ETV Bharat / briefs

দুর্গাপুরের সেন মার্কেটে টাস্ক ফোর্সের অভিযান - দুর্গাপুরের খবর

দুর্গাপুরের সবচেয়ে বড় কাঁচা সবজি, ফলের পাইকারি বাজার সেন মার্কেট । আজ সেখানে অভিযান চালায় টাস্ক ফোর্সের আধিকারিকরা । কেউ দেখাতে পারলেন না ট্রেড লাইসেন্স । ওজনদাঁড়ি পরীক্ষার বৈধ কাগজপত্রও নেই অনেকের কাছে ।

Durgapur news
চলছে বৈধ কাগজপত্র পরীক্ষার কাজ
author img

By

Published : Sep 18, 2020, 6:08 PM IST

দুর্গাপুর, 18 সেপ্টেম্বর : বিভিন্ন কাঁচা সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজার মূল্য প্রতিদিন বেড়েই চলেছে । খাবার দোকান থেকে হোটেলগুলিতেও অপরিচ্ছন্নতার অভিযোগ । অনেকক্ষেত্রে ব্যাবসায়ীদের কম্পিউটার ওজনদাঁড়ির দেখভালের অভাবে ঠকছেন খরিদ্দাররা । এমন অভিযোগ পেয়েই এবার নড়েচড়ে বসল দুর্গাপুর মহকুমা প্রশাসনের টাস্ক ফোর্স ও ফুড লাইসেন্স বিভাগ । শুক্রবার কোকওভেন থানার পুলিশকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্স ও ফুড লাইসেন্স বিভাগের কর্তারা যৌথভাবে দুর্গাপুরের বিভিন্ন বাজারে অভিযান চালান । কাগজপত্রের গড়মিল দেখলেই করা হয় জরিমানা ।

দুর্গাপুরের সবচেয়ে বড় কাঁচা সবজি, ফলের পাইকারি বাজার সেন মার্কেট । সেখানে বেশ কিছু আড়তে ও দোকানে প্রথমে অভিযান চালানো হয় । তাঁদের অনেকের ট্রেড লাইসেন্স ছিল না, ওজনদাঁড়ি পরীক্ষার বৈধ কাগজপত্রও নেই অনেকের কাছে । এইসব খতিয়ে দেখার পরে বেশ কয়েকজনের কাছে জরিমানা ধার্য করে টাস্ক ফোর্স ।

আরও পড়ুন : দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা চারচাকা গাড়ির, মৃত 1

এরপরে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বেশ কিছু হোটেলে অভিযান চালিয়ে অনেক রকম কাগজের অমিল ধরা পড়ে । ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স, RMC-সহ বিভিন্ন কাগজ না থাকায় জরিমানা ধার্য করা হয় বলে জানান অ্যাসিসট্যান্ট এগ্রিকালচার টাস্ক ফোর্স মেম্বার দিলীপ মণ্ডল । কম্পিউটার চালিত ওজনদাঁড়ির লাইসেন্স পুনর্নবীকরণ না করার কারণে পাঁচজন ব্যবসায়ীকে মাথাপিছু 2000 টাকা করে জরিমানা করা হয় । ফুড লাইসেন্সের গড়মিলের কারণে বেশ কয়েকটি হোটেলকে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয় । এছাড়া দু'টি হোটেলের অপরিচ্ছন রান্নাঘর সিল করেও দেওয়া হয় । যদিও সবজি ব্যাবসায়ীদের একাংশের অভিযোগ পৌরসভাতে ট্রেড লাইসেন্স করতে গেলে তাঁদের বহুবার ঘোরাঘুরি করতে হচ্ছে । তাঁদের সমস্যার কথা ভাবছে না পৌরসভা । ক্যাম্প করে বাজারে ট্রেড লাইসেন্স দেওয়া হোক বলে দাবি করছেন ব্যাবসায়ীদের একাংশ ।

দুর্গাপুর, 18 সেপ্টেম্বর : বিভিন্ন কাঁচা সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজার মূল্য প্রতিদিন বেড়েই চলেছে । খাবার দোকান থেকে হোটেলগুলিতেও অপরিচ্ছন্নতার অভিযোগ । অনেকক্ষেত্রে ব্যাবসায়ীদের কম্পিউটার ওজনদাঁড়ির দেখভালের অভাবে ঠকছেন খরিদ্দাররা । এমন অভিযোগ পেয়েই এবার নড়েচড়ে বসল দুর্গাপুর মহকুমা প্রশাসনের টাস্ক ফোর্স ও ফুড লাইসেন্স বিভাগ । শুক্রবার কোকওভেন থানার পুলিশকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্স ও ফুড লাইসেন্স বিভাগের কর্তারা যৌথভাবে দুর্গাপুরের বিভিন্ন বাজারে অভিযান চালান । কাগজপত্রের গড়মিল দেখলেই করা হয় জরিমানা ।

দুর্গাপুরের সবচেয়ে বড় কাঁচা সবজি, ফলের পাইকারি বাজার সেন মার্কেট । সেখানে বেশ কিছু আড়তে ও দোকানে প্রথমে অভিযান চালানো হয় । তাঁদের অনেকের ট্রেড লাইসেন্স ছিল না, ওজনদাঁড়ি পরীক্ষার বৈধ কাগজপত্রও নেই অনেকের কাছে । এইসব খতিয়ে দেখার পরে বেশ কয়েকজনের কাছে জরিমানা ধার্য করে টাস্ক ফোর্স ।

আরও পড়ুন : দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা চারচাকা গাড়ির, মৃত 1

এরপরে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বেশ কিছু হোটেলে অভিযান চালিয়ে অনেক রকম কাগজের অমিল ধরা পড়ে । ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স, RMC-সহ বিভিন্ন কাগজ না থাকায় জরিমানা ধার্য করা হয় বলে জানান অ্যাসিসট্যান্ট এগ্রিকালচার টাস্ক ফোর্স মেম্বার দিলীপ মণ্ডল । কম্পিউটার চালিত ওজনদাঁড়ির লাইসেন্স পুনর্নবীকরণ না করার কারণে পাঁচজন ব্যবসায়ীকে মাথাপিছু 2000 টাকা করে জরিমানা করা হয় । ফুড লাইসেন্সের গড়মিলের কারণে বেশ কয়েকটি হোটেলকে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয় । এছাড়া দু'টি হোটেলের অপরিচ্ছন রান্নাঘর সিল করেও দেওয়া হয় । যদিও সবজি ব্যাবসায়ীদের একাংশের অভিযোগ পৌরসভাতে ট্রেড লাইসেন্স করতে গেলে তাঁদের বহুবার ঘোরাঘুরি করতে হচ্ছে । তাঁদের সমস্যার কথা ভাবছে না পৌরসভা । ক্যাম্প করে বাজারে ট্রেড লাইসেন্স দেওয়া হোক বলে দাবি করছেন ব্যাবসায়ীদের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.