ETV Bharat / briefs

থানাগুলির মদতে প্রচার করতে দেওয়া হচ্ছে না, CEO-কে অভিযোগ রাহুলের - ariz aftab

রাজ্যে BJP কর্মীদের উপর ভোটের প্রচার চালানোর সময় হামলা চালানো হচ্ছে। আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই অভিযোগ করেন দলের কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা।

রাহুল সিনহা
author img

By

Published : Apr 30, 2019, 6:38 PM IST

কলকাতা, 30 এপ্রিল : "BJP কর্মীদের পোস্টার, ফ্লেক্স ইত্যাদি লাগিয়ে ভোটের প্রচার করতে দেওয়া হচ্ছে না । রাজ্যের ১৪ টি থানার মদতে এই ঘটনা ঘটছে ।" আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ় আফতাবকে তাঁর অফিসে গিয়ে এই অভিযোগ জানালেন BJP-র কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা । আরিজ় আফতাব বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ।

মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে বেরিয়ে ETV ভারতের ক্যামেরার মুখোমুখি হয়ে রাহুল বলেন, "পোস্টার, ফেস্টুন, ব্যানার ইত্যাদি প্রচার সামগ্রী লাগাতে দেওয়া হচ্ছে না । পুলিশ নীরব দর্শক হয়ে আছে । নির্বাচনী প্রচার সামগ্রী লাগাতে গিয়ে আমাদের বহু কার্যকর্তা হামলায় জখম হয়েছেন । থানায় অভিযোগ জানাতে গেলে থানা ঘিরে ফেলা হচ্ছে । তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে হিংসা ছাড়া জেতার আর কোনও রাস্তা নেই । তাই তারা প্রবল হিংসা চালাচ্ছে । আমাদের কর্মীদের মারধর করা হয়েছে । ১৪ টি থানায় মদতে এই কাজ চলছে । একাধিকবার অভিযোগ জানানোর পরও থানাগুলি কোনও ব্যবস্থা নেয়নি । পুলিশ কমিশনার চেষ্টা করছে । কিন্তু তাঁর পক্ষে এই ঘুঘুর বাসা এত তাড়াতাড়ি ভাঙা সম্ভব নয় । অনেক বাসা ভাঙা হয়েছে । না হলে থানাগুলি হাতে ঝাণ্ডা নিয়ে রাস্তায় নেমে পড়ত ।"

রাহুলবাবু বলেন, "যাতে সমস্ত থানায় এই বিষয়ে নির্দেশ যায় আরিজ় আফতাব সেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন । থানাগুলির থেকে রিপোর্ট চাওয়া হবে বলেও তিনি জানান । রিপোর্ট এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।"

কলকাতা, 30 এপ্রিল : "BJP কর্মীদের পোস্টার, ফ্লেক্স ইত্যাদি লাগিয়ে ভোটের প্রচার করতে দেওয়া হচ্ছে না । রাজ্যের ১৪ টি থানার মদতে এই ঘটনা ঘটছে ।" আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ় আফতাবকে তাঁর অফিসে গিয়ে এই অভিযোগ জানালেন BJP-র কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা । আরিজ় আফতাব বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ।

মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে বেরিয়ে ETV ভারতের ক্যামেরার মুখোমুখি হয়ে রাহুল বলেন, "পোস্টার, ফেস্টুন, ব্যানার ইত্যাদি প্রচার সামগ্রী লাগাতে দেওয়া হচ্ছে না । পুলিশ নীরব দর্শক হয়ে আছে । নির্বাচনী প্রচার সামগ্রী লাগাতে গিয়ে আমাদের বহু কার্যকর্তা হামলায় জখম হয়েছেন । থানায় অভিযোগ জানাতে গেলে থানা ঘিরে ফেলা হচ্ছে । তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে হিংসা ছাড়া জেতার আর কোনও রাস্তা নেই । তাই তারা প্রবল হিংসা চালাচ্ছে । আমাদের কর্মীদের মারধর করা হয়েছে । ১৪ টি থানায় মদতে এই কাজ চলছে । একাধিকবার অভিযোগ জানানোর পরও থানাগুলি কোনও ব্যবস্থা নেয়নি । পুলিশ কমিশনার চেষ্টা করছে । কিন্তু তাঁর পক্ষে এই ঘুঘুর বাসা এত তাড়াতাড়ি ভাঙা সম্ভব নয় । অনেক বাসা ভাঙা হয়েছে । না হলে থানাগুলি হাতে ঝাণ্ডা নিয়ে রাস্তায় নেমে পড়ত ।"

