ETV Bharat / briefs

মমতা-তৃণমূল 'অগণতান্ত্রিক', কটাক্ষ শিবসেনার - Mamata Banerjee

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের না যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করল শিবসেনা ।

মমতা-তৃণমূল 'অগণতান্ত্রিক', কটাক্ষ শিবসেনার
author img

By

Published : May 30, 2019, 3:32 PM IST

মুম্বাই, 30 মে : মমতার সমালোচনায় শিবসেনা । দলীয় মুখপত্র সামনার সম্পাদকীয়তে তৃণমূল নেত্রী ও তৃণমূল কংগ্রেসকে 'অগণতান্ত্রিক' বলে কটাক্ষ করল শিবসেনা ।
আজ নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন । অন্যান্য রাজ্যের মতো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল । সাংবিধানিক রীতি মেনে মমতা অনুষ্ঠানে যাবেন বলেও ঠিক করেছিলেন । কিন্তু তারপরই জানা যায়, বাংলায় রাজনৈতিক হিংসায় মৃত 54 জনের পরিবারকে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে 'বিশেষ' আমন্ত্রণ জানানো হয়েছে । আর তাতেই রুষ্ট হন মমতা । শপথ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন । শপথ অনুষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি ।

শপথ অনুষ্ঠানে মমতার না যাওয়ার এই সিদ্ধান্তের সমালোচনা করা হয় সামনায় । 'ঈশ্বরীয় যোজনা' শিরোনামে লেখা ওই সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, "বিরোধীরা বলেছিলেন নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে গণতন্ত্র বিপন্ন হবে । মমতা বন্দ্যোপাধ্যায় মোদির বিরুদ্ধে সবথেকে বেশি সরব ছিলেন । কিন্তু নরেন্দ্র মোদি গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচিত হয়েছেন । তিনি সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন ।" সম্পাদকীয়তে আরও লেখা হয়, বাংলায় রাজনৈতিক হিংসায় মৃত্যু হয়েছে এ বিষয়ে কোনও সন্দেহ নেই । মোদির শপথ অনুষ্ঠানে মমতার না যাওয়ার কারণ এটা হতে পারে না ।

সম্পাদকীয়তে মোদির প্রশংসা করা হয় । নির্বাচিত হওয়ার পর বিরোধীদের বিরুদ্ধে কিছু না বলার জন্য নরেন্দ্র মোদির প্রশংসা করে বেশ কয়েকটি বাক্য খবচ করে সামনা । তাতে লেখা হয়েছে, "নির্বাচনের সময় ঘূর্ণিঝড় ফণীতে উড়িশায় ব্যাপক ক্ষতি হয়েছিল । সেই সময় মোদি উড়িশাকে সাহায্য করেছিলেন । তবে তারপরও উড়িশায় BJP ভাল ফল করেনি । এছাড়াও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি প্রধানমন্ত্রীর কাছে অন্ধ্রের জন্য বেশ কিছু দাবি রেখেছিলেন । সেই দাবিও মেনে নেন মোদি । অথচ অন্ধ্রপ্রদেশে BJP আশানুরূপ ফল করেনি ।"

মুম্বাই, 30 মে : মমতার সমালোচনায় শিবসেনা । দলীয় মুখপত্র সামনার সম্পাদকীয়তে তৃণমূল নেত্রী ও তৃণমূল কংগ্রেসকে 'অগণতান্ত্রিক' বলে কটাক্ষ করল শিবসেনা ।
আজ নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন । অন্যান্য রাজ্যের মতো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল । সাংবিধানিক রীতি মেনে মমতা অনুষ্ঠানে যাবেন বলেও ঠিক করেছিলেন । কিন্তু তারপরই জানা যায়, বাংলায় রাজনৈতিক হিংসায় মৃত 54 জনের পরিবারকে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে 'বিশেষ' আমন্ত্রণ জানানো হয়েছে । আর তাতেই রুষ্ট হন মমতা । শপথ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন । শপথ অনুষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি ।

শপথ অনুষ্ঠানে মমতার না যাওয়ার এই সিদ্ধান্তের সমালোচনা করা হয় সামনায় । 'ঈশ্বরীয় যোজনা' শিরোনামে লেখা ওই সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, "বিরোধীরা বলেছিলেন নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে গণতন্ত্র বিপন্ন হবে । মমতা বন্দ্যোপাধ্যায় মোদির বিরুদ্ধে সবথেকে বেশি সরব ছিলেন । কিন্তু নরেন্দ্র মোদি গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচিত হয়েছেন । তিনি সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন ।" সম্পাদকীয়তে আরও লেখা হয়, বাংলায় রাজনৈতিক হিংসায় মৃত্যু হয়েছে এ বিষয়ে কোনও সন্দেহ নেই । মোদির শপথ অনুষ্ঠানে মমতার না যাওয়ার কারণ এটা হতে পারে না ।

সম্পাদকীয়তে মোদির প্রশংসা করা হয় । নির্বাচিত হওয়ার পর বিরোধীদের বিরুদ্ধে কিছু না বলার জন্য নরেন্দ্র মোদির প্রশংসা করে বেশ কয়েকটি বাক্য খবচ করে সামনা । তাতে লেখা হয়েছে, "নির্বাচনের সময় ঘূর্ণিঝড় ফণীতে উড়িশায় ব্যাপক ক্ষতি হয়েছিল । সেই সময় মোদি উড়িশাকে সাহায্য করেছিলেন । তবে তারপরও উড়িশায় BJP ভাল ফল করেনি । এছাড়াও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি প্রধানমন্ত্রীর কাছে অন্ধ্রের জন্য বেশ কিছু দাবি রেখেছিলেন । সেই দাবিও মেনে নেন মোদি । অথচ অন্ধ্রপ্রদেশে BJP আশানুরূপ ফল করেনি ।"

New Delhi, May 30 (ANI): President of the Republican Party of India, Ramdas Athawale expressed faith in getting a ministry in cabinet of Narendra Modi. He said, "I believe that Modi Ji will consider me to be a minister. I'm hopeful of getting a phone call regarding it today. Names of Ram Vilas Paswan, Anupriya Patel and Arvind Sawant have come, I think I will also get a chance to serve the nation." Athawale served as the Minister of State for Social Justice and Empowerment during PM Modi's 1st tenure. Prime Minister Narendra Modi and cabinet ministry will take oath today in Rashtrapati Bhavan.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.