দিল্লি, 14 সেপ্টেম্বর : ফের একবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদে নির্বাচিত হলেন NDA মনোনীত হরিবংশ নারায়ণ সিং । জনতা দল ( ইউনাইটেডের ) সাংসদ হরিবংশ নারায়ণ এই নিয়ে দ্বিতীয় দফায় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের নির্বাচিত হলেন তিনি । ডেপুটি চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে ছিলেন RJD-র মনোজ ঝাঁ ও কংগ্রেসের গুলাম নবি আজাদ । এদিকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে ফের একবার আসার পর হরিবংশ নারায়ণ সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী ।
রাজ্যসভায় আজ প্রধানমন্ত্রী বলেন, “হরিবংশ নারায়ণ সিংয়ের জন্য আমার এ রাজ্যসভার বাকি সাংসদদের একইরকম শ্রদ্ধা রয়েছে । তিনি এই সম্মান অর্জন করেছেন । তাঁর পক্ষপাতহীন ভূমিকা সংসদীয় গণতন্ত্রকে আরও মজবুত করে ।”
প্রধানমন্ত্রী আজ মনে করান, দারিদ্রের বিরুদ্ধে কতটা সংগ্রাম করতে হয়েছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে । বলেন, “তাঁর (হরিবংশ নারায়ণ সিং) জীবনের অনেকগুলি বছর জুতো ছাড়াই কেটেছে । গ্রামে যখন তিনি প্রথম জুতো বানাতে দেন, তখন রোজ তিনি দেখতে যেতেন জুতোর কাজ কতদূর এগিয়েছে । ঠিক যেমনটা বড় বড় লোকেরা তাঁদের বাংলোর কাজ কতটা এগিয়েছে তা দেখতে যান, সেরকম । এটাই প্রমাণ করে তিনি কতটা মাটির মানুষ ছিলেন ।”
আরও পড়ুন : বাদল অধিবেশনের প্রথম দিনই ডেপুটি চেয়ারম্যান নির্বাচন রাজ্যসভায়
পাশাপাশি ডেপুটি চেয়ারম্যানের বইয়ের প্রতি ভালোবাসার কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী । বলেন, “সাংসদের পরিবারের লোকেরা ভাবতেন তিনি তাঁর বৃত্তির টাকা ঘরে নিয়ে আসবেন । কিন্তু তিনি পুরো টাকাটাই বই কেনার জন্য খরচ করে ফেলতেন । সাংসদের বইয়ের প্রতি এই ভালোবাসা আজও সমানভাবে রয়েছে ।”
প্রসঙ্গত, আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন । চলবে 1 অক্টোবর পর্যন্ত । এই অধিবেশনে কোনও ছুটির দিন থাকবে না ৷ অর্থাৎ শনি ও রবিবারও অধিবেশন হবে ৷ 18 দিনে মোট 18 টি অধিবেশন হবে ৷ এই বাদল অধিবেশন চলাকালীন মোট 47 টি বিষয় গ্রহণ করা হয়েছে ৷ যার মধ্যে 45 টি বিল ও দু’টি অর্থসংক্রান্ত বিষয় রয়েছে ৷
আরও পড়ুন : ছুটিহীন 18 দিনের বাদল অধিবেশন শুরু