ETV Bharat / briefs

আজ থেকে কোচবিহারে শুরু হল বেসরকারি বাস পরিষেবা - বেসরকারি বাস পরিষেবা

আজ থেকে কোচবিহারে শুরু হল বেসরকারি বাস চলাচল। বিভিন্ন রুটে বাস চললেও, যাত্রী সংখ্যা ছিল হাতেগোনা কয়েকজন।

Coochbehar
Coochbehar
author img

By

Published : Jun 8, 2020, 5:54 PM IST

কোচবিহার, 8 জুন : লকডাউনের পঞ্চম দফায় আজ থেকে প্রায় সবক্ষেত্রেই দেওয়া হয়েছে ছাড়। নিয়ম মেনেই আজ থেকে কোচবিহারের পথে নামল বেসরকারি বাস। তবে যাত্রী নেই বললেই চলে।

আজ থেকে কিছু বাছাই করা রুটে বাস, মিনিবাস চলাচল শুরু হয়েছে । তবে ছোট রুটগুলিতে কেবল অটো চলেছে। এদিন কোচবিহার -শিলিগুড়ি, কোচবিহার -তুফানগঞ্জ, কোচবিহার -দিনহাটা, কোচবিহার - মাথাভাঙা রুটে অল্প কিছু সংখ্যক বাস চলে।

কোচবিহার জেলার বেসরকারি ও মিনিবাস মালিক সমিতির সম্পাদক অনুপ অধিকারী বলেন, " আজ থেকে বেশ কিছু রুটে বেসরকারি বাস ও মিনিবাস চলতে শুরু করেছে। তবে যাত্রী নেই তেমন। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে।"

গত বৃহস্পতিবার থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে বেসরকারি বাস, মিনিবাস পথে নামলেও কোচবিহারে বেসরকারি বাস চলাচল বন্ধ ছিল। বেসরকারি বাস মালিকরা বাস চালাতে রাজি হলেও, বাস চালক ও কর্মীরা জীবন বিমা সহ বিভিন্ন দাবিতে বাস চালাতে রাজি হয়নি। অবশেষে পরিবহন দপ্তরের তরফে আশ্বাস মেলায় সোমবার থেকে বেসরকারি বাস চলাচল শুরু হয়।

কোচবিহার, 8 জুন : লকডাউনের পঞ্চম দফায় আজ থেকে প্রায় সবক্ষেত্রেই দেওয়া হয়েছে ছাড়। নিয়ম মেনেই আজ থেকে কোচবিহারের পথে নামল বেসরকারি বাস। তবে যাত্রী নেই বললেই চলে।

আজ থেকে কিছু বাছাই করা রুটে বাস, মিনিবাস চলাচল শুরু হয়েছে । তবে ছোট রুটগুলিতে কেবল অটো চলেছে। এদিন কোচবিহার -শিলিগুড়ি, কোচবিহার -তুফানগঞ্জ, কোচবিহার -দিনহাটা, কোচবিহার - মাথাভাঙা রুটে অল্প কিছু সংখ্যক বাস চলে।

কোচবিহার জেলার বেসরকারি ও মিনিবাস মালিক সমিতির সম্পাদক অনুপ অধিকারী বলেন, " আজ থেকে বেশ কিছু রুটে বেসরকারি বাস ও মিনিবাস চলতে শুরু করেছে। তবে যাত্রী নেই তেমন। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে।"

গত বৃহস্পতিবার থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে বেসরকারি বাস, মিনিবাস পথে নামলেও কোচবিহারে বেসরকারি বাস চলাচল বন্ধ ছিল। বেসরকারি বাস মালিকরা বাস চালাতে রাজি হলেও, বাস চালক ও কর্মীরা জীবন বিমা সহ বিভিন্ন দাবিতে বাস চালাতে রাজি হয়নি। অবশেষে পরিবহন দপ্তরের তরফে আশ্বাস মেলায় সোমবার থেকে বেসরকারি বাস চলাচল শুরু হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.