রাহুলবাবু বলেন, "যাতে সমস্ত থানায় এই বিষয়ে নির্দেশ যায় আরিজ় আফতাব সেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন । থানাগুলির থেকে রিপোর্ট চাওয়া হবে বলেও তিনি জানান । রিপোর্ট এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।"

Intro:আসন্ন দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে পাহারে প্রচার শুরু করলেন বিজেপি, মোর্চা ও জিএনএলএফের জোটপ্রার্থী নিরজ জিম্বা। কোথাও ভোটারদের আবদারে সেলফি তুললেন। কোথাও আবার প্রচারের ফাকেই আম জনতার সঙ্গে আড্ডাও দিলেন।

লোকসভায় বিজেপি প্রার্থী রাজু বিস্তকে সঙ্গে নিয়েই এদিন জোরকদমে প্রচারের ফাকে নিরজ বলেন এককালে আমরা তৃণমূলের সঙ্গে ছিলাম। কিন্তু পাহারে বিভাজনের মাধ্যমে নিজেদের ফায়দার চেষ্টা ছাড়া কিছুই করে নি তৃণমূল। আর সেই কারনেই ভোটের মুখে ওদের দল ভেঙেছে। নির্দল হয়ে ভোটে লড়ছেন মহিলা তৃণমূল নেত্রী সারদা রাই। খোজ নিন কি বলছেন তিনি। চাকরি থেকে শুরু করে সবেতেই নিজেরদের দলতন্ত্র কায়েমের চেষ্টার বিরুদ্ধে তৃণমূলেই এখন বিদ্রোহ শুরু হয়েছে। তাহলে সাধারণ মানুষ কি বলছেন ভাবুন একবার। আমার জয় নিয়ে সংশয় ছিল না। এখন নিশ্চিত আমি। জয়ের মার্জিন নিয়ে ভাবছি। বিনয় তামাং ও তৃণমূলের প্রত্যাক্ষান সময়ের অপেক্ষা।

অন্যদিকে প্রচারের প্রস্তুতি শুরু করেছে বিনয় পন্থী মোর্চাও। তবে ভোটের মুখে হঠাত করেই মহিলা তৃণমূলের সভানেত্রী নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়ায় প্রস্তুতিতে কিছুটা হলেও ছন্দপতন হয়েছে। বিনয়পন্থী মোর্চা নেতারা এবং তৃণমূল শিবিরের নেতারাও শেষ চেষ্টা চালাচ্ছেন যাতে সারদা রাইকে বুঝিয়ে মনোনয়ন প্রত্যাহার করানো যায় কিনা।

বিনয় তামাং এ প্রসঙ্গে বলেন কে নির্দল হিসেবে লড়ছেন ও কেন লড়ছেন তা মানুষ জানে। আমরা উন্নয়নের প্রশ্নে লড়াই করছি। এ লড়াই চলবে। কাউক উস্কে দিয়ে আমাকে হারানোর চক্রান্ত হচ্ছে কিনা খোজ নিচ্ছি।

মিটিমিটি হেসে নির্দল প্রার্থী সারদা রাই বলেন বিপুল টাকার হিসেব আগে দিন বিনয় তামাং। তিনি ভোটে জিতবেন না জেনেও দলের তরফে তাকে প্রার্থী হিসেবে সমর্থনের সিদ্ধান্ত আত্মঘাতী গোলের মতোই। তাই লড়াই এর ময়দানে নেমেছি। কাউকে এক ইঞ্চি জমিও ছাড়ব না। দ্রুত প্রচারে নামছি। ফলাফল দেখে নেবেন।

Body:।Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.