মুম্বাই, 30 মে : মমতার সমালোচনায় শিবসেনা । দলীয় মুখপত্র সামনার সম্পাদকীয়তে তৃণমূল নেত্রী ও তৃণমূল কংগ্রেসকে 'অগণতান্ত্রিক' বলে কটাক্ষ করল শিবসেনা ।
আজ নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন । অন্যান্য রাজ্যের মতো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল । সাংবিধানিক রীতি মেনে মমতা অনুষ্ঠানে যাবেন বলেও ঠিক করেছিলেন । কিন্তু তারপরই জানা যায়, বাংলায় রাজনৈতিক হিংসায় মৃত 54 জনের পরিবারকে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে 'বিশেষ' আমন্ত্রণ জানানো হয়েছে । আর তাতেই রুষ্ট হন মমতা । শপথ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন । শপথ অনুষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি ।
শপথ অনুষ্ঠানে মমতার না যাওয়ার এই সিদ্ধান্তের সমালোচনা করা হয় সামনায় । 'ঈশ্বরীয় যোজনা' শিরোনামে লেখা ওই সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, "বিরোধীরা বলেছিলেন নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে গণতন্ত্র বিপন্ন হবে । মমতা বন্দ্যোপাধ্যায় মোদির বিরুদ্ধে সবথেকে বেশি সরব ছিলেন । কিন্তু নরেন্দ্র মোদি গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচিত হয়েছেন । তিনি সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন ।" সম্পাদকীয়তে আরও লেখা হয়, বাংলায় রাজনৈতিক হিংসায় মৃত্যু হয়েছে এ বিষয়ে কোনও সন্দেহ নেই । মোদির শপথ অনুষ্ঠানে মমতার না যাওয়ার কারণ এটা হতে পারে না ।
সম্পাদকীয়তে মোদির প্রশংসা করা হয় । নির্বাচিত হওয়ার পর বিরোধীদের বিরুদ্ধে কিছু না বলার জন্য নরেন্দ্র মোদির প্রশংসা করে বেশ কয়েকটি বাক্য খবচ করে সামনা । তাতে লেখা হয়েছে, "নির্বাচনের সময় ঘূর্ণিঝড় ফণীতে উড়িশায় ব্যাপক ক্ষতি হয়েছিল । সেই সময় মোদি উড়িশাকে সাহায্য করেছিলেন । তবে তারপরও উড়িশায় BJP ভাল ফল করেনি । এছাড়াও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি প্রধানমন্ত্রীর কাছে অন্ধ্রের জন্য বেশ কিছু দাবি রেখেছিলেন । সেই দাবিও মেনে নেন মোদি । অথচ অন্ধ্রপ্রদেশে BJP আশানুরূপ ফল করেনি ।"