্তিটির সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেন মাস্টার ব্লাস্টার। এই ভিডিয়োটি ICC শুক্রবার শেয়ার করেছিল, যেটায় 2019 সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের একটি অংশ ছিল ।
-
Without diversity, cricket is nothing.
— ICC (@ICC) June 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Without diversity, you don't get the full picture. pic.twitter.com/kHfELJIJbt
">Without diversity, cricket is nothing.
— ICC (@ICC) June 5, 2020
Without diversity, you don't get the full picture. pic.twitter.com/kHfELJIJbtWithout diversity, cricket is nothing.
— ICC (@ICC) June 5, 2020
Without diversity, you don't get the full picture. pic.twitter.com/kHfELJIJbt
ভিডিওটির ক্যাপশনে ICC লেখে, “ বৈচিত্র্য ছাড়া ক্রিকেট কিছুই নয়। বৈচিত্র্য ছাড়া তুমি পুরো ছবিটি পাবে না ।”
সচিন টুইট করেন, “ নেলসন ম্যান্ডেলা একবার বলেছিলেন, খেলায় সেই শক্তি আছে যেটা বিশ্ব পরিবর্তন করতে পারে। খেলায় সেই শক্তি আছে যেটা গোটা বিশ্বকে এক করতে পারে। যেটা বাকিরা খুব অল্পসংখ্যকই পারে ।”
ভিডিয়োতে দেখা যায়, ইংল্যান্ড বিশ্বকাপের শেষ বলটি করছেন জোফ্রে আর্চার। বারবাডিয়ান জাত কৃষ্ণাঙ্গ আর্চারের ইংল্যান্ডের হয়ে অভিষেক ঘটে 2019 সালের মে মাসে। তারপর ইংল্যান্ডের বিশ্বকাপের দলেও জায়গা করে নেন আর্চার ।
আগেই ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি ICC ও অন্যান্য ক্রিকেট বোর্ডের কাছে এই অবিচার ও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আবেদন করেছিলেন ।