ETV Bharat / briefs

"তৃণমূলের অনেকেই BJP-তে ভোট দিয়েছে" - BJP

তৃণমূলের অনেকেই BJP-তে ভোট দিয়েছে । এই মন্তব্য করলেন হাওড়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত ।

রন্তিদেব সেনগুপ্ত
author img

By

Published : May 23, 2019, 11:28 AM IST

Updated : May 23, 2019, 12:18 PM IST

হাওড়া, 23 মে : "তৃণমূলের অনেকেই BJP-তে ভোট দিয়েছে ।" এই মন্তব্য করলেন হাওড়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত ।

তিনি বলেন, "বালি ও উত্তর হাওড়ায় আমরা এগিয়ে আছি । মধ্য হাওড়ায় পিছিয়ে রয়েছি । তবে জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী । গন্ডগোলের আশঙ্কা করছি । আমরা এগিয়ে গেলে তৃণমূল ঝামেলা করতে পারে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি আরও বলেন, "তৃণমূল হেরে যাবে বলে EVM নিয়ে নানা অজুহাত দিচ্ছে । তৃণমূলের অনেক লোক BJP-তে ভোট দিয়েছে । দিনের শেষে আমি আশাবাদী ।"

হাওড়া, 23 মে : "তৃণমূলের অনেকেই BJP-তে ভোট দিয়েছে ।" এই মন্তব্য করলেন হাওড়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত ।

তিনি বলেন, "বালি ও উত্তর হাওড়ায় আমরা এগিয়ে আছি । মধ্য হাওড়ায় পিছিয়ে রয়েছি । তবে জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী । গন্ডগোলের আশঙ্কা করছি । আমরা এগিয়ে গেলে তৃণমূল ঝামেলা করতে পারে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি আরও বলেন, "তৃণমূল হেরে যাবে বলে EVM নিয়ে নানা অজুহাত দিচ্ছে । তৃণমূলের অনেক লোক BJP-তে ভোট দিয়েছে । দিনের শেষে আমি আশাবাদী ।"

Intro:wb_kol_hwh candidate Rantidev_7204411Body:wb_kol_hwh candidate Rantidev_7204411Conclusion:
Last Updated : May 23, 2019, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.