ETV Bharat / briefs

বর্ণবিদ্বেষ আছে, সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট নেইমারের

নেইমার সেই 5 ফুটবলের মধ্যে একজন যাকে রবিবারের ম্যাচে লাল কার্ড দেখতে হয় । 9 বছর পর রবিবার প্রথম প্যারিস সাঁ জাঁকে হারায় মার্সেলি ।

নেইমার
বর্ণবিদ্বেষের অভিযোগ
author img

By

Published : Sep 16, 2020, 9:15 PM IST


প্যারিস, 16 সেপ্টেম্বর : আলভারো গঞ্জালেসের বর্ণবিদ্বেষ মূলক মন্তব্যের যোগ্য জবাব না দিয়ে তিনি মাঠ ছাড়তেন না, বলছেন প্যারিস সাঁ জাঁ র স্ট্রাইকার নেইমার । যদিও মার্সেলি ডিফেন্ডারের বিরুদ্ধে তার আনা বর্ণবিদ্বেষমূলক অভিযোগ কর্তৃপক্ষ অগ্রাহ্য করেছেন বলে জানান তিনি ।

নেইমার সেই 5 ফুটবলের মধ্যে একজন যাকে রবিবারের ম্যাচে লাল কার্ড দেখতে হয় । 9 বছর পর রবিবার প্রথম প্যারিস সাঁ জাঁকে হারায় মার্সেলি । আন্দ্রে ভিলাস-বোয়াসের দল PSGকে হারায় 1-0 গোলে । তবে ফুটবলপ্রেমীরা এই খেলাটিকে মনে রাখবেন দুই দলের ঝামেলা এবং ফাউলের জন্য ।

ম্যাচের অতিরিক্ত সময়ে গঞ্জালেসকে চড় মারার অপরাধে লাল কার্ড দেখতে হয় ব্রাজিলিয়ান তারকাকে । তবে মাঠ ছাড়ার সময় ও পরে সোশাল মিডিয়ায় গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করার অভিযোগ আনেন নেইমার ।

ইনস্টাগ্রামে একটি বড় পোস্টে নেইমার লেখেন, " বোকার মতো কাজ করে আমি লালকার্ড দেখেছি। তবে এটাও ঠিক বর্ণ বিদ্বেষের জবাব মাঠেই দেওয়া উচিত । গতকাল আমি বিদ্রোহ করেছি। আমাকে লাল কার্ড দেখিয়ে শাস্তি দেওয়া হয়েছে । কারণ আমি তাঁকে মারতে গিয়েছিলাম, যে আমাকে বিরক্ত করছিল । আমি মনে করেছিলাম, কোনও কিছু না করে মাঠ ছাড়া উচিত নয়। কারণ আমি বুঝতে পেরেছিলাম, যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা কিছু করবেন না । তাঁরা হয় দেখেননি অথবা ব্যাপারটা অগ্রাহ্য করছেন । খেলার সময় আমি সবসময় জবাব দিতে চাই । কিন্তু এখানে দেখা যায় আমি সফল হয়নি । তাই আমি বিদ্রোহ করি । আমাদের খেলাধুলায়, আগ্রাসন, অপমান করা খেলারই অঙ্গ । আপনি স্নেহশীল হতে পারবেন না। আমি এই ওর অনেকটাই বুঝি , সবই খেলার অংশ । তবে বর্ণবাদ এবং অসহিষ্ণুতা গ্রহণযোগ্য নয় ।"

