ETV Bharat / briefs

"মাটির মানুষ" হরিবংশ নারায়ণ সিং, প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদি - রাজ্যসভার নবনির্বাচিত ডেপুটি চেয়ারম্যান

হরিবংশ নারায়ণ সিং ফের একবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদে আসর পর প্রধানমন্ত্রী বলেন, "তাঁর পক্ষপাতহীন ভূমিকা সংসদীয় গণতন্ত্রকে আরও মজবুত করে ।"

হরিবংশ নারায়ণ সিং
হরিবংশ নারায়ণ সিং
author img

By

Published : Sep 14, 2020, 10:02 PM IST

দিল্লি, 14 সেপ্টেম্বর : ফের একবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদে নির্বাচিত হলেন NDA মনোনীত হরিবংশ নারায়ণ সিং । জনতা দল ( ইউনাইটেডের ) সাংসদ হরিবংশ নারায়ণ এই নিয়ে দ্বিতীয় দফায় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের নির্বাচিত হলেন তিনি । ডেপুটি চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে ছিলেন RJD-র মনোজ ঝাঁ ও কংগ্রেসের গুলাম নবি আজাদ । এদিকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে ফের একবার আসার পর হরিবংশ নারায়ণ সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী ।

রাজ্যসভায় আজ প্রধানমন্ত্রী বলেন, “হরিবংশ নারায়ণ সিংয়ের জন্য আমার এ রাজ্যসভার বাকি সাংসদদের একইরকম শ্রদ্ধা রয়েছে । তিনি এই সম্মান অর্জন করেছেন । তাঁর পক্ষপাতহীন ভূমিকা সংসদীয় গণতন্ত্রকে আরও মজবুত করে ।”

প্রধানমন্ত্রী আজ মনে করান, দারিদ্রের বিরুদ্ধে কতটা সংগ্রাম করতে হয়েছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে । বলেন, “তাঁর (হরিবংশ নারায়ণ সিং) জীবনের অনেকগুলি বছর জুতো ছাড়াই কেটেছে । গ্রামে যখন তিনি প্রথম জুতো বানাতে দেন, তখন রোজ তিনি দেখতে যেতেন জুতোর কাজ কতদূর এগিয়েছে । ঠিক যেমনটা বড় বড় লোকেরা তাঁদের বাংলোর কাজ কতটা এগিয়েছে তা দেখতে যান, সেরকম । এটাই প্রমাণ করে তিনি কতটা মাটির মানুষ ছিলেন ।”

আরও পড়ুন : বাদল অধিবেশনের প্রথম দিনই ডেপুটি চেয়ারম্যান নির্বাচন রাজ্যসভায়

পাশাপাশি ডেপুটি চেয়ারম্যানের বইয়ের প্রতি ভালোবাসার কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী । বলেন, “সাংসদের পরিবারের লোকেরা ভাবতেন তিনি তাঁর বৃত্তির টাকা ঘরে নিয়ে আসবেন । কিন্তু তিনি পুরো টাকাটাই বই কেনার জন্য খরচ করে ফেলতেন । সাংসদের বইয়ের প্রতি এই ভালোবাসা আজও সমানভাবে রয়েছে ।”

প্রসঙ্গত, আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন । চলবে 1 অক্টোবর পর্যন্ত । এই অধিবেশনে কোনও ছুটির দিন থাকবে না ৷ অর্থাৎ শনি ও রবিবারও অধিবেশন হবে ৷ 18 দিনে মোট 18 টি অধিবেশন হবে ৷ এই বাদল অধিবেশন চলাকালীন মোট 47 টি বিষয় গ্রহণ করা হয়েছে ৷ যার মধ্যে 45 টি বিল ও দু’টি অর্থসংক্রান্ত বিষয় রয়েছে ৷

আরও পড়ুন : ছুটিহীন 18 দিনের বাদল অধিবেশন শুরু

দিল্লি, 14 সেপ্টেম্বর : ফের একবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদে নির্বাচিত হলেন NDA মনোনীত হরিবংশ নারায়ণ সিং । জনতা দল ( ইউনাইটেডের ) সাংসদ হরিবংশ নারায়ণ এই নিয়ে দ্বিতীয় দফায় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের নির্বাচিত হলেন তিনি । ডেপুটি চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে ছিলেন RJD-র মনোজ ঝাঁ ও কংগ্রেসের গুলাম নবি আজাদ । এদিকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে ফের একবার আসার পর হরিবংশ নারায়ণ সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী ।

রাজ্যসভায় আজ প্রধানমন্ত্রী বলেন, “হরিবংশ নারায়ণ সিংয়ের জন্য আমার এ রাজ্যসভার বাকি সাংসদদের একইরকম শ্রদ্ধা রয়েছে । তিনি এই সম্মান অর্জন করেছেন । তাঁর পক্ষপাতহীন ভূমিকা সংসদীয় গণতন্ত্রকে আরও মজবুত করে ।”

প্রধানমন্ত্রী আজ মনে করান, দারিদ্রের বিরুদ্ধে কতটা সংগ্রাম করতে হয়েছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে । বলেন, “তাঁর (হরিবংশ নারায়ণ সিং) জীবনের অনেকগুলি বছর জুতো ছাড়াই কেটেছে । গ্রামে যখন তিনি প্রথম জুতো বানাতে দেন, তখন রোজ তিনি দেখতে যেতেন জুতোর কাজ কতদূর এগিয়েছে । ঠিক যেমনটা বড় বড় লোকেরা তাঁদের বাংলোর কাজ কতটা এগিয়েছে তা দেখতে যান, সেরকম । এটাই প্রমাণ করে তিনি কতটা মাটির মানুষ ছিলেন ।”

আরও পড়ুন : বাদল অধিবেশনের প্রথম দিনই ডেপুটি চেয়ারম্যান নির্বাচন রাজ্যসভায়

পাশাপাশি ডেপুটি চেয়ারম্যানের বইয়ের প্রতি ভালোবাসার কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী । বলেন, “সাংসদের পরিবারের লোকেরা ভাবতেন তিনি তাঁর বৃত্তির টাকা ঘরে নিয়ে আসবেন । কিন্তু তিনি পুরো টাকাটাই বই কেনার জন্য খরচ করে ফেলতেন । সাংসদের বইয়ের প্রতি এই ভালোবাসা আজও সমানভাবে রয়েছে ।”

প্রসঙ্গত, আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন । চলবে 1 অক্টোবর পর্যন্ত । এই অধিবেশনে কোনও ছুটির দিন থাকবে না ৷ অর্থাৎ শনি ও রবিবারও অধিবেশন হবে ৷ 18 দিনে মোট 18 টি অধিবেশন হবে ৷ এই বাদল অধিবেশন চলাকালীন মোট 47 টি বিষয় গ্রহণ করা হয়েছে ৷ যার মধ্যে 45 টি বিল ও দু’টি অর্থসংক্রান্ত বিষয় রয়েছে ৷

আরও পড়ুন : ছুটিহীন 18 দিনের বাদল অধিবেশন শুরু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.