কলকাতা, 30 এপ্রিল : "BJP কর্মীদের পোস্টার, ফ্লেক্স ইত্যাদি লাগিয়ে ভোটের প্রচার করতে দেওয়া হচ্ছে না । রাজ্যের ১৪ টি থানার মদতে এই ঘটনা ঘটছে ।" আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ় আফতাবকে তাঁর অফিসে গিয়ে এই অভিযোগ জানালেন BJP-র কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা । আরিজ় আফতাব বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ।
মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে বেরিয়ে ETV ভারতের ক্যামেরার মুখোমুখি হয়ে রাহুল বলেন, "পোস্টার, ফেস্টুন, ব্যানার ইত্যাদি প্রচার সামগ্রী লাগাতে দেওয়া হচ্ছে না । পুলিশ নীরব দর্শক হয়ে আছে । নির্বাচনী প্রচার সামগ্রী লাগাতে গিয়ে আমাদের বহু কার্যকর্তা হামলায় জখম হয়েছেন । থানায় অভিযোগ জানাতে গেলে থানা ঘিরে ফেলা হচ্ছে । তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে হিংসা ছাড়া জেতার আর কোনও রাস্তা নেই । তাই তারা প্রবল হিংসা চালাচ্ছে । আমাদের কর্মীদের মারধর করা হয়েছে । ১৪ টি থানায় মদতে এই কাজ চলছে । একাধিকবার অভিযোগ জানানোর পরও থানাগুলি কোনও ব্যবস্থা নেয়নি । পুলিশ কমিশনার চেষ্টা করছে । কিন্তু তাঁর পক্ষে এই ঘুঘুর বাসা এত তাড়াতাড়ি ভাঙা সম্ভব নয় । অনেক বাসা ভাঙা হয়েছে । না হলে থানাগুলি হাতে ঝাণ্ডা নিয়ে রাস্তায় নেমে পড়ত ।"
রাহুলবাবু বলেন, "যাতে সমস্ত থানায় এই বিষয়ে নির্দেশ যায় আরিজ় আফতাব সেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন । থানাগুলির থেকে রিপোর্ট চাওয়া হবে বলেও তিনি জানান । রিপোর্ট এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।"