তিনি আরও লেখেন, “ আমি কৃষ্ণবর্ণ, আমার ছেলে কৃষ্ণবর্ণ, আমার নাতি কৃষ্ণবর্ণের হবে, তার নাতিও কৃষ্ণবর্ণের হবে। আমি গর্বিত, এবং আমাকে কারুর থেকে আলাদা দেখি না । গতকাল, যাঁরা ম্যাচের দায়িত্বে ছিলেন, আমি চাই তাঁরা নিজেদের সঠিক জায়গায় আনবেন, এবং নিরপেক্ষভাবে ব্যাপারটা দেখবেন । আশাকরি তাঁরা বুঝবেন, এই ধরণের ব্যবহারের কোনও জায়গা নেই । তবে আমার কি এটা অগ্রাহ্য করে উচিত ছিল । আমি এখনও জানি না । আজকে ঠান্ডা মাথায় , আমি বলতাম হন অগ্রাহ্য করা উচিত ছিল । কিন্তু সেই সময় আমি এবং আমার সঙ্গীরা সাহায্যের জন্য রেফারির কাছে গিয়েছিলাম । কিন্তু আমাদের অগ্রাহ্য করা হয় । এবং এটাই আসল ব্যাপার । আমি আমার শাস্তি মেনে নিয়েছি । কারণ আমার পরিষ্কার ফুটবলের পথ অনুসরণ করা উচিত ছিল। তবে আমি মনে করি অন্যপ্রান্ত, যে আমাকে উত্তপ্ত করছিল তাঁরও শাস্তি হওয়া দরকার । বর্ণবিদ্বেষ আছে , কিন্তু আমাদের এটা বন্ধ করতে হবে । অনেক হয়েছে, আর নয় ।”

যদিও নেইমারের অভিযোগ অগ্রাহ্য করছেন গঞ্জালেজ। তিনি বলেন, " বর্ণ বিদ্বেষের কোনও জায়গা নেই। একটি পরিষ্কার কেরিয়ার এবং অনেক সতীর্থ ও বন্ধুর সঙ্গে আমাকে দিনের পর দিন খেলতে হয়। কোনও কোনও সময় তোমার জানা উচিত কীভাবে হারতে হয় । এবং সেটা মেনে নেয়া উচিত । আজকের তিনটি পয়েন্ট অসাধারণ।"
  • VAR pegar a minha “agressão” é mole ... agora eu quero ver pegar a imagem do racista me chamando de “MONO HIJO DE PUTA” (macaco filha da puta)... isso eu quero ver!
    E aí? CARRETILHA vc me pune.. CASCUDO sou expulso... e eles? E aí ?

    — Neymar Jr (@neymarjr) September 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
তবে নেইমারের পাশেই দাঁড়িয়েছে প্যারিস সাঁ জাঁ । সোমবার একটি বিবৃতি দিয়ে ফ্রেঞ্চ লিগের আধিকারিকদের কাছে পুরো ঘটনার তদন্তের আবেদন করেছে তারা । এদিকে লিগ 1 এর প্রথম দুটি ম্যাচেই হারের মুখ দেখেছে প্যারিস সাঁ জাঁ।


প্যারিস, 16 সেপ্টেম্বর : আলভারো গঞ্জালেসের বর্ণবিদ্বেষ মূলক মন্তব্যের যোগ্য জবাব না দিয়ে তিনি মাঠ ছাড়তেন না, বলছেন প্যারিস সাঁ জাঁ র স্ট্রাইকার নেইমার । যদিও মার্সেলি ডিফেন্ডারের বিরুদ্ধে তার আনা বর্ণবিদ্বেষমূলক অভিযোগ কর্তৃপক্ষ অগ্রাহ্য করেছেন বলে জানান তিনি ।

নেইমার সেই 5 ফুটবলের মধ্যে একজন যাকে রবিবারের ম্যাচে লাল কার্ড দেখতে হয় । 9 বছর পর রবিবার প্রথম প্যারিস সাঁ জাঁকে হারায় মার্সেলি । আন্দ্রে ভিলাস-বোয়াসের দল PSGকে হারায় 1-0 গোলে । তবে ফুটবলপ্রেমীরা এই খেলাটিকে মনে রাখবেন দুই দলের ঝামেলা এবং ফাউলের জন্য ।

ম্যাচের অতিরিক্ত সময়ে গঞ্জালেসকে চড় মারার অপরাধে লাল কার্ড দেখতে হয় ব্রাজিলিয়ান তারকাকে । তবে মাঠ ছাড়ার সময় ও পরে সোশাল মিডিয়ায় গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করার অভিযোগ আনেন নেইমার ।

ইনস্টাগ্রামে একটি বড় পোস্টে নেইমার লেখেন, " বোকার মতো কাজ করে আমি লালকার্ড দেখেছি। তবে এটাও ঠিক বর্ণ বিদ্বেষের জবাব মাঠেই দেওয়া উচিত । গতকাল আমি বিদ্রোহ করেছি। আমাকে লাল কার্ড দেখিয়ে শাস্তি দেওয়া হয়েছে । কারণ আমি তাঁকে মারতে গিয়েছিলাম, যে আমাকে বিরক্ত করছিল । আমি মনে করেছিলাম, কোনও কিছু না করে মাঠ ছাড়া উচিত নয়। কারণ আমি বুঝতে পেরেছিলাম, যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা কিছু করবেন না । তাঁরা হয় দেখেননি অথবা ব্যাপারটা অগ্রাহ্য করছেন । খেলার সময় আমি সবসময় জবাব দিতে চাই । কিন্তু এখানে দেখা যায় আমি সফল হয়নি । তাই আমি বিদ্রোহ করি । আমাদের খেলাধুলায়, আগ্রাসন, অপমান করা খেলারই অঙ্গ । আপনি স্নেহশীল হতে পারবেন না। আমি এই ওর অনেকটাই বুঝি , সবই খেলার অংশ । তবে বর্ণবাদ এবং অসহিষ্ণুতা গ্রহণযোগ্য নয় ।"

তিনি আরও লেখেন, “ আমি কৃষ্ণবর্ণ, আমার ছেলে কৃষ্ণবর্ণ, আমার নাতি কৃষ্ণবর্ণের হবে, তার নাতিও কৃষ্ণবর্ণের হবে। আমি গর্বিত, এবং আমাকে কারুর থেকে আলাদা দেখি না । গতকাল, যাঁরা ম্যাচের দায়িত্বে ছিলেন, আমি চাই তাঁরা নিজেদের সঠিক জায়গায় আনবেন, এবং নিরপেক্ষভাবে ব্যাপারটা দেখবেন । আশাকরি তাঁরা বুঝবেন, এই ধরণের ব্যবহারের কোনও জায়গা নেই । তবে আমার কি এটা অগ্রাহ্য করে উচিত ছিল । আমি এখনও জানি না । আজকে ঠান্ডা মাথায় , আমি বলতাম হন অগ্রাহ্য করা উচিত ছিল । কিন্তু সেই সময় আমি এবং আমার সঙ্গীরা সাহায্যের জন্য রেফারির কাছে গিয়েছিলাম । কিন্তু আমাদের অগ্রাহ্য করা হয় । এবং এটাই আসল ব্যাপার । আমি আমার শাস্তি মেনে নিয়েছি । কারণ আমার পরিষ্কার ফুটবলের পথ অনুসরণ করা উচিত ছিল। তবে আমি মনে করি অন্যপ্রান্ত, যে আমাকে উত্তপ্ত করছিল তাঁরও শাস্তি হওয়া দরকার । বর্ণবিদ্বেষ আছে , কিন্তু আমাদের এটা বন্ধ করতে হবে । অনেক হয়েছে, আর নয় ।”

যদিও নেইমারের অভিযোগ অগ্রাহ্য করছেন গঞ্জালেজ। তিনি বলেন, " বর্ণ বিদ্বেষের কোনও জায়গা নেই। একটি পরিষ্কার কেরিয়ার এবং অনেক সতীর্থ ও বন্ধুর সঙ্গে আমাকে দিনের পর দিন খেলতে হয়। কোনও কোনও সময় তোমার জানা উচিত কীভাবে হারতে হয় । এবং সেটা মেনে নেয়া উচিত । আজকের তিনটি পয়েন্ট অসাধারণ।"
  • VAR pegar a minha “agressão” é mole ... agora eu quero ver pegar a imagem do racista me chamando de “MONO HIJO DE PUTA” (macaco filha da puta)... isso eu quero ver!
    E aí? CARRETILHA vc me pune.. CASCUDO sou expulso... e eles? E aí ?

    — Neymar Jr (@neymarjr) September 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
তবে নেইমারের পাশেই দাঁড়িয়েছে প্যারিস সাঁ জাঁ । সোমবার একটি বিবৃতি দিয়ে ফ্রেঞ্চ লিগের আধিকারিকদের কাছে পুরো ঘটনার তদন্তের আবেদন করেছে তারা । এদিকে লিগ 1 এর প্রথম দুটি ম্যাচেই হারের মুখ দেখেছে প্যারিস সাঁ জাঁ